বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-
বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : প্রাচীন জনপদ পুণ্ড্রবর্ধন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয়—
উত্তর : গুপ্ত যুগে।
প্রশ্ন : বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে—
উত্তর : অস্ট্রিক জাতিগােষ্ঠী থেকে।
প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন—
উত্তর : শশাঙ্ক।
প্রশ্ন : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে—
উত্তর : ১৭৬৫ সালে।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ৭ এপ্রিল ১৯৪৮।
প্রশ্ন : পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন—
উত্তর : লর্ড কার্জন।
প্রশ্ন : ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে—
উত্তর : তিনটি অঞ্চলে।
প্রশ্ন : পাকিস্তান গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করে—
উত্তর : ৯ মে ১৯৫৪।
প্রশ্ন : যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্বে ছিলেন—
উত্তর : কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেসকোর মেমােরি অব দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক তালিকায় স্থান দেয়—
উত্তর : ৩০ অক্টোবর ২০১৭।
প্রশ্ন : বাংলাদেশে 5G সেবা চালু হয়—
উত্তর : ১২ ডিসেম্বর ২০১১।
প্রশ্ন : মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের যে ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে—
উত্তর : ১০২।
প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র অঞ্চলের পরিমাণ মােট—
উত্তর : ১,১৮,৮১৩ বর্গকিলােমিটার।
প্রশ্ন : উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত হয়েছে—
উত্তর : প্লাইস্টোসিনকালে।
প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরের মােট বাজেট—
উত্তর : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
প্রশ্ন : ভারত-বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তি কার্যকর হয়—
উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬
প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের প্রথম সংশােধনীর উদ্দেশ্য ছিল—
উত্তর : ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান।
প্রশ্ন : আমার সােনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে—
উত্তর : ৩ মার্চ ১৯৭১।
প্রশ্ন : বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়—
উত্তর : ১ নভেম্বর ২০০৭।
প্রশ্ন : সাংগ্রাই বর্ষবরণ অনুষ্ঠান পালন করে—
উত্তর : মারমা উপজাতি।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে আরো কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : সােয়াচ অব নাে গ্রাউন্ড অবস্থিত-
উত্তর : বঙ্গোপসাগরে।
প্রশ্ন : ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তসীমান্ত নদী—
উত্তর : দুধকুমার।
প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে—
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭২।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালিত হয়—
উত্তর : ১৫ থেকে ২১ জুন ২০১২।
প্রশ্ন : ২০২২ সালে জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশােল্ড’ পদক (মরণােত্তর) পেয়েছেন—
উত্তর : ২ জন বাংলাদেশি।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভৌগােলিক নির্দেশক (জিআই) পণ্য—
উত্তর : ১০টি।।
প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়—
উত্তর : ২৫ জুন ২০১২।
প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন সুলতান—
উত্তর : ফখরুদ্দিন মােবারক শাহ।
প্রশ্ন : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার নামকরণ ‘মুজিবনগর’ করেন—
উত্তর : তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন : বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে থাকে—
উত্তর : ২০০০ সাল থেকে।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত অঞ্চল-
উত্তর : রাজশাহী।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর
উত্তর : আব্দুর রউফ তালুকদার।
প্রশ্ন : ব্রুনাই কিং যে ফলের নাম—
উত্তর : আম।
প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ—
উত্তর : ২০২১-২০২৫।
প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তরের (১১৭৬) সময় বাংলার গভর্নর ছিলেন—
উত্তর : লর্ড কার্টিয়ার।