আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
খেলাধুলা

রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসের বিদায়

পেশাদার টেনিসকে বিদায় বললেন ইতিহাসের অন্যতম সেরা দুই খেলােয়াড়— রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্রান্ড স্লাম এককজয়ী সেরেনা ইউএস ওপেন খেলে ও ছেলেদের টেনিসের ২০টি গ্র্যান্ড স্লাম এককজয়ী ফেদেরার বিদায় নিয়েছেন লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে দ্বৈত ম্যাচ খেলে।

রজার ফেদেরার
জন্ম ৮ আগস্ট ১৯৮১
জন্মস্থান বাসেল, সুইজারল্যান্ড
দেশ সুইজারল্যান্ড
উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি
পেশাদার ১৯৯৮
গ্র্যান্ড স্লাম একক শিরােপা ২০
একক শিরােপা ১০৩
একক জয়-হার ১২৫১-২৭৫
প্রাইজমানি প্রায় ১৩,০৫,৯৪,০০০ ডলার
দ্বৈত গ্র্যান্ড স্লাম 0
দ্বৈত শিরােপা

রজার ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরােপা : ২০০৯ সালের জুলাই থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছেলেদের টেনিসে এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের মালিক ছিলেন ফেদেরার।

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী পুরুষ খেলােয়াড় (শীর্ষ ৫)
২২ রাফায়েল নাদাল স্পেন
২১ নােভাক জোকোভিচ সার্বিয়া
২০ রজার ফেদেরার সুইজারল্যান্ড
১৪ পিট স্যাম্পাস যুক্তরাষ্ট্র
১২ রয় এমারসন অস্ট্রেলিয়া
কোন গ্র্যান্ড স্লামে ফেদেরারের কত শিরােপা
অস্ট্রেলিয়ান ওপেন
উইম্বলডন
ফ্রেঞ্চ ওপেন
ইউএস ওপেন

ফেদেরারের যত রেকর্ড

  • তিনবার বছরের সব গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা (২০০৬, ২০০৭, ২০০৯)
  • টানা দুই বছর তিনটি করে গ্র্যান্ড স্লাম জয়। (২০০৬, ২০০৭)।
  • টানা ১০ বার গ্র্যান্ড স্লাম ফাইনাল (২০০৫-২০০৭)।
  • টানা ২৩ বার গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল।
  • টানা ৩৬ বার গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল।
  • গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল (৪৬)।
  • সবচেয়ে বেশি ম্যাচ জয় (৩৬৯)।
  • এটিপি ট্যুরে টানা ২৪টি ফাইনালে জয়।
  • সবচেয়ে বেশি বয়সে এটিপি র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর (৩৬ বছর ৩১৪ দিন)।
সেরেনা উইলিয়ামস
জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৮১
জন্মস্থান মিশিগান, যুক্তরাষ্ট্র
দেশ যুক্তরাষ্ট্র
উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি
পেশাদার ১৯৯৫
গ্র্যান্ড স্লাম একক শিরােপা ২৩
একক শিরােপা ৭৩
একক জয়-হার ৮৫৮-১৫৬
প্রাইজমানি ৯,৪৮,১৬,৭৩০ ডলার
দ্বৈত গ্র্যান্ড স্লাম ১৪
মিশ্র দ্বৈত গ্র্যান্ড স্লাম
অলিম্পিক সােনা ৪ (একক ১, দ্বৈত ৩)

সেরেনা উইলিয়ামসের গ্র্যান্ড স্লাম একক শিরােপা। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম সেরেনারই। তবে সর্বকালের হিসাবে সেরেনা আছেন দুইয়ে।

মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরােপা
২৪ মার্গারেট কোর্ট অস্ট্রেলিয়া
২৩ সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্র
২২ স্টেফি গ্রাফ জার্মানি
১৯ হেলেন উইলস মুডি যুক্তরাষ্ট্র
১৮ ক্রিস এভার্ট যুক্তরাষ্ট্র
১৮ মার্টিনা নাভ্রাতিলােভা যুক্তরাষ্ট্র
কোন গ্র্যান্ড স্লামে সেরেনার কত শিরােপা
অস্ট্রেলিয়ান ওপেন
উইম্বলডন
ফ্রেঞ্চ ওপেন
ইউএস ওপেন

সেরেনার যত রেকর্ড

  • উন্মুক্ত যুগে ছেলেমেয়ে মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরােপা (২৩)।
  • মেয়েদের গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি একক ম্যাচ জয় (৩৬৭)
  • প্রথম ও শেষ গ্র্যান্ড স্লাম শিরােপা জয়ে ১৭ বছর ১৩৯ দিন সময়ের পার্থক্য।
  • সবচেয়ে বেশি সময়ে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড।
  • যৌথভাবে টানা সবচেয়ে বেশি সপ্তাহ র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর।
  • সেরেনা ও স্টেফি গ্রাফ টানা ১৮৬ সপ্তাহ শীর্ষে ছিলেন।
  • মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম শিরােপা (৩৫ বছর ১২৪ দিন)।
  • সবচেয়ে বেশি বয়সে ১ নম্বর (৩৫ বছর ১২৬ দিন)।
  • অলিম্পিক টেনিসে সবচেয়ে বেশি সােনা (৪)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button