যেসব সুযােগ সুবিধা দ্বারা ব্যক্তি সক্রিয়ভাবে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, সেগুলােকে রাজনৈতিক অধিকার বলে। নিচে গুরুত্বপূর্ণ কতগুলাে রাজনৈতিক অধিকার আলােচনা করা হল
১। বসবাসের অধিকার : রাষ্ট্রের যেকোনাে অংশে অন্য কোনাে নাগরিকের অধিকারে হস্তক্ষেপ না করে এবং রাষ্ট্রের কোনাে ক্ষতি না করে বসবাস করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে।
২। নির্বাচনের অধিকার : এ অধিকার দুই রকম। একটি নির্বাচন করার অধিকার ও অন্যটি নির্বাচিত হওয়ার অধিকার।
৩। বিদেশে অবস্থানকালে নিরাপত্তার অধিকার : যখন কোনাে নাগরিক বিদেশে থাকে তখন যদি সে কোনাে অসুবিধা বা বিপদের সম্মুখীন হয়, তখন সে তার নিজ রাষ্ট্রের নিকট নিরাপত্তা দাবি করতে পারে।
৪। সরকারি চাকরি পাত্মে অধিকার : প্রত্যেক নাগরিকের নিজ গুণ ও যযাগ্যতা অনুযায়ী সরকারি চাকরি পাওয়ার অধিকার আছে। এর মাধ্যমেই নাগরিকরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে থাকে।
৫। আবেদন করার অধিকার : প্রত্যেক নাগরিক তার অভাব অভিযােগ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারে। আবেদন পেশ করে ন্যায়বিচার প্রত্যাশা করা নাগরিকের অধিকার।
৬। ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার : ব্যক্তিস্বাধীনতা রক্ষা করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। গণতান্ত্রিক দেশে নাগরিকের এই অধিকার অন্যায়ভাবে খর্ব করা হলে নাগরিকরা তা প্রতিরােধ করতে পারে।