আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীটুকরো সংবাদবাংলাদেশ বিষয়াবলী

মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরােধ দিবস, FAO এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (APRC) , OIC পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, BAFTA অ্যাওয়ার্ড নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

০১ মার্চ পুলিশ মেমােরিয়াল ডে
০১ মার্চ জাতীয় বীমা দিবস। প্রতিপাদ্য- বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে।
০২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস।
০২ মার্চ জাতীয় ভােটার দিবস। প্রতিপাদ্য- মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভােটাধিকার।
০৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। প্রতিপাদ্য- বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি।
০৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস। প্রতিপাদ্য- শ্রবণ জীবন ভরে, শুনুন যত্ন করে ।
০৪ মার্চ বিশ্ব যৌন নিপীড়ন বিরােধী দিবস।
০৬ মার্চ জাতীয় পাট দিবস। প্রতিপাদ্য- সােনালি আঁশের সােনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।
০৭ মার্চ  ঐতিহাসিক ৭ মার্চ দিবস।
০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিপাদ্য- টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।
১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিপাদ্য- মুজিববর্ষের প্রতিশ্রুতি, দুর্যোগ ব্যবস্থার অগ্রগতি।
১০ মার্চ বিশ্ব কিডনি দিবস (মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার) প্রতিপাদ্য- সুস্থ কিডনি সবার জন্য।
১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস।
১৪ মার্চ কমনওয়েলথ দিবস (মার্চ মাসের দ্বিতীয় সােমবার)।
১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস। প্রতিপাদ্য- গণিত একত্রিত করে।
১৪ মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা (কৃত্য) দিবস। প্রতিপাদ্য- জীববৈচিত্র্যের জন্য নদী। 
১৫ মার্চ বিশ্ব পঙ্গু দিবস।
১৫ মার্চ বিশ্ব ভােক্তা অধিকার দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা।
১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।
১৮ মার্চ বিশ্ব ঘুম দিবস (মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার)। প্রতিপাদ্য- গুণগত ঘুম, সুস্থ মন, সুখী পৃথিবী।
২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
২০ মার্চ বিশ্ব শিশু-কিশাের ও যুব নাট্য দিবস।
২০ মার্চ World Oral Health Day!
২০ মার্চ ফরাসি ভাষা দিবস।
২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। প্রতিপাদ্য- ডাউন সিনড্রোমে আক্রান্তদের শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া।
২১ মার্চ বিশ্ব বন দিবস। প্রতিপাদ্য- বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
২১ মার্চ বিশ্ব কবিতা দিবস।
২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলােপ দিবস।
২১ মার্চ আন্তর্জাতিক নওরােজ দিবস। 
২১ মার্চ World Home Economics Day!
২১ মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস।
২২ মার্চ বিশ্ব পানি দিবস। প্রতিপাদ্য-  ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব।
২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতিপাদ্য- আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপদুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য।
২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস। প্রতিপাদ্য- বিনিয়ােগ করি যক্ষা নিমূলে, জীবন বাচাই সবাই মিলে।
২৫ মার্চ International Day of Solidarity with Detained and Missing Staff Members 
২৫ মার্চ গণহত্যা দিবস।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চ Earth Hour (মার্চ মাসের শেষ শনিবার)।
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস।

সপ্তাহ

৬-১২ মার্চ : বিশ্ব গ্লুকোমা সচেতনতা সপ্তাহ। প্রতিপাদ্য— The World is Bright Save Your Sight

আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরােধ দিবস

ইসলামভীতি প্রতিরােধে এখন থেকে ১৫ মার্চ ‘আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরােধ দিবস’ পালিত হবে। ইসলামী সহযােগিতা সংস্থার (OIC) পক্ষে পাকিস্তানের উত্থাপিত একটি প্রস্তাব (রেজ্যুশন) ১৫ মার্চ ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। OIC’র ৫৭ সদস্যের পাশাপাশি চীন, রাশিয়াসহ আরও ৮টি দেশ প্রস্তাবটি স্পনসর করে। তবে এ প্রস্তাবে আপত্তি করে ভারত, ফ্রান্স এবং ইউরােপীয় ইউনিয়ন।

সম্মেলন-বৈঠক

FAO এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (APRC)

  • আয়ােজন : ৩৬তম
  • সময়কাল : ৮-১১ মার্চ ২০২২।
  • স্থান : ঢাকা, বাংলাদেশ।
  • অংশগ্রহণে : ৪৩টি দেশ ও এসব দেশের প্রধানমন্ত্রী/মন্ত্রী/প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি।
  • বাংলাদেশে প্রথমবারের মতাে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। অনুষ্ঠিত হয়।

OIC পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন

  • আয়ােজন : ৪৮তম।
  • সময়কাল : ২২-২৩ মার্চ ২০২২।
  • স্থান : ইসলামাবাদ, পাকিস্তান।

IPU সম্মেলন

  • আয়ােজন : ১৪৪তম।
  • সময়কাল : ২০-২৪ ৪ মার্চ ২০২২
  • স্থান : বালি, ইন্দোনেশিয়া।

BAFTA অ্যাওয়ার্ড

১৩ মার্চ ২০২২ যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল অ্যালবার্ট না হলে অনুষ্ঠিত হয় ৭৫তম ব্রিটিশ একাডেমি অব। ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) অ্যাওয়ার্ডসের আসর। সেরা পুরস্কারের তালিকা চলচ্চিত্র : দ্য। পাওয়ার অব দ্য ডগ। ব্রিটিশ চলচ্চিত্র : বেলফাস্ট। পরিচালক : জেন ক্যাম্পিয়ন; দ্য পাওয়ার অব দ্য ডগ। সেরা। অভিনেতা : উইল স্মিথ; কিং রচার্ড সেরা অভিনেত্রী : জোয়ানা স্ক্যানল নি; আফটার লাভ। পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা : ট্রয় কটসর; কোড়া। পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী : আরিয়ানা ই ডিবােস; ওয়েস্ট সাইড স্টোরি। মৌলিক : চিত্রনাট্য : লিকোরাইস পিজা। অনুপ্রাণিত চিত্রনাট্য : কোডা। অ-ইংরেজি ভাষার ছবি : ড্রাইভ মাই কার। তথ্যচিত্র : সামার অব সােল। অ্যানিমেটেড : এনকান্টো। মৌলিক আবহসংগীত: ডুন; হ্যানস জিমার। উঠতি তারকা : লাশানা লিঞ্চ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button