বাংলাদেশ বিষয়াবলী

যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী, ৩০ বছর কারাভােগ করবে।

১৫ জুলাই ২০২১ সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে ১২০ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ ৩০ বছর কারাদণ্ড। সেক্ষেত্রে একজন আসামি রেয়াতের সকল সুবিধা পাবে।

মামলার রায়ে ‘আমৃত্যু’ শব্দটি না থাকলে ৩০ বছর কারাবাস করতে হবে। দেশের কোনাে আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি রায়ে উল্লেখ করেন, যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড, সে ক্ষেত্রে আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভােগ করতে হবে।

১৪ ফেব্রুয়ারি ২০১৭ ঢাকার সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপিল বিভাগ বলে যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাবাস।

পরে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে বিভ্রান্তি তৈরি হলে এ বিষয়ে একটি রিভিউ আবেদন হয়।

Related Post

Leave a Comment