বাংলা বন্ড হচ্ছে বিশ্বের প্রথম বাংলাদেশি টাকা ডিনমিনেটেড বন্ড। বাংলাদেশের বেসরকারি খাতকে বিনিয়ােগে উৎসাহ দিতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপােরেশনের (আইএফসি) সহায়তায় ১১ নভেম্বর ২০১৯ তারিখে এ বন্ড চালু হয়।
বর্তমানে আমাদের বেসরকারি খাতে বিনিয়ােগের হার জিডিপির ২৩ শতাংশ । মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে বেসরকারি খাতে বিনিয়ােগের হার বাড়িয়ে জিডিপির অন্তত ৩০ শতাংশে উন্নীত করা প্রয়ােজন।
এই ক্ষেত্রে বাংলা বন্ড সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই বন্ডের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৩ কোটি ৪০ লাখ টাকার সমান।
বাংলা বন্ডের মাধ্যমে আইএফসির সংগৃহীত অর্থ ঋণ পাবে বাংলাদেশের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রথম ধাপে ৮০ কোটি টাকা ঋণ পাচ্ছে প্রাণ গ্রুপ।
বর্তমানে স্থানীয় ব্যাংকগুলাের ঋণের সুদের হার মেয়াদভেদে ১১ থেকে ১৪ শতাংশ তিন বছর মেয়াদী এই বন্ডে বিনিয়ােগকারীরা প্রায় সাড়ে ছয় শতাংশ হারে সুদ পাবেন। প্রাণ কোম্পানিকে ঋণ দেওয়া হবে সাড়ে নয় শতাংশ হারে।
Leave a Comment