পদের শ্রেণীবিভাগ

স্বপ্ন পূরণে লেগে থাকতে হবে। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায়ের বিকল্প নেই।বিসিএসসহ যেকোনো সরকারি বা বেসরকারি চাকুরি পরীক্ষায় নিজেদের অবস্থান ভালো করতে অবশ্যই নিয়মিত পড়া উচিত।সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।যেকোনো পরীক্ষায় ভালো করতে অবশ্যই বাংলার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন কারণ বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয় থেকে সব পরীক্ষায় একটা বড় অংশ থাকে। তাই আপনাদের জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে কিছু প্রশ্ন নিয়ে এলাম।

১) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত?
উত্তর- বিপরীত
২) ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় কি বলে?
উত্তর-বর্ণ
৩) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর- ষট্ + ঋতু
৪) ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি?
উত্তর-ঐচ্ছিক
৫) নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ কোন পদ?
উত্তর–বিশেষণ
৬) যা বলা হয়নি
উত্তর– অনুক্ত
৭) অক্ষির সমীপে –
উত্তর– সমক্ষ
৮) পুষ্প এর সমার্থক নয় কোনটি?
উত্তর- অবনী
৯) গোঁফ খেজুরে বাগধারার অর্থ?
উত্তর- নিতান্ত অলস
১০) রাবনের চিতা বাগধারা বলতে কি বোঝায়?
উত্তর– চির অশান্তি
১১) পহেলা বৈশাখ চালু করেন কে?
উত্তর – সম্রাট আকবর
১২) হনন করার ইচ্ছাকে কি বলে?
উত্তর– জিঘাংসা
১৩) শুদ্ধ বানান করো–
উত্তর-কৃষিজীবী
১৪) আভরন শব্দের অর্থ কি?
উত্তর– অলংকার
১৫) নন্দিত নরকে কার উপন্যাস?
উত্তর– হুমায়ুন আহমেদ
১৬) কোর্মা কোন ভাষার শব্দ?
উত্তর– তুর্কি শব্দ
১৭) তদ্ভব শব্দ কোনটি?
উত্তর– চাঁদ
১৮) অপলাপ শব্দের অর্থ কী?
উত্তর– অস্বীকার
১৯) প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনগুলো?
উত্তর – উৎকর্ষ, উৎকৃষ্ট,উৎকৃষ্টতা,
২০) পুণ্যে মতি হোক। এখানে পুণ্যে কি পদ?
উত্তর– বিশেষ্য রুপে ব্যবহৃত
২১) সমাস ভাষাকে কি করে?
উত্তর- সংক্ষেপ করে
২২) তিনি দরিদ্র কিন্তু খুব উদার এটি কোন ধরনের বাক্য?
উত্তর – যৌগিক বাক্য
২৩) শুদ্ধ বাক্য হলো
উত্তর– সে এমন রুপবতী যেন অপ্সরা
২৪) যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে কি বলে?
উত্তর– সব্যসাচী
২৫) সূর্য এর প্রতিশব্দ কি?
উত্তর – আদিত্য
২৬) মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি কে?
উত্তর-তানভীর কবির
২৭) ‘বাঙ্গালীর ইতিহাস’ কার লেখা?
উত্তর– নীহার রঞ্জন রায়
২৮) সৌভাগ্যের বিষয় বলতে কি বোঝায়?
উত্তর– একাদশে বৃহষ্পতি
২৯) সংশপ্তক ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর-জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে
৩০) পদ বলতে কি বোঝায়?
উত্তর – বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
৩১) হাতের পাঁচ বাগধারার অর্থ কি?
উত্তর– শেষ সম্বল
৩২) সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি
আছে। এখানে সুন্দর কি পদ?
উত্তর – বিশেষ্য
৩৩) তুমি না বলেছিলে আগামীকাল আসবে??
এখানে না বলতে
উত্তর – হ্যাঁ বাচক বোঝায়
৩৪) যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম এটি কি বাক্য?
উত্তর– মিশ্র বাক্য
৩৫) রবীন্দ্রনাথের নাটক হলো –
উত্তর -চতুরঙ্গ
৩৬) শাহনামা রচনা করেন কে?
উত্তর– ফেরদৌসী
৩৭) ‘অতি’ বাক্যে কি হিসেবে বসে?
উত্তর – উপসর্গ
৩৮) ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে ‘ উক্তিটা কার?
উত্তর– প্রমথ চৌধুরী
৩৯) আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
প্রার্থনা টি কে করেছেন?
উত্তর – ঈশ্বরী পাটনীর
৪০) কাশবনের কন্যা একটি –
উত্তর – উপন্যাস
৪১) যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত
পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে কি বলে?
উত্তর – দ্বিগু সমাস
৪২) প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান
সংকলন করেন কে?
উত্তর– অশোক মুখোপাধ্যায়
৪৩) নিরানব্বইয়ের ধাক্কা বলতে কি বোঝায়?
উত্তর– সঞ্চয়ের প্রবৃত্তি
৪৪) একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন?
উত্তর– হাসান হাফিজুর রহমান
৪৫) বনফুল কার লেখা?
উত্তর – বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৬) কষ্টে অতিক্রম করা যায় না যা ?
উত্তর-দুরতিক্রম্য
৪৭) উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ?
উত্তর – প্রত্যয়জনিত কারনে
৪৮) বহিপীর একটি কি?
উত্তর – নাটক
৪৯) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর -সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫০) ক্রিয়াপদ কোথায় থাকে?
উত্তর– বাক্যে

Related Post

Leave a Comment