৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ পড়ে নিন

বিসিএস পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩৫টি প্রশ্ন নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করছেন লেখাটি তাদের জন্য খুবই সহায়ক হবে। তো চলুন সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেওয়া যাক।

বিসিএস পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩৫টি প্রশ্ন

*মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে’ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে—৬ জানুয়ারি ২০২১।

*পূর্ব তিমুর প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র যা—পর্তুগালের উপনিবেশ ছিল।

*১৯৩৪ সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন- Now or Never পুস্তিকায়।

*চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সান ইয়াৎ সেন।

*বিশ্বে গড় আয়ুতে শীর্ষদেশ–জাপান।

*সুশি ও সাশিমি হলাে—এক ধরনের খাবার।

*চীনের শিনঝিয়াংয়ের গভর্নর হলেন— এরকিন তুনিয়াজ।

*২০২১ সালের জার্মান নির্বাচনে সােশ্যাল ডেমােক্র্যাটিক পার্টির (SPD) প্রাপ্ত আসন সংখ্যা ২০৬টি।

*‘বিট কয়েন সিটি’ নির্মাণের ঘােষণা দেয়— এল সালভাদর।

*ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যসহ রাষ্ট্রপ্রধান—১৫টি দেশের।

*WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে—১০ জুলাই ১৯৪৮।

*ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী— সুচেতা কৃপলানি।

*ISAF’র পূর্ণরূপ— International Security Assistance Force

*৪৯তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে—যুক্তরাষ্ট্র ও কানাডার।

*সাবেক মার্কিন প্রেসিডেন্ট রােনাল্ড রিগান কর্তৃক ঘােষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (SDI)-এর জনপ্রিয় নাম— তারকা যুদ্ধ।

*প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘােষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল— ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন।

*২০২১ সালে G20-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়— রােম, ইতালি।

*চীনা কমিউিনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়— ৮-১১ নভেম্বর ২০১১।

*ডেসমন্ড টুটু যে দেশের বর্ণবাদ বিরােধী নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকা।

*CPA’র পূর্ণরূপ— Commonwealth Parliamentary Association !

*International Bank for Reconstruction and Development (IBRD) জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে—১৫ নভেম্বর ১৯৪৭।

*ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত— লুজন দ্বীপে।

*স্পাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ রয়েছে – চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে।

*‘শিপকা’ গিরিপথটি অবস্থিত বুলগেরিয়ায়।

*আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে টাইগ্রিস নদীর পতিতস্থল— পারস্য উপসাগর।

*বিতর্কিত কৃষি আইন বাতিল বিল ভারতের পার্লামেন্টের রাজ্যসভা ও লােকসভায় পাস হয়—২৯ নভেম্বর ২০১১।

*নিউ ক্যালিডােনিয়া যে দেশের উপনিবেশ—ফ্রান্সের।

*মিশর সুয়েজ খালের জাতীয়করণ করে—১৯৫৬ সালে (উদ্বোধন ১৮৬৯)।

*শ্রীলংকার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে— চীনের নিকট।

*গ্রিক শব্দ ‘হায়ারােগ্লিফিক’ এর অর্থ পবিত্র খােদাইকৃত লিপি।

*International Union for Conservation of Nature (IUCN) এর কাজ হলাে বিশ্বব্যাপী—প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কর।

*৩২তমগ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়-– টোকিও, জাপান।

*ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে প্রথম জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়—১৯৫০ সালে।

*Indian Space Research Organization (ISRO) যে দেশের মহাকাশ বিষয়ক সংস্থা— ভারত।

Related Post

Leave a Comment