আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিসিএস পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে ৩০টি প্রশ্ন ও উত্তর

বিসিএস পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে ৩০টি প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্নগুলো একবার পড়ে নিলে আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। তো চলুন প্রশ্নগুলো পড়ে নেয়া যাক।

বিসিএস পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে ৩০টি প্রশ্ন ও উত্তর

* ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রােটকল- POP3।

* মাইক্রোসফটের প্রথম প্রােগ্রাম- MS DOS

* ই-কমার্স সাইট amazon.com প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।

* Wi-MAX-এর স্ট্যান্ডার্ড হলাে- IEEE 802.16।

* OMR এর পূর্ণরূপ-Optical Mark Reader

* সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম- ইনটেল 4004।

* বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল ছিল- IBM 1620।

* ওয়েবক্যাম হলাে- একটি ইনপুট ডিভাইস।

* কিবাের্ডে ‘ফাংশন কি’ রয়েছে- ১২টি।

* প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলাে- ডিপিআই (DPI)।

* প্লটার হলাে এক ধরনের প্রিন্টার।

* রঙিন মনিটরের পিক্সেলে রঙ থাকে- ৩ ধরনের।

* ‘b’ এর ASCII Value- 98

* কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ- Graphical User Interface

* ডাটাবেসে কোনাে তথ্য খুঁজে বের করাকে বলে- query!

* মাইক্রোসফট IIS হচ্ছে একটি – ওয়েব সার্ভার।

* কম্পিউটার ‘বাগ’ হলাে-সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।

* Mac OS হলাে-চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।

* একটি ডিস্কের ফাইলগুলােকে পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয়-Defragmentation।

* 5G Language কে বলা হয়-Natural Language

* বাংলাদেশে সর্বপ্রথম 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।

* কম্পিউটার ভাইরাস-একটি ক্ষতিকর প্রােগ্রাম।

* হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে- 16।

* ইলেক্ট্রনিক সিগন্যালকে বাইনারি ডিজিট 0 এবং 1-এ প্রকাশ করাই হলাে-বিট।

* আটটি বিট নিয়ে গঠিত একটি বাইট (অর্থাৎ ১ বাইট = ৮ বিট)।

* যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম- NAND গেইট।

* (52)(16) এর বাইনারি রূপ-1010010(2)

* Algorithm-এর চিত্ররূপকে বলে- Flow chart

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button