আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
টিপস

সর্বশেষ ছয় মাসে অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান

সর্বশেষ ছয় মাসে অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

বাংলাদেশ বিষয়াবলি

  • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দূরত্ব—২০.১০ কিলােমিটার। (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)
  • বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)।
  • বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা (Perspective plan) সময়সীমা ২০২১-২০৪১। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • ছয় দফার অর্থনীতিসংশ্লিষ্ট ছিল—৩টি দফা। (বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এপ্রিল ২০২২)।
  • মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন সক্রিয় ছিল—ঢাকা শহরে। (সিএজি, মে ২০২২)।
  • GPS- এর পূর্ণ রূপ —Global Positioning System. (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)।
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-২—আর্থ অবজারভেশন স্যাটেলাইট। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • পদ্মা সেতু উদ্বোধনের তারিখ-২৫ জুন ২০২২। (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)।
  • মুজিব বর্ষ ঘােষণা করা হয়—১২ জানুয়ারি ২০১৯। (ডাক অধিদপ্তর, মে ২০২২)
  • বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়—৭ মার্চ ১৯৭৩। (ডাক অধিদপ্তর, মে ২০২২) ।
  • ৩৩৩ নম্বরে কল করে সেবা পাওয়া যায়—সরকারি তথ্যসেবা। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হবে—২০২৬ সালে। (৪৪তম বিসিএস প্রিলিমিনারি, মে ২০২২)
  • ২০২২ সালে জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়—বাংলাদেশ। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • বঙ্গভঙ্গের কারণে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল—পূর্ববঙ্গ ও আসাম। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন— আবুল হাসেম। ‘ (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • ব্রি বঙ্গবন্ধু ১০০—জিংকসমৃদ্ধ ধানের জাত। (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কার লাভ করেন—১০ অক্টোবর ১৯৭২। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে—১ জুলাই ২০১৫। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • BSTI—এরপূর্ণঅভিব্যক্তি—Bangladesh Standards and institution. (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। কবর— চাঁপাইনবাবগঞ্জে। (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প—তৈরি পােশাক। (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার—কামরুল হাসান। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • বাঙালির মুক্তির সনদ ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়েছিল—২৩ মার্চ ১৯৬৬। (৪৪তম বিসিএস প্রিলিমিনারি, মে ২০২২)
  • ‘শােন একটি মুজিবের কথা’ গানটির গীতিকার—গৌরীপ্রসন্ন মজুমদার। (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ২০২২)
  • বাংলাদেশের প্রথম সাবমেরিন কেব্লের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়—সন্দ্বীপে। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • বাংলাদেশে সর্বশেষ জনশুমারি। হয়—২০২২ সালে। (প্রাথমিক সহকারী শিক্ষক, ২০২২) ।
  • এক্সক্লসিভ ট্যুরিস্ট জোন কক্সবাজার। (সিএজি, মে ২০২২)।
  • বাংলাদেশের প্রস্তাবিত আইটি ভিলেজ অবস্থিত—চট্টগ্রামে। (ট্রেইনি অফিসার, এনআরবিসি ব্যাংক, মে ২০২২)
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি ও উৎক্ষেপণ করবে—গ্লাভসমস (রাশিয়া)। (সিএজি, মে ২০২২)
  • বাংলাদেশের প্রথম কাগজের নােট চালু হয়—৪ মার্চ ১৯৭২। (সহকারী সাইফার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, মে ।
  • BIMSTEC—এর সচিবালয় অবস্থিত-বাংলাদেশে। (সিএজি, মে ২০২২)
  • বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে— কর্ণফুলী নদীর তলদেশে। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • জাতীয় শিশু দিবস পালিত হয়—১৭ (মাউশি, মে ২০২২)
  • বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে— রাঙামাটি। (ডাক জীবন বীমা, এপ্রিল ২০২২)
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য—৬.১৫ কিলােমিটার। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • মুক্তিযুদ্ধে মুজিবনগর ছিল—৮ নম্বর সেক্টরের অধীন।। (ঔষধ প্রশাসন অধিদপ্তর, মে ২০২২)
  • বাংলাদেশের করােনাভাইরাসের টিকা নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম—সুরক্ষা। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • বাংলাদেশ এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে—৮টি। (বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এপ্রিল ২০২২)
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন—১০ জানুয়ারি ১৯৭২ (ডাক জীবন বীমা, এপ্রিল ২০২২)।
  • বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) অনুষ্ঠিত হয়—১৯৭৪ সালে। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • Ninety East Ridge বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত—বঙ্গোপসাগর। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে RTC-এর পূর্ণরূপ—Round Table Conference. (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)
  • বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়—১৯৯৮ সালে। (সিজিএ, এপ্রিল ২০২২)
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লােগাের নকশা করেন—রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।  (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • প্রস্তাবিত জাপানের অর্থনৈতিক জোন অবস্থিত—নারায়ণগঞ্জে। (সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি, মে ২০২২)
  • ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে—বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বিদ্যুৎ বিভাগ। (বিসিআইসি, মে ২০২২)
  • বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম—বঙ্গবন্ধু-১। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • আমার দেখা নয়াচীন লিখেছেন—শেখ মুজিবুর রহমান। (প্রাথমিক সহকারী শিক্ষক, এপ্রিল ২০২২)
  • বাংলাদেশে ব্যাংকগুলাে নিয়ন্ত্রিত হয়—ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা। (প্রবেশনারি অফিসার, গ্লোবাল ইসলামী ব্যাংক, এপ্রিল ২০২২)

