সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!
প্রশ্ন : মার্কিন মহাকাশযান Perseverance মঙ্গলগ্রহে অবতরণ করে
উত্তর : ১৮ ফেব্রুয়ারি ২০১১।
প্রশ্ন : ‘এলাম, দেখলাম, জয় করলাম” কথাটি বলেছেন
উত্তর : জুলিয়াস সিজার।
প্রশ্ন : ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৮ সালে।
প্রশ্ন : নব্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় আবিষ্কার
উত্তর : আগুন।
প্রশ্ন : ‘ইন্ডিয়া হাউজ অবস্থিত
উত্তর : যুক্তরাজ্যে।
প্রশ্ন : পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম
উত্তর : জানানা গুসামাও।
প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম
উত্তর : সোম।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ
উত্তর : এশিয়া।
প্রশ্ন : হিটলারের দলের নাম
উত্তর : জার্মান ফ্যাসিবাদী দল।
প্রশ্ন : নিকারাগুয়ার রাজধানীর নাম
উত্তর : মানাগুয়া।
প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট
উত্তর : জো বাইডেন।
প্রশ্ন : সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল
উত্তর : ফ্রান্স।
প্রশ্ন : প্রথম অলিম্পিক গেমস্ অনুষ্ঠিত হয়
উত্তর : ১৮৯৬ সালে (গ্রিসের এথেন্সে)।
প্রশ্ন : চে-গুয়েভারা যে দেশে জন্মগ্রহণ করেন
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধে পরাজিত হয়েছিলেন
উত্তর : নেপোলিয়ান।
প্রশ্ন : ন্যাটোভুক্ত মুসলিম দেশ
উত্তর : ২টি (আলবেনিয়া ও তুরস্ক)।
প্রশ্ন : CNN যে দেশের সংবাদসংস্থা
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়
উত্তর : ১১ ডিসেম্বর ১৯৯৭।
প্রশ্ন : জাতিসংঘ দিবস পালিত হয়
উত্তর : ২৪ অক্টোবর।
প্রশ্ন : NAFTA এর পূর্ণ রূপ
উত্তর : North American Free Trade Agreement.
প্রশ্ন : বিশ্বের জনপ্রতি বনভূমির পরিমাণ
উত্তর : ০.৬৪ হেক্টর।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হীরক খনি
উত্তর : কিম্বার্লি।
প্রশ্ন : ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে
উত্তর : উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে।
প্রশ্ন : শীতল মরুভূমি নামে পরিচিত
উত্তর : লাদাখ মরুভূমি।
প্রশ্ন : “The God of Small Things’ শীর্ষক উপন্যাসের রচয়িতা
উত্তর : অরুন্ধতী রায়।
প্রশ্ন : আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল
উত্তর : ১৯৬৯ সালে।
প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ফাইনাল খেলা দল
উত্তর : জার্মানি।
প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়
উত্তর : ৮ মার্চ।
প্রশ্ন : মালদ্বীপের প্রধান ভাষা
উত্তর : দিভেহী।
প্রশ্ন : বাকিংহাম প্রাসাদে বাস করেন
উত্তর : ব্রিটেনের রানি।
প্রশ্ন : ডিমোস যে গ্রহের উপগ্রহ
উত্তর : মঙ্গল।
প্রশ্ন : মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী
উত্তর : ডেনিস টিটো।
প্রশ্ন : অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন
উত্তর : ভি, আই, লেনিন ।
প্রশ্ন : সালভাদর ডলি ছিলেন একজন
উত্তর : চিত্রশিল্পী।
প্রশ্ন : ‘মেক্সিকো যে মহাদেশের অন্তর্ভুক্ত
উত্তর : উত্তর আমেরিকা।
1 Comment
K.M ANWAR HOSSAIN
Thaks