টুকরো সংবাদ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের চুড়ান্ত পর্যায়ে দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট নির্মাণ
রােসাটম প্রকৌশল বিভাগের অঙ্গ সংস্থা ট্রেস্টরােসমের অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডােমের কংক্রিট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কনটেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এর মধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে।
এ ছাড়া অভ্যন্তরীণ কনটেইনমেন্টে স্থাপিত হয় পােলার ক্রেন, যা রিঅ্যাক্টরের সার্ভিসিংয়ের সময় ব্যবহৃত হয়ে থাকে।