আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিসিএস প্রস্তুতিসাধারন বিজ্ঞান

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে—
উত্তর : 00C এবং 1000C

প্রশ্ন : পানির সংকেত H2O কিন্তু ভারী পানির সংকেত—
উত্তর : D2O

প্রশ্ন : এরােপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে—
উত্তর : হিলিয়াম (He)

প্রশ্ন : ক্যালসিয়াম (Ca) শিখা পরীক্ষায় যে বর্ণ প্রদর্শন করে—
উত্তর : ইটের মতাে লাল

প্রশ্ন : সর্বাপেক্ষা নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ধাতু—
উত্তর : পারদ (Hg)

প্রশ্ন : ক্লিনিক্যাল থার্মোমিটারে জ্বর মাপার জন্য ব্যবহার করা হয়—
উত্তর : পারদ

প্রশ্ন : অধাতু হলেও তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম—
উত্তর : গ্রাফাইট

প্রশ্ন : Dry Ice বা শুষ্ক বরফ বলে—
উত্তর : কঠিন কার্বন ডাই-অক্সাইডকে

প্রশ্ন : পচা ডিমের গন্ধের জন্য দায়ী—
উত্তর : হাইড্রোজেন সালফাইড (H2S)

প্রশ্ন : PH হলো—
উত্তর : Pussance of Hydrogen ion অর্থাৎ হাইড্রোজেন আয়নের প্রাবল্য

প্রশ্ন : PH – এর সীমা—
উত্তর : ০-১৪

প্রশ্ন : জারণপ্রক্রিয়ায় কোনাে অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন—
উত্তর : ত্যাগ করে

প্রশ্ন : অ্যাসিটিক অ্যাসিডের (CH3COOH) ৬-১০%-এর জলীয় দ্রবণকে বলে—
উত্তর : ভিনেগার বা সিরকা

প্রশ্ন : পিঁপড়ায় কামড়ালে জ্বালা করে যে অ্যাসিডের কারণে—
উত্তর : ফরসিস অ্যাসিড

প্রশ্ন : Mycology হলাে—
উত্তর : ছত্রাক-সম্পর্কিত বিজ্ঞান

প্রশ্ন : প্রােটিন ফ্যাক্টরি বলা হয়—
উত্তর : রাইবােজোমকে

প্রশ্ন : পাকা ফলের রং জ্যান্ধোফিলের কারণে হলুদ, ক্যারােটিনের জন্য কমলা ও লাইকোপিনের জন্য—
উত্তর : লাল হয়

প্রশ্ন : কলেরা, টাইফয়েড, যক্ষ্মা—
উত্তর : ব্যাকটেরিয়াজনিত রােগ

প্রশ্ন : মূল দ্বারা শােষিত পানি পাতায় যায়—
উত্তর : জাইলেম টিস্যুর মাধ্যমে

প্রশ্ন : পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়—
উত্তর : ফ্লোয়েমের টিস্যু দ্বারা

প্রশ্ন : সালােকসংশ্লেষণের সুবিধাজনক তাপমাত্রা—
উত্তর : ২২-৩৫০ সেলসিয়াস

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : শ্বসনপ্রক্রিয়ায় উদ্ভিদ—
উত্তর : কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে

প্রশ্ন : ফল পাকানাের জন্য দায়ী—
উত্তর : ইথিলিন

প্রশ্ন : রক্তে রক্তকণিকা থাকে শতকরা—
উত্তর : ৪৫ ভাগ

প্রশ্ন : হিমােগ্লোবিন তৈরিতে প্রয়ােজন হয়—
উত্তর : প্রােটিন ও লৌহ

প্রশ্ন : দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না—
উত্তর : হেপারিন থাকায়

প্রশ্ন : রক্তের সর্বজনীন দাতা বলা হয়—
উত্তর : O+(Ve) গ্রুপকে

প্রশ্ন : হৃৎপিণ্ড প্রকোষ্ঠের প্রসারণকে বলে—
উত্তর : ডায়াস্টোল

প্রশ্ন : মানুষের হৃৎপিণ্ড দ্বিস্তরবিশিষ্ট যে পর্দা দিয়ে আবৃত—
উত্তর : পেরিকার্ডিয়াম

প্রশ্ন : ধমনিতে রক্তের গতি—
উত্তর : হৃৎপিণ্ড হতে দেহের দিকে

প্রশ্ন : প্রােটিন পরিপাককারী ট্রিপসিন নির্গত হয়—
উত্তর : অগ্ন্যাশয় হতে

প্রশ্ন : The Ultimte fate of the Universe—
উত্তর : পদার্থবিদ জামাল নজরুল ইসলামের লেখা

প্রশ্ন : পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে—
উত্তর : ২০৬২ সালে (সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে)

প্রশ্ন : প্রক্সিমা সেন্টারাই একটি—
উত্তর : নক্ষত্র

প্রশ্ন : ভােরের আকাশে শুকতারা ও সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা নামে পরিচিত—
উত্তর : শুক্র গ্রহ

প্রশ্ন : Remote Sensing বা দূর অনুধাবনের জন্য পাঠানাে প্রথম গ্রহ—
উত্তর : Land set-1

প্রশ্ন : অষ্ট্রেলিয়া মহাদেশে উচ্চতম মাস—
উত্তর : জানুয়ারি

প্রশ্ন : রেটিনাতে যে দুই ধরনের আলােক সংবেদী কোষ থাকে—
উত্তর : রডস ও কোনস

প্রশ্ন : রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে—
উত্তর : টেপেটাম নামক রঞ্জক কোষের কারণে

প্রশ্ন : বিদ্যুৎ-প্রবাহ মাপার যন্ত্রের নাম—
উত্তর : অ্যামিটার

প্রশ্ন : একটি মােটা তারের রােধ চিকন তারের রােধের তুলনায়—
উত্তর : কম

প্রশ্ন : বিদ্যুৎশক্তি হঠাৎ চলে যাওয়াকে বলে—
উত্তর : ব্ল্যাক আউট

প্রশ্ন : ডায়ােড সবচেয়ে বেশি ব্যবহার হয়—
উত্তর : রেকটিফায়ার হিসেবে

প্রশ্ন : টিউবলাইটে সাধারণত ব্যবহার করা হয়—
উত্তর : আর্গন

প্রশ্ন : শব্দ রেকর্ডের জন্য ব্যবহৃত হয়—
উত্তর : Phonograph

প্রশ্ন : বস্তুর ভর যে আপেক্ষিক এটি আবিষ্কার করেন—
উত্তর : বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইন

প্রশ্ন : RADAR- এর পূর্ণরূপ—
উত্তর : Radio Detection And Ranging

প্রশ্ন : সৌরকোষে ব্যবহৃত হয়—
উত্তর : সিলিকন

প্রশ্ন : বস্তুর ভর যে আপেক্ষিক এটি আবিষ্কার করেন—
উত্তর : বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইন

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button