বুরুন্ডির রাজধানীর নাম কি? | |
ভুল | বুজুমবুরা |
সঠিক | গিতেগা |
পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত দেশ বুরুন্ডি। ১ জুলাই ১৮৯০ জার্মানি বর্তমান বুরুন্ডিতে উপনিবেশ স্থাপন করে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ১৭ জুন ১৯১৬ বেলজিয়াম এটি দখল করে নেয়।
১ জুলাই ১৯৬২ বুরুন্ডি স্বাধীনতা লাভ করলে দেশটির বৃহত্তম শহর বুজুমবুরাকে রাজধানীর মর্যাদা দেওয়া হয়। বুজুমবুরার পূর্ব নাম উসুমবুরা।
২০০৭ সালে প্রেসিডেন্ট পিয়ের, এনকুরুঞ্জিজা প্রতিশ্রুতি দেন গিতেগাকে দেশটির রাজনৈতিক রাজধানীর মর্যাদায় পুনরাসীন করবেন।
তবে বুজুমবুরা অর্থনৈতিক রাজধানী ও ব্যবসাবাণিজ্যের কেন্দ্র হিসেবে বজায় থাকবে। ১৬ জানুয়ারি ২০১৯ দেশটির পার্লামেন্টে ভােটের মাধ্যমে গিতেগাকে আনুষ্ঠানিকভাবে বুরুন্ডির রাজধানী ঘােষণা করা হয়।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ব্রিটিশ রানি বর্তমানে কতটি দেশের রাষ্ট্রপ্রধান?
- ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কি?
- বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত বা হাইকমিশনার কে?
- সমকাল পত্রিকা প্রকাশিত হয় কবে?
- বর্তমানে দেশে সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কতটি?
- সর্বশেষ কোন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়?
- বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?
- বাংলাদেশের বর্তমান স্থলবন্দর কতটি?
- নােবেল বিজয়ী মুসলিম কতজন?