বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিচে আলোচনা করা হলো। আশা করি লেখাটি আপনাদের সহায়ক হবে।
১. Who does not belong to Romantic Period of English Literature?
উত্তর : William Shakespeare
২. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
৩. I study hard – I should fail in the examination.
উত্তর : lest
৪. Which is grammatically correct sentence?
উত্তর : Our examination is going to be held on Sunday next
৫. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়—
উত্তর : এপিকালচার।
৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম—
উত্তর : বঙ্গদর্শন।
৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে’ গানটির রচয়িতা কে?
উত্তর : আবদুল গাফফার চৌধুরী।
৮. একটি ঘনত্রে একটি ধারের দৈর্ঘ্য ৪ মিটার হলে, উহার তলগুলাের ক্ষেত্রফল
উত্তর : ৯৬ বর্গমিটার।
৯. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান।
১০. UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা।
১১. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
১২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?
(ক) হাঙর নদী গ্রেনেড ।
(খ) স্টপ জেনােসাইড।
(গ) শেষের কবিতা।
(ঘ) জোছনা ও জননীর গল্প।
[Note : খ ও গ দুটোই সঠিক।]
১৩. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-এর রচয়িতা
উত্তর : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
১৪. রাতকানা রােগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন-এ।
১৫. নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
উত্তর : অক্সিজেন।
১৬. What is the meaning of at one’s fingertips’?
উত্তর : complete knowledge
১৭. ‘আমার দেখানয়াচীন’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : ভ্রমণকাহিনী।
১৮. বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তর : ব্রাজিল।
১৯. ABC ত্রিভুজের BC বহুকে E বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলাে যেন ZACE = 100°, ZABC = 40° হলে ZA সমান হবে–
উত্তর : 60°
২০. ‘অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’-কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
উত্তর : নারী।
২১. ‘বলাকা’ কাব্য লিখেছেন–
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
২২. X + y + 3 = 0 রেখাটির ঢাল হবে–
উত্তর : – 11
২৩. 1 + 6x – 7×2 এর উৎপাদক
উত্তর : (1 – X) (1 + 7x)
২৪. (x-2 > এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তর : xe (13) ।
২৫. যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তা হলাে—
উত্তর : রম্বস।
২৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে?
উত্তর : অনুচ্ছেদ-৮।
২৭. ‘CO26’ অনুষ্ঠিত হয়েছে—
উত্তর : Glasgow
২৮. মঙ্গলকাব্যের শেষ কবি–
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।
২৯. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের বিষয়বস্তু কী?
উত্তর : নীল চাষ ও নীলকরদের অত্যাচার।
৩০. English translation of the sentence. “সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।” is-
উত্তর : It has been raining cats and dogs since morning!
৩১.9x২ =6x-2 হলে x + 4 এর | মান–
উত্তর : ০।
৩২. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কি.মি.।
৩৩. Antonym of ‘benign’ is
উত্তর : malignant
৩৪. x+y = 4, X- y =2 হলে xy এর মান–
উত্তর : 3।
৩৫. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
উত্তর : উইকিপিডিয়া।
৩৬. Who is the author of ‘India Wins Freedom’?
উত্তর : Abul Kalam Azad
৩৭. WHO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর : জেনেভা।
৩৮. ‘সংশপ্তক’ গ্রন্থটি কার রচনা?
উত্তর : শহীদুল্লা কায়সার।
৩৯, যদি a” = c, b = a এবং c” = b হয় তবে নিচের কোনটি সঠিক?
উত্তর : ab = 1/c
৪০. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১৬ হলে, মধ্যসমানুপাতী হবে—
উত্তর : ১২।
৪১. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমােরি?
(ক) RAM
(খ) Hard Disk
(গ) Pen drive
(ঘ) ROM
[Note: সঠিক ক ও ঘ দুটোই।]
৪২. 2 Sin 9 = 3 হলে Cot (c/2 – 0) এর মান–
উত্তর : রুট3
৪৩. নূরুল মােমেন রচিত নাটক কোনটি?
উত্তর : নেমেসিস।
৪৪. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস
উত্তর : আরেক ফাল্গুন।
৪৫. A burnt child dreads the fire. Here ‘burnt is a/an-
উত্তর : past participle
৪৬, মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর : ৭টি।
৪৭. একটি রাশি অপর একটি রাশির। ১১৩% হলে রাশিদ্বয়ের অনুপাত
উত্তর : ১৭:১৫।
৪৮. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
উত্তর : জীবন-ক্ষুধা।
৪৯. কোন সংখ্যার পাঁচগুণের সাথে ২ যােগ করলে যােগফল ঐ সংখ্যার চারগুণ হতে ৮ বেশি হবে?
উত্তর : ৬।
৫০. Which word is incorrectly spelt?
উত্তর : resteurant
৫১, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা
উত্তর : বড় চণ্ডীদাস।
৫২. 22.32n+1 – 9n+1 এর সরল মান কোনটি?
