আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিসিএস প্রস্তুতি

বিভিন্ন পরীক্ষায় আসা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাংলাদেশের প্রথম বা অস্থায়ী বা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ!

বিভিন্ন পরীক্ষায় আসা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

https://youtu.be/5eRv7lKGuj0

প্রশ্ন : কোথায় থেকে জারিকৃত স্বাধীনতার ঘােষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়—
(বাপেক্স’র অফিসার ২০০৯)
উত্তর : মুজিবনগর, মেহেরপুর।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
(৩৯তম বিসিএস)
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : কবে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়?
(গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ২০০৮-০৯)
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি থেকে কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন পদ্ধতির সরকার ছিল?
(ইবি ২০০২-০৩)
উত্তর : রাষ্ট্রপতি শাসিত।

প্রশ্ন : মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?
(পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯)
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?
(NRB সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২)
উত্তর : অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন : প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল—
(পিএসসি’র সহকারী পরিচালক ২০১৬)
উত্তর : ৮নং থিয়েটার রােড, কলকাতা।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?
(হাদাবিপ্রবি : ২০১৭-১৮)
উত্তর : মুজিবনগর।

প্রশ্ন : মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন?
(চবি : ১৪-১৫)
উত্তর : ৬ জন।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন?
(১৬তম শিক্ষক নিবন্ধন)
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন—
(প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ১৮)
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু থেকে কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
(১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয় পরীক্ষা (কলেজসমপর্যায়) ২০১৯)
উত্তর : তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
(৪৩তম বিসিএস)
উত্তর : তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন : মুজিবনগর সরকারের শিল্প, বাণিজ্য ও অর্থমন্ত্রী কে ছিলেন?
(১৬তম শিক্ষক নিবন্ধন)
উত্তর : এম মনসুর আলী।

প্রশ্ন : মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
(৩৮তম বিসিএস)
উত্তর : এ. এইচ. এম. কামারুজ্জামান।

প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন—
(প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক : ০৯ )
উত্তর : খন্দকার মােশতাক আহমেদ।

প্রশ্ন : মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন?
(বেবিচকের উচ্চমান সহকারী : ২১)
উত্তর : রুহুল কুদ্স।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী ২০১৮)
উত্তর : মওলানা ভাসানী।

প্রশ্ন : মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল?
(তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ২০১৯)
উত্তর : ৮ জন। (সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১; এইচ টি ইমাম।)

আরো পড়ুন : বিসিএস পরীক্ষার্থী যেভাবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য দক্ষতা বাড়াবেন

প্রশ্ন : মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ও বিভাগ ছিল?
(চবি : ৯৮-৯৯)
উত্তর : ১২টি। (সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১; এইচ টি ইমাম)

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র কত তারিখ গৃহীত হয়?
(মাভাবিপ্রবি ‘ডি’ ইউনিট ২০১৭-১৮)
উত্তর : ১৭ এপ্রিল।

প্রশ্ন : ‘মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
(DN’র উপ-পরিদর্শক ২০১৯)
উত্তর : ৮নং।

প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল কেন এ বিখ্যাত?
(GA’র জুনিয়র অডিটর ২০১৪)
উত্তর : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন।

প্রশ্ন : মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
(৩৩তম বিসিএস)
উত্তর : মেহেরপুর।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা হয়
(টেলিযােগাযােগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ২০০৩)
উত্তর : মুজিবনগর হতে।

প্রশ্ন : বাঙালিদের কাছে ১০ এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন?
(ববি ১৩-১৪)
উত্তর : মুজিবনগর সরকার গঠন।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার ৮নং থিয়েটার রােডে ‘বাংলাদেশ বাহিনী) গঠন করা হয়?
(৪১তম বিসিএস)
উত্তর : ১২ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : কবে মুজিবনগর দিবস পালন করা হয়?
(পেট্রোবাংলার উচ্চমান সহকারী ২০১৭)
উত্তর : ১৭ এপ্রিল।

প্রশ্ন : ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল?
(৪২তম বিসিএস)
উত্তর : জয় বাংলা।

প্রশ্ন : মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
(১০ম বিজেএস : ২০১৬)
উত্তর : তানভীর করিম।

প্রশ্ন : ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ ‘মুজিবনগর’ করা হয়?
(DPE’র প্রােগ্রাম কো-অর্ডিনেটর ২০২০)
উত্তর : ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের নাম ‘মুজিবনগর’ করা হয়।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button