আন্তর্জাতিক বিষয়াবলি

  • প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—ভারত। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • বর্তমানে ইউরােপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা—২৭টি। (সহকারী ব্যবস্থাপক, বিসিআইসি, মে ২০২২)
  • নেকড়ে যােদ্ধা কূটনীতি—চীন দেশের সঙ্গে সংশ্লিষ্ট। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • ২০২২ সালে জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—জার্মানিতে। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)।
  • বর্তমান বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশভেনেজুয়েলা। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • ২০২২ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ—ফিনল্যান্ড। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • রাশিয়া ইউক্রেন আক্রমণ করে— ২৪ ফেব্রুয়ারি ২০২২। (হিসাব সহকারী, ডাক অধিদপ্তর, মে ২০২২)
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের মেয়াদ-২ বছর। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • এল নিনাে ও লা নিনা শব্দ দুটি সম্পর্কিত—জলবায়ুর সঙ্গে। (বার্ড, মে ২০২২)
  • Regional Comprehensive Economic Partnership আওতায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা—১৫৷ (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলাে— মধ্যপ্রাচ্য নামে পরিচিত। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনার গণটিকা প্রদান কার্যক্রম শুরু করে—যুক্তরাজ্য। (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সম্প্রতি জাতিসংঘ সদস্যপদ স্থগিত করে—মানবাধিকার পরিষদ থেকে। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • দুর্নীতি ধারণা সূচক-২০২২ অনুযায়ী শীর্ষ দেশ—দক্ষিণ সুদান। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ-যুক্তরাষ্ট্র। (সিএজি, মে ২০২২)
  • ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ—এল সালভেদর। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • GPRS-এর পূর্ণরূপ—General Packet Radio Service. (সহকারী সাইফার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, মে ২০২২)
  • সম্প্রতি চীন সামরিক ঘাঁটি স্থাপন করে—দক্ষিণ চীন সাগরে। (বার্ড, মে ২০২২)
  • বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ—চীন। (ট্রেইনি অফিসার, এনআরবিসি ব্যাংক, মে ২০২২)
  • জাপানের পার্লামেন্টের নাম—ডায়েট। (মাউশি, মে ২০২২)।
  • পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর (বিটিসিএল, এপ্রিল ২০২২)।
  • আমাজন বনের মােট আয়তনের ৬০ % অবস্থিত— ব্রাজুিলে। (বিটিসিএল, এপ্রিল ২০২২)
  • জাতিসংঘের (সর্বশেষ) ১৯৩তম সদস্যরাষ্ট্রদক্ষিণ সুদান। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)
  • ইউক্রেনের মুদ্রার নামূ—রিভনিয়া। (প্রবেশনারি অফিসার, গ্লোবাল ইসলামী ব্যাংক, এপ্রিল ২০২২)
  • লুহানস্ক ও দোনেৎস্ক ইউক্রেনের— দনবাস অঞ্চলে অবস্থিত। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • ইউপিইউর (ইউনিভার্সাল পােস্টাল ইউনিয়ন) সদর দপ্তর অবস্থিত বার্ন, সুইজারল্যান্ড। (ডাক জীবন বীমা, এপ্রিল ২০১২)।
  • প্রথাগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়—সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • ইউরােপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পদত্যাগকারী একমাত্র দেশ— যুক্তরাজ্য। (বার্ড, মে ২০২২)।
  • যে ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে—ইংরেজি। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)।
  • WHO-এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। (মাউশি, মে ২০২২)।
  • বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়—১০ ডিসেম্বর। (ঔষধ প্রশাসন, মে ২০২২)
  • এসডিজির (SDG) গােল—১৭টি। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি—ইলন মাস্ক। (বিমান বা. এ, এপ্রিল ২০২২)।
  • এসডিজি (SDG) অভীষ্ট টি প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত—৪টি। (প্রাথমিক সহকারী শিক্ষক, এপ্রিল ২০২২)
  • প্রথম পারমাণবিক বােমা তৈরি করে—ইউএসএ। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)।
  • সুয়েজ খাল বিভক্ত করেছে— এশিয়া ও আফ্রিকাকে। (বিটিসিএল, এপ্রিল ২০২২)
  • শ্যামদেশ যে দেশের পুরাতন নাম—থাইল্যা। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

  • স্মার্টফোনে ব্যবহৃত প্রযুক্তির নাম ন্যানােটেকনােলজি। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)।
  • কি-বাের্ডের shift, Ctrl, Alt কিগুলােকে বলা হয়—Modifier Key! (সিজিডিএফ, এপিল ২০২২)
  • Image PROMS Extension হিসেবে ব্যবহৃত হয়—.jpg (বিটিসিএল, এপ্রিল ২০২২)।
  • HTTP–এর পূর্ণরূপ—Hyper text Transfer Protocol (Fanta বা. এ, এপ্রিল ২০২২)।
  • In MS Word, pressing Ctrl+E results in Central alignment of paragraph। (বিসিআইসি, মে ২০২২)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button