আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ জ্ঞান-গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

বিসিএস ও বিভিন্ন সরকারি পরীক্ষায় আসার মত  কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান উত্তরসহ জেনে রাখুন।

✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ

✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।

✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।

✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।

✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।

✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।

✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।

✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রম।

✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।

✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।

✬প্রশ্ন: রাশিয়ার বিমান সংস্থার নাম কী ?
উত্তর: এরোফ্লোঁ।

✬প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত ?
উত্তর: সিন্ধু সভ্যতা।

✬কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট ?
উত্তর: জাপান

✬প্রশ্ন: কনফুসিয়াস কে ?
উত্তর: দার্শনিক।

✬প্রশ্ন: নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: হাডসন।

✬প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তর: হোমা পাখী।

✬প্রশ্ন: তাহরির স্কয়ার কোথায় অবস্থিত ?
উত্তর: মিশর।

✬প্রশ্ন: দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশী ?
উত্তর: মালদ্বীপ।

✬প্রশ্ন: শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?
উত্তর: ফারসি।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ?
উত্তর: ম্যান্ডারিন।

✬প্রশ্ন: ফরাসী বিপ্লব সংঘটিত হয় ?
উত্তর: ১৭৮৯ সালে।

✬প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত ?
উত্তর: যুক্তরাজ্য।

✬প্রশ্ন: বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে ?
উত্তর: এস এস হুইলার।

✬প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি ?
উত্তর: ফিনল্যান্ড।

✬প্রশ্ন: বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে ?
উত্তর: ভিটামিন বি।

✬প্রশ্ন: রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন ডি।

✬প্রশ্ন: ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত ?
উত্তর: প্যারিস।

✬প্রশ্ন: আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে ?
উত্তর: জিব্রালটার প্রণালী।

✬প্রশ্ন: এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি ?
উত্তর: নেপাল।

✬প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
উত্তর: পানামা খাল।

✬প্রশ্ন: আল শাবাব কোন দেশের সংগঠন ?
উত্তর: সোমালিয়া।

✬প্রশ্ন: ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ?
উত্তর: লিও।

✬প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন ?
উত্তর: ২০ জানুয়ারি ২০১৭ইং

✬প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান কী কী ?
✬উত্তর: তামা ও দস্তা।

✬প্রশ্ন: AU কোন মহাদেশের সংগঠন ?
উত্তর: আফ্রিকা।

✬প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায় ?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি ?
উত্তর: Agaricus

✬প্রশ্ন: সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী ?
উত্তর: অ্যাক্টভরা।

✬প্রশ্ন: সুবর্ণভুমি কোন দেশের বিমানবন্দর ?
উত্তর: থাইল্যান্ড।

✬প্রশ্নঃ: বিশ্ব পরিসংখ্যান দিবস কবে ?
উত্তর: ২০ অক্টোবর।

✬প্রশ্ন: গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত ?
উত্তর: পানামা খাল।

✬প্রশ্ন: নবায়ণযোগ্য জ্বালানী কোনটি ?
উত্তর: পরমাণু শক্তি।

✬প্রশ্ন: আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তর: ভ্যাটিকান সিটি।

✬প্রশ্ন: জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ?
উত্তর: মশা।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি ?
উত্তর: তিহানে-১।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি ?
উত্তর: লাইব্রেরি অফ কংগ্রেস।

✬প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি ?
উত্তর: নীল তিমি।

✬প্রশ্ন: পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
উত্তর: ২১ শে জুন।

✬প্রশ্ন: পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
উত্তর: ২২ শে ডিসেম্বর।

✬প্রশ্ন: সর্বত্র দিন রাত্রি সমান কবে ?
উত্তরঃ: ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

✬প্রশ্ন: হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ ?
উত্তর: আমিষ।

✬প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর: বুধ।

✬প্রশ্ন: ‘সুপার নোভা’ আসলে কী ?
উত্তর: