সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!
প্রশ্ন : প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন
উত্তর : নোরা মাতরোশি।
প্রশ্ন : মনুষ্য নির্মিত বিশ্বের সর্ববৃহৎ স্থাপনা
উত্তর : চীনের মহাপ্রাচীর।
প্রশ্ন : ম্যাকাও যে দেশের উপনিবেশ ছিল
উত্তর : পর্তুগাল।
প্রশ্ন : রাশিয়ার মুদ্রার নাম
উত্তর : রুবল।
প্রশ্ন : ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন”- উক্তিটি করেছেন
উত্তর : জার্মানির সাবেক চ্যান্সেলর এডলফ হিটলার।
প্রশ্ন : পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম
উত্তর : লাপাজ।
প্রশ্ন : ‘পাবলো পিকাসো ছিলেন
উত্তর : একজন চিত্রশিল্পী।
প্রশ্ন : জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়
উত্তর : ৬ আগস্ট ১৯৪৫ (লিটল বয়)।
প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়
উত্তর : নেপোলিয়নকে।
প্রশ্ন : মিয়ানমারের রাখাইনের পূর্ব নাম
উত্তর : আরাকান।
প্রশ্ন : ‘সুনামি’ শব্দটি এসেছে
উত্তর : জাপানি ভাষা থেকে।
প্রশ্ন : ডেইলি ডন পত্রিকা যে দেশ থেকে প্রকাশিত হয়
উত্তর : পাকিস্তান।
প্রশ্ন : ‘লীগ অব নেশনস’ বিলুপ্ত হয়
উত্তর : ১৯৪৬ সালে ।
প্রশ্ন : পৃথিবীর মোট আয়তনের বনভূমি দ্বারা আবৃত
উত্তর : ৩১ শতাংশ
প্রশ্ন : সবচেয়ে ছোটো পাখির নাম
উত্তর : হামিংবার্ড।
প্রশ্ন : গোবি মরুভূমি অবস্থিত
উত্তর : মঙ্গোলিয়ায়।
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী
উত্তর : ব্রায়ান লারা (৪০০ ন.আ.)।
প্রশ্ন : ডেনমার্কের আইনসভার নাম
উত্তর : ফোকেটিং।
প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ
উত্তর : আফ্রিকা।
প্রশ্ন : যে আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়
উত্তর : জাতিসংঘ।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : কামাল আতাতুর্ক যে দেশের নেতা ছিলেন
উত্তর : তুরস্ক।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল
উত্তর : আমাজান।
প্রশ্ন : বিশ্বে মত্স্য উৎপাদনে শীর্ষ দেশ
উত্তর : চীন (দ্বিতীয়-ভারত)।
প্রশ্ন : ‘ধবলগিরি’ পর্বত যে দেশে অবস্থিত
উত্তর : নেপাল।
প্রশ্ন : UNICEF- এর বর্তমান সম্পূর্ণ নাম
উত্তর : United Nations Children’s Fund.
প্রশ্ন : আফগানিস্তানের প্রধান ভাষা
উত্তর : পশতু।
প্রশ্ন : নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়
উত্তর : প্রতি বছরের ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস)।
প্রশ্ন : ‘মাই লাইফ’ গ্রন্থের রচয়িতা
উত্তর : বিল ক্লিনটন।
প্রশ্ন : এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে যে প্রণালি
উত্তর : বসফরাস প্রণালি।
প্রশ্ন : আমলাতন্ত্রের প্রবক্তা
উত্তর : ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন : ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলে
উত্তর : হোয়াইট হল।
প্রশ্ন : সকাল বেলার শান্তি বলা হয়
উত্তর : কোরিয়াকে।
প্রশ্ন : সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড়
উত্তর : ১.৩ মিলিয়ন গুণ।
প্রশ্ন : ধরিত্রী সম্মেলন যে শহরে অনুষ্ঠিত হয়
উত্তর : রিও ডি জেনেরিও।
প্রশ্ন : আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ
উত্তর : সৌদি আরব।