দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড় আঞ্চলিক চা কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২১ সালের জাতীয় উৎপাদনের ১৫ শতাংশ চা যুক্ত হয়েছে উত্তরাঞ্চলের সমতল ভূমি থেকে উত্তরাঞ্চলের ৫টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটে চা উৎপাদিত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি।
উত্তরাঞ্চলের ৫টি জেলায় বর্তমানে নিবন্ধিত ৯টি ও অনিবন্ধিত ২১টি বড় (২৫ একর) চা-বাগান রয়েছে। চা প্রক্রিয়াজাতকরণে উত্তরাঞ্চলে ৪১টি কারখানার লাইসেন্স রয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাগান পর্যায়ে চা চাষ শুরু হয়। ২০০৭ সালে ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং ২০১৪ সালে দিনাজপুর ও নীলফামারী জেলায় শুরু হয় চা-চাষ।