উত্তর : 32n+3।
৫৩, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
উত্তর : বসন্ত।
৫৪.দুইটি সংখ্যার অনুপাত ২:৩ এবং তাদের ল,সা,গু ২৪। সংখ্যা দুইটির যােগফল কত?
উত্তর : ২০।
৫৫. ‘কারাগারের রােজনামচা’ গ্রন্থটির প্রকাশক–
উত্তর : বাংলা একাডেমি।
৫৬. ‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখক–
উত্তর : শামসুদ্দীন আবুল কালাম।
৫৭. Choose the correct passive form of, ‘Don’t make a mistake about me.’
উত্তর : Let not a mistake be made about me!
৫৮. Black will take no other-
উত্তর : hue।
৫৯. ‘প্রাতরাশ’ শব্দের সন্ধি
উত্তর : প্রাতঃ + আশ।
৬০. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন গ্রন্থে বর্ণিত হয়েছে—
উত্তর : ভাষা আন্দোলনের কথা।
৬১. ax2 + 4x + 3 = 0 সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও অসমান হলে, a এর মান যে ব্যবধিতে অবস্থিত তা হলাে—
উত্তর : (-4/3)
৬২. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম—
উত্তর : প্রবােধ কুমার বন্দ্যোপাধ্যায়।
৬৩. The verb form of the word milk’ is-
উত্তর : milk
৬৪. The problem is anything but easy. Here ‘but is a/an
উত্তর : conjunction
৬৫. কবি বিহারীলাল চক্রবর্তীকে ভােরের পাখি’ বলেছেন—
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৬. Choose the correct sentence :
উত্তর : He is used to working hard
৬৭. s = {x € R: x একটি মৌলিক সংখ্যা এবং x<64} একটি সেট। নিচের কোনটি সঠিক?
উত্তর : s = {2, 3, 5, 7}।
৬৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর : ৫৭তম।
৬৯. log2^8+ 3/2logs3রুট9 এর মান—
উত্তর : 4
৭০. ‘নির্জনতম কবি’ বলে পরিচিত
উত্তর : জীবনানন্দ দাশ।
৭১. Paradise Lost is-
উত্তর : an epic
৭২. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিঃ।
৭৩. Choose the correct indirect speech of the sentence: My friend said to me, “Let’s leave the place.”
উত্তর : My friend proposed to me that we should leave the place
৭৪. ‘Narcissism’ means-
উত্তর : arrogance
৭৫. ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে E ও F, EBCF চতুর্ভুজটি একটি-
উত্তর : ট্রাপিজিয়াম।
৭৬. a+b+c=6 এর ab + bc + ca = 11 হলে a + b +c=কত?
উত্তর : 14
৭৭. একটি বাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের অংশের সমান। বাড়িটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি
(ক) ২০% ক্ষতি
(খ) ২৫% ক্ষতি
(গ) ২০% লাভ
(ঘ) ২৫% লাভ
[Note:সঠিক উত্তর ৪০% ক্ষতি।
৭৮. 0.01 × 0.0001 = কত?
উত্তর : 0.001
৭৯. The adjective form of the word ‘people’ is
উত্তর : populous !
৮০. -Omar Khayyam is seldom born.
উত্তর : The
৮১. Choose the appropriate preposition : Seven government colleges are affiliated—the University of Dhaka.
উত্তর : with
৮২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
উত্তর : অগ্নিবীণা।
৮৩. Give me a pen to write
উত্তর : with.
৮৪. “Frailty, thy name is woman.” Here ‘frailty’ is
উত্তর : a personification
৮৫. ছয়দফা দাবী পেশ করা হয়
উত্তর : ১৯৬৬ সালে।
৮৬. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
৮৭. Which of the following is not a verb?
উত্তর : bounden
৮৮. সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৮৯. Everyone – to prevent COVID-19.
উত্তর : Should be vaccinated
৯০. ABC এর AB ও BC বাহুর দৈর্ঘ্য 6 ও ৪ একক। ZA = 45°, ZC = 75° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল
উত্তর : 12রুট3 বর্গ একক।
৯১. উপসর্গ বসে শব্দের—
উত্তর : আগে।
৯২. ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি এ লিখেছেন—
উত্তর : সেলিনা হােসেন।
৯৩. বাংলাদেশের জাতীয় বাজেট ২০২১-২০২২ এ মােট ব্যয় ধরা হয়েছে—
উত্তর : ৬,০৩,৬৮১ কোটি টাকা।
৯৪. যে রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে
উত্তর : ধমনী
৯৫. সৈয়দ শামসুল হক রচিত নাটক
উত্তর : পায়ের আওয়াজ পাওয়া যায়।
৯৬. কোনটি শুদ্ধ বানান?
উত্তর : সমীচীন।
৯৭. The complex form of the sentence, “But for your help, I could not prosper in life” is-
উত্তর : Though you helped me I could not prosper in life!
৯৮. Look- the word in the dictionary.
উত্তর : up.
৯৯. দুইটি সংখ্যার গুণফল ৬০ এবং ভাগফল ৩। সংখ্যা দুইটির যােগফল কত?
উত্তর : ১৯।
১০০. নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ?
উত্তর : ২/৩
Leave a Comment