মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিচে আলোচনা করা হলো। ২২ অক্টোবর ২০২১ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উচ্চমান সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনারা যারা পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তারা প্রশ্নের সমাধানটি মিলিয়ে নিন।

ইংরেজি অংশ সমাধান….

প্রশ্ন : You had better ____ the offer.
উত্তর : accept

প্রশ্ন : “He is writing a letter” Make it passive.
উত্তর : A letter is being written by him.

প্রশ্ন : We need to buy some new—-.
উত্তর : furniture

প্রশ্ন : We need as —–people as possible.
উত্তর : many

প্রশ্ন : Juthy will discuss the issue with Mizan __ phone.
উত্তর : by

প্রশ্ন : Which sentence is appropriate?
উত্তর : I felt his pulse.

প্রশ্ন : The phrase ‘Do Jure’ means –
উত্তর : by law

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : The phrase ‘End in smoke’ means-
উত্তর : come to nothing

প্রশ্ন : What is the meaning of the idiom – ‘finger in the pie’?
উত্তর : involving in something

প্রশ্ন : কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
উত্তর : The misers spend their time in hoarding money.

প্রশ্ন : Iron is __ useful metal.
উত্তর : a

প্রশ্ন : ___ amazing song haunted me for a long time.
উত্তর : that

প্রশ্ন : Chose the correct sentence.
উত্তর : The rich are not always happy.

প্রশ্ন : The word ‘precedence’ means-
উত্তর : priority

প্রশ্ন : Patience is virtue. Here is word, ‘patience’-
উত্তর : Noun

প্রশ্ন : I water the plants. The word ‘water’ is used as?
উত্তর : verb

প্রশ্ন : Chose the correct tag question. “Anjuman knows how to swim.—-?
উত্তর : doesn’t she?

প্রশ্ন : Which of the following sentence is a simple sentence?
উত্তর : Inspite of being weak, he works hard.

প্রশ্ন : ‘May Almighty help you’ It is an-
উত্তর : Optative

প্রশ্ন : Which one of the following words is masculine?
উত্তর : Lad

বাংলা অংশ সমাধান…..

প্রশ্ন : নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তর : নিক্কণ, সূচগ্র, অনুর্ধব [ সঠিক বানান ‘নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব]

প্রশ্ন : ’ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তর : যৌগিক স্বরধ্বনি

প্রশ্ন : বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর : অনমনীয় [নেই নমন যার = অনমনীয়]

প্রশ্ন : ’তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’ – একটি কোন বাক্য?
উত্তর : মিশ্র

প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?
উত্তর : মাত্রাবৃত্ত

প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম ব্যকরণ রচনা করেন কে?
উত্তর : রাজা রামমোহন রায়

প্রশ্ন : ’উপরোধ’ শব্দের অর্থ কী?
উত্তর : অনুরোধ

প্রশ্ন : ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
উত্তর : মাছ + উয়া

প্রশ্ন : ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
উত্তর : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

প্রশ্ন : টা, টি খানা ইত্যাদি –
উত্তর : পদাশ্রিত নির্দেশক

প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
উত্তর : কাব্য

প্রশ্ন : ‘জয়ের জন্য যে উৎসব’ – এক কথায় কী হবে?
উত্তর : জয়ন্তী

প্রশ্ন : জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
উত্তর : নদী

প্রশ্ন : ’বাবাকে বড্ড ভয় পাই’ এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি?
উত্তর : অপাদানে ২য়া

প্রশ্ন : ‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি?
উত্তর : গণকী

প্রশ্ন : ’সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’ এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
উত্তর : বিশেষ্য

প্রশ্ন : কোন কবিতা রচনার কারণে কবি নজরুল ইসলামের কারদন্ড হয়েছিল?
উত্তর : আনন্দময়ীর আগমনে

প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথের রচনা?
উত্তর : চতুরঙ্গ

প্রশ্ন : সন্ধির প্রধান সুবিধা কী?
উত্তর : উচ্চারণে সুবিধা

প্রশ্ন : ’ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : গূঢ়

গণিত অংশ সমাধান…..

প্রশ্ন : নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
উত্তর : ০.৩

প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
উত্তর : ৫০ মিটার

প্রশ্ন : কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব?
উত্তর : 3, 4, 5

প্রশ্ন : পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে –
উত্তর : ১৫

প্রশ্ন : ১+২+৩+–+৫০=কত?
উত্তর : ৪২৯২৫

প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর : ৯ গুণ

প্রশ্ন : ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
উত্তর : ১৮

প্রশ্ন : ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে –
উত্তর : ১২ টি

প্রশ্ন : একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
উত্তর : ৪৮ বর্গ একক

প্রশ্ন : দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর : ১০০

প্রশ্ন : একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
উত্তর : ৫৪০ ডিগ্রি

প্রশ্ন : একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
উত্তর : ৪ গুণ

প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?
উত্তর : ১০, ১৬

প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
উত্তর : ৮০ মিটার

প্রশ্ন : ১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?
উত্তর : ১.১১১১

সাধারণ জ্ঞান অংশ সমাধান……

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নীচ দিয়ে নির্মিত হচ্ছে?
উত্তর : কর্ণফুলী

প্রশ্ন : কারাগারের রোজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
উত্তর : শেখ হাসিনা

প্রশ্ন : আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি- গানের সুরকার কে?
উত্তর : বর্তমানে আলতাফ মাহমুদ [১ম সুরকার আবদুল লতিফ]

প্রশ্ন : ISBN- এর পূর্ণরূপ কী?
উত্তর : International Standard Book Number

প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি?
উত্তর : ইউরাল

প্রশ্ন : সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে?
উত্তর : সন্দ্বীপে

প্রশ্ন : অ্যান্টোনিও গুইতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তর : ৯ম

প্রশ্ন : GUI- এর পূর্ণরূপ কী?
উত্তর : Graphical User Interface

প্রশ্ন : ২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ শিরোপা জিতেছে?
উত্তর : বাংলাদেশ

প্রশ্ন : নীচের কোনটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়?
উত্তর : নালন্দা

প্রশ্ন : ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
উত্তর : আরবি

প্রশ্ন : পানামা খাল কোন কোন মহাসগরকে যুক্ত করেছে?
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

প্রশ্ন : হন্ডুরাসের রাজধানীর নাম কী?
উত্তর : তেগুচী গালপা

প্রশ্ন : পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি-
উত্তর : আমাজান

প্রশ্ন : “সাবাশ বাংলাদেশ” ভাস্কর্যটির স্থপতি কে?
উত্তর : নিতুন কুন্ডু

Related Post

Leave a Comment