বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত আইসিটি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা পরীক্ষার্থী আছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।
প্রশ্ন -সবচেয়ে বেশি এরিয়া নিয়ে কমিউনিকেশন করে কোনটি?
উত্তর – Satellite
প্রশ্ন – বর্তমানে ওয়্যালেস বা তার বিহীন অ্যাক্সেস কয় প্রকার?
উত্তর- ২ ধরনের ।
প্রশ্ন – ১০ থেকে ১০০ মিপার দূরত্ব পযর্ন্ত কাজ করতে পারে কোনটি?
উত্তর – Bluetooth
প্রশ্ন -Wi – Fi যে স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে তা কি?
উত্তর -EEE 802.11
প্রশ্ন-Wi – Fi এর ইনডো ও আউটডোর কভারেজ কত?
উত্তর – ৩২ মিটার ও ৯৫ মিটার ।
প্রশ্ন -GSM এর পূর্ণরূপ কি?
উত্তর -Global System for Mobile Communication
প্রশ্ন -মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম কত সাল?
উত্তর– ২০০০-২০০৮ সাল ।
প্রশ্ন -সিগন্যাল চারদিকে সমানভাবে ছঢ়িয়ে পড়ে কোন প্রযুক্তির মাধ্যমে?
উত্তর – ৪ র্থ প্রজন্মের মোবাইলে ।
প্রশ্ন – 10 কি . মি বা তার চেয়ে কম এরিয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি?
উত্তর – LAN ( Local Area Network )
প্রশ্ন – সর্ববৃহৎ এলাকা জুড়ে তৈরি হয় কোনটি?
উত্তর – WAN ( Wide Area Network )
প্রশ্ন – মডেম কয় প্রকার?
উত্তর– ২ প্রকার ।
প্রশ্ন -ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লু এর নাম অনুসারে কোনটির নাম করা হয়?
উত্তর – টুথের নাম অনুসারে ব্লুটুথ হয় ।
প্রশ্ন – নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নাম্বারকে কি বলে?
উত্তর -ম্যাক এড্রেস বলে । এটি ৪৮ বিটের ইউনি কোড ।
প্রশ্ন – এক পেটাবাইট = কত?
উত্তর – ১০০০০০০ গিগাবাইট ।
প্রশ্ন – কম্পিউটার এর যে ডিস্ক সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলে?
উত্তর – স্টার্ট আপ ডিস্ক বলে ।
প্রশ্ন -বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কি?
উত্তর- বিট ।
প্রশ্ন – POP ব্যবহার করে কোন কাজটি করা হয়?
উত্তর – মেইল ডাউনলোড করা হয় ।
প্রশ্ন -SMTP প্রটোকল ব্যবহার করে কোন কাজটি করা হয়?
উত্তর – ইমেইল রিসিভার এর মেইল এড্রেস এ সেন্ড করা হয় ।
প্রশ্ন – IMAP ব্যবহার করে কোনটি করা যায়?
উত্তর – মেইল বক্স এক্সেস করা যায় ।
প্রশ্ন – Twitter আবিষ্কার করা হয় কত সালে?
উত্তর -১৫ জুলাই ২০০৬
প্রশ্ন -World wide web চালু হয় কত সালে?
উত্তর -১৯৬৯ সাল ।
প্রশ্ন – মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করতে কি করতে হয়?
উত্তর – Ctrl , shift এবং + একত্রে চাপতে হয় ।
প্রশ্ন -LAN ক্ষেত্রে Wi – max এর বিস্তৃতি কত মিটার?
উত্তর – ৩০ মিটার ।
প্রশ্ন -মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় কত সালে?
উত্তর -১৯৭১
প্রশ্ন – এর ব্যবহার শুরু হয় সালে?
উত্তর -১৯৭২
প্রশ্ন – LAN এর অপর নাম কি?
উত্তর -Network Interface Card .
প্রশ্ন -অপটিকাল ফাইবারের কয়টি অংশ?
উত্তর -তিনটি । ক ) ক্ল্যাডিং খ ) ফোর গ ) জ্যাকেট ।
প্রশ্ন – ব্লুটুথ আবিস্কার করেন কে?
উত্তর- এরিসন কোম্পানি ।
প্রশ্ন -জগদীশচন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে করেন কোন সালে?
উত্তর-১৯৮৫ সালে ।
প্রশ্ন -বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে কোনটি রয়েছে?
উত্তর –এমটিএস সার্ভিস ।
প্রশ্ন -সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোনটির মাধ্যমে?উ
উত্তর– ই-পর্চার মাধ্যমে।
প্রশ্ন -মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটকে কি বলা হয়?
উত্তর– টুইটারকে।
প্রশ্ন -টুইটার হচ্ছে –
উত্তর -সামাজিক যোগাযোগ সাইট ৷
প্রশ্ন -টুইটারের ফলোয়ারদের ১৪০ অক্ষরের বার্তাকে কি বলা হয়?
উত্তর – টুইট ।
প্রশ্ন- আন্তর্জাতিকতা লন্ডনের বিজ্ঞান যাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে কত সালে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
উত্তর– ১৯৯১ সালে ।
প্রশ্ন -প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
উত্তর– অ্যাডা লাভলেস ।
প্রশ্ন -www এর জনক কে?
উত্তর – টিম বার্নার্স লি ।
প্রশ্ন -মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর – উইলিয়াম হেনরি বিল গেটস ।
প্রশ্ন -অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর – স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েন ।
প্রশ্ন -১ বাইট সমান কত বিট?
উত্তর– ৮ বিট ।
প্রশ্ন -Wi – Fi এর পূর্ণরূপ কি?
উত্তর -Wireless Fidelity
প্রশ্ন – Bluetooth যে স্টান্ডার্ড এর উপর ভিক্তি করে কাজ করে তা কি?
উত্তর – IEEE 802.15.1
প্রশ্ন -Modem এর পূর্ণরূপ কি?
উত্তর – Modulator and Demodulator
প্রশ্ন- ক্লাউড কম্পিউটিং এর অপরিহার্য বিষয় কোনটি?
উত্তর – ইন্টারনেট সংযোগ ।
প্রশ্ন – প্রতি সেকেন্ডে যতগুলো সিগনাল ওয়েভ তৈরি হয় তাকে কি বলে?
উত্তর– ব্যান্ডউইডথ ।
প্রশ্ন -ব্যান্ডউইডথ এর একক কি?
উত্তর – হার্টজ ( Hz )
প্রশ্ন – ক্লাউড কম্পিউটিং এর একটি বড় সমস্যা কি?
উত্তর– হ্যাকিং ।
প্রশ্ন -আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন আবিষ্কার করেন কে?
উত্তর – ডেনিয়েল কোলাডন ।
প্রশ্ন -সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে?
উত্তর – মডুলেশন ।
প্রশ্ন -টপোলজি কি?
উত্তর– নেটওয়ার্কের সংগঠন ।
প্রশ্ন -kbps এর পূর্ণরূপ কি?
উত্তর – kilobits per second
প্রশ্ন -Mbps এর পূর্ণরূপ কি?
উত্তর -Megabits per second
প্রশ্ন -ডেটা ট্রান্সমিশন পদ্ধতির উদাহরণ কোনটি?
উত্তর— Synchronous