১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতার জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক কর্মযজ্ঞ ও অন্যান্য বিষয়ে চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নাবলি নিয়ে আমাদের মার্চ মাসের আয়ােজন।
বিভিন্ন পরীক্ষায় আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত?
জাককানইবি : ২০১৮-১৯:
উত্তর : ১৭ মার্চ ১৯২০।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে উদ্যাপিত হয়-
(DNC’র : হিসাবরক্ষক ২০১৯)
উত্তর : জাতীয় শিশু দিবস।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস
গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটসম্যান ২০১৭
উত্তর : ১০ জানুয়ারি।
প্রশ্ন : জাতীয় শােক দিবস
তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ২০০১
উত্তর : ১৫ আগস্ট।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ’করেন-
বেরােবি : ২০১০-২০১১]
উত্তর : ৫ ডিসেম্বর ১৯৬৯।
প্রশ্ন : ‘Poet of Politics’ বলা হয় কাকে?
যবিপ্রবি : ২০১৮-১৯
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান—
উত্তর : ৮ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করেছিলেন কে?
রাবি : ২০২০-২১)
উত্তর : লােবেন জেঙ্কিল।
প্রশ্ন : বঙ্গবন্ধু ‘জুলিও কুরি পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের কত তারিখে?
খুবি : ২০১৯-২০)
উত্তর : ১০ অক্টোবর।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
(যবিপ্রবি : ২০১৮-১৯ )
উত্তর : আইন।
প্রশ্ন : আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন—
(স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী ২০১০]
উত্তর : যুগ্ম সম্পাদক।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারিখে ছয় দফা কর্মসূচি ঘােষণা করেন—
[১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ২০১৬)
উত্তর : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬।
প্রশ্ন : বঙ্গবন্ধু-ঘােষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে
চাবি : ২০২০-২১]
উত্তর : ৩।
প্রশ্ন : ১৯৬৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
যবিপ্রবি : ২০১৯-২০
উত্তর : আমাদের বাচার দাবি : ছয় দফা কর্মসূচি।
প্রশ্ন : বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মােট আসামি সংখ্যা ছিল কত জন?
{৪০তম বিসিএস)
উত্তর : ৩৫ জন।
প্রশ্ন : জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করা হয়
[সিনিয়র স্টাফ নার্স ২০২০)
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রশ্ন : ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এ মামলা থেকে ১৯৬৯ সালের যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়(মেডিকেল ভর্তি ২০০৯-১০]
উত্তর : ২২ ফেব্রুয়ারি।
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?
(চবি : ২০১৯-২০]
উত্তর : টমাস উইলিয়ামস।
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
শাবিপ্রবি : ২০১৬-১৭
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ যে বিষয়ে ঘােষিত হয়েছে
(ঢাবি : ২০২০-২১)
উত্তর : সৃষ্টিশীল অর্থনীতি।
প্রশ্ন :সম্প্রতি বাংলাদেশ সরকার যে ক্ষেত্রে বঙ্গবন্ধু জাতীয় পদক প্রদানের ঘােষণা দিয়েছে
চাবি : ২০২০-২১
উত্তর : কৃষি।
প্রশ্ন : রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল?
(চবি : ২০২০-২১)
উত্তর : নাজিম হিকমত।
প্রশ্ন : কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন?
(চবি : ২০২০-২১)
উত্তর : বিবিসি।
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ববি : ২০১৪-১৫]
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ফিল্ম তৈরি করছেন—
(জাবি : ২০২০-২১
উত্তর : শ্যাম বেনেগাল।
প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম কবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
(জাবি : ২০২০-২১)
উত্তর : ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে?
(চবি : ২০২০-২১)
উত্তর : ১৯৫৫ সাল।
প্রশ্ন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কোন সালে?
৪২তম বিসিএস)।
উত্তর : ২০১২।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কি?
(চবি : ২০১৯-২০)
উত্তর : কাজুহিরাে ওয়াতানাবে।
প্রশ্ন : সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
[জাবি : ২০১৯-২০l
উত্তর : ২০১৮।
প্রশ্ন : বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রােজনামচা’ গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক
কুবি : ২০১৯-২০)
উত্তর : অধ্যাপক ড. ফকরুল আলম।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ রাত কয়টায় বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন?
চবি : ২০২০-২১।
উত্তর : ১২টা ২০ মিনিটে।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাক্ষর করেন?
(চবি : ২০২০-২১)
উত্তর : ১৪ ডিসেম্বর, ১৯৭২।
প্রশ্ন : বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় স্বাধীন বাংলাদেশের প্রথম টেকনােক্র্যাট অর্থমন্ত্রী কে ছিলেন?
(জাবি : ২০২০-২১
উত্তর : আজিজুর রহমান মল্লিক।
প্রশ্ন : নাওয়ামি অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
জাবি : ২০২০-২১
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ নিচের কোন সময়কাল?
(কুবি : ২০১৯-২০)
উত্তর : বর্তমানে মুজিববর্ষের মেয়াদকাল ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০১২।
প্রশ্ন : গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়েছে?
(চবি : ২০২০-২১)
উত্তর : ধান।
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক
বিবি : ২০১৪-১৫
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনীর বর্ণনানুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কি কাজ করতেন?
জাককানইবি : ২০১৮-১৯
উত্তর : মালির কাজ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কী?
(বশেমুরবিপ্রবি : ২০১৯-২০)
উত্তর : ৩০৫৩ দিন।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি অনুবাদ করেন–
(বশেমুরবিপ্রবি : ২০১৮-১৯
উত্তর : ফকরুল আলম।
প্রশ্ন : ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর কোন খণ্ড সম্প্রতি বের হয়েছে?
(বশেমুরবিপ্রবি : ২০১৮-১৯)।
উত্তর: ১ম।