বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-
বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে
উত্তর : ৩১ ডিসেম্বর ২০১৬।
প্রশ্ন : ১৯১৭ সালের বেলফোর ঘােষণার মূল প্রতিপাদ্য ছিল—
উত্তর : ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা।
প্রশ্ন : ২০২৪ সালে ৩৩তম অলিম্পিক অনুষ্ঠিত হবে—
উত্তর : প্যারিস, ফ্রান্স।
প্রশ্ন : ভেটো ক্ষমতা কার্যকর হয় জাতিসংঘ সনদের—
উত্তর : ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী।
প্রশ্ন : Imperialism is the Highest Stage of Capitalism বইটি রচনা করেন—
উত্তর : ভি আই লেনিন।
প্রশ্ন : বাংলাদেশ এলডিসি (LDC) সুবিধা লাভ করবে—
উত্তর : ২০২৭ সাল পর্যন্ত।
প্রশ্ন : দুই জার্মানি একত্রিত হয়—
উত্তর : ৩ অক্টোবর ১৯৮৯।
প্রশ্ন : জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান
উত্তর : সানজোস, কোস্টারিকা।
প্রশ্ন : এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে—
উত্তর : বসফরাস প্রণালি।
প্রশ্ন : দনবাস বিরােধপূর্ণ অঞ্চলটি অবস্থিত—
উত্তর : ইউক্রেন দক্ষিণাঞ্চলে।
প্রশ্ন : ইউরােপে রেনেসাঁ বা পুনর্জাগরণের সূচনা হয়েছিল
উত্তর : ১৪৫৩ সালে।
প্রশ্ন : BIMSTEC যে ধরনের সংগঠন—
উত্তর : অর্থনৈতিক।
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে—
উত্তর : ২৯তম অধিবেশনে।
প্রশ্ন : জাতিসংঘের পূর্বসূরি প্রতিষ্ঠান লিগ অব নেশনস বিলুপ্ত হয়—
উত্তর : ১৯৪৬ সালে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মােকাবিলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণের উল্লেখ আছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি)-
উত্তর : ১৩ নম্বর লক্ষ্যে।
প্রশ্ন : Sunshine _Policy-এর সঙ্গে জড়িত দেশগুলাে—
উত্তর : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ (COVID- 19)-কে বৈশ্বিক মহামারি (Pandemic) ঘােষণা করে—
উত্তর : ১১ মার্চ ২০২০।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল—
উত্তর : ৩ বছর।
প্রশ্ন : যুক্তরাজ্য Brexit কার্যকর করে—
উত্তর : ৩১ জানুয়ারি ২০২০।
প্রশ্ন : সামন্তবাদের সূত্রপাত হয় ইউরােপের দেশ—
উত্তর : ফ্রান্সে।
প্রশ্ন : পরমাণু অস্ত্র বিস্তাররােধ চুক্তি স্বাক্ষরিত হয়-
উত্তর : ১ জুলাই ১৯৬৮।
প্রশ্ন : কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ওডেসা বন্দরটি—
উত্তর : ইউক্রেনের।
প্রশ্ন : বিশ্ব জিডিপি (GDP) প্রকাশ করে—
উত্তর : বিশ্বব্যাংক।
প্রশ্ন : Rotary International প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯০৫ সালে।
প্রশ্ন : দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা—
উত্তর : অমর্ত্য সেন।
প্রশ্ন : ভারতের বর্তমান রাষ্ট্রপতি—
উত্তর : দ্রৌপদী মুমু।
প্রশ্ন : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর প্রতিষ্ঠাকালীন সদস্যরাষ্ট্র ছিল—
উত্তর : ১২টি।
প্রশ্ন : RCEP–এর পূর্ণরূপ-
উত্তর : Regional Comprehensive Economic Partnership
প্রশ্ন : নাথুলা পাস সংযুক্ত করেছে—
উত্তর : ভারত ও চীনকে।
প্রশ্ন : জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয়—
উত্তর : ২০০০ সালে।
প্রশ্ন : International Mother Earth Day পালিত হয়—
উত্তর : ২২ এপ্রিল।
প্রশ্ন : রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরােক্ষ সীমান্ত রয়েছে ন্যাটোভুক্ত—
উত্তর : ৬টি দেশের।
প্রশ্ন : ২২তম ফিফা বিশ্বকাপে (কাতার) অংশগ্রহণ করবে মােট—
উত্তর : ৩২টি দল।
প্রশ্ন : শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মুদ্রা–
উত্তর : রুপি।
প্রশ্ন : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বাস্তবায়নকাল—
উত্তর : ২০১৬-২০৩০ সাল।
প্রশ্ন : IPEF-এর পূর্ণ রূপ—
উত্তর : Indo-Pacific Economic Framework.
প্রশ্ন : আধুনিক জাতিরাষ্ট্র ধারণার উদ্ভব হয়—
উত্তর : ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে।
প্রশ্ন : রাশিয়া ইউক্রেন আক্রমণ করে—
উত্তর : ২৪ ফেব্রুয়ারি ২০২২।