আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাধারন বিজ্ঞান

যেকোন চাকুরী পরীক্ষায় আসার মতো সাধারণ বিজ্ঞান বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সাধারন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন কেমন হয়?
উত্তর -সবচেয়ে বেশি হয়।

চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পৃথিবীর তুলনায় কত?
উত্তর – ৬ ভাগের ১ ভাগ।

বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব বেশি হলে কোনটি কম হয়?
উত্তর -বল কম হয়।

মহাকর্ষ বলের প্রভাবে কোনটি ঘটে?
উত্তর – পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।

পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে কি বলে?
উত্তর – অভিকর্ষ।

সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে?
উত্তর -মহাকর্ষ বলে।

ত্বরণ কাকে বলে?
উত্তর -প্রতি সেকেন্ডে কোনো বস্তুর যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে ।

অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাব পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে?
উত্তর -অভিকর্ষজ ত্বরণ বলে ।

মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে কোনটি বেশি?
উত্তর – অভিকর্ষজ ত্বরণও বেশি ফলে ওজনও বেশি হয়।

এ বিশ্বে যেকোনো দুটি বস্তুর মধ্যের আকর্ষণকে কি বলে?
উত্তর -মহাকর্ষ বলে।

মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর – ৯.৮৩ মিটার / সেকেন্ড।

মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ বাড়তে থাকলে কোনটি কমে?
উত্তর – অভিকর্ষজ ত্বরণের মান।

বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলে সেখানে কোনটি কম?
উত্তর -অভিকর্ষজ ত্বরণ।

অভিকর্ষজ ত্বরণ কম হলে আর কি ঘটে?
উত্তর -সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম হয়।

কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
উত্তর – বিষুব অঞ্চলে।

এ বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর -৯.৭৮ মিটার / সেকেন্ড।

হিসেবের সুবিধার জন্য ভূ – পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত ধরা হয়?
উত্তর – ৯.৮ মিটার / সেকেন্ড।

কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রে দিকে আকর্ষণ করে তাকে কি বলে?
উত্তর -বস্তুর ওজন বলে।

কোনো বস্তুর ভারকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করলে ঐ বস্তুর কোনটি পাওয়া যাবে?
উত্তর -ওজন।

ভরের আন্তর্জাতিক একক হলো কি?
উত্তর– কেজি।

১ টনে =?
উত্তর – ১০০০ কেজি।

ওজনের একক কি?
উত্তর- নিউটন।

পৃথিবী পৃষ্ঠে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত হবে?
উত্তর –১০ × ৯.৮ নিউটন = ৯৮ নিউটন।

বস্তুর ওজন কার উপর নির্ভর করে?
উত্তর -অভিকর্ষজ ত্বরণের উপর।

ভূ – পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন কেমন হতে থেকে?
উত্তর -তত কমতে থাকে।

পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হলে বস্তুর ওজন কেমন হবে?
উত্তর -বস্তুর ওজনও শূন্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button