পেশাদার টেনিসকে বিদায় বললেন ইতিহাসের অন্যতম সেরা দুই খেলােয়াড়— রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্রান্ড স্লাম এককজয়ী সেরেনা ইউএস ওপেন খেলে ও ছেলেদের টেনিসের ২০টি গ্র্যান্ড স্লাম এককজয়ী ফেদেরার বিদায় নিয়েছেন লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে দ্বৈত ম্যাচ খেলে।
রজার ফেদেরার
জন্ম
৮ আগস্ট ১৯৮১
জন্মস্থান
বাসেল, সুইজারল্যান্ড
দেশ
সুইজারল্যান্ড
উচ্চতা
৬ ফুট ১ ইঞ্চি
পেশাদার
১৯৯৮
গ্র্যান্ড স্লাম একক শিরােপা
২০
একক শিরােপা
১০৩
একক জয়-হার
১২৫১-২৭৫
প্রাইজমানি প্রায়
১৩,০৫,৯৪,০০০ ডলার
দ্বৈত গ্র্যান্ড স্লাম
0
দ্বৈত শিরােপা
৮
রজার ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরােপা : ২০০৯ সালের জুলাই থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছেলেদের টেনিসে এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের মালিক ছিলেন ফেদেরার।
I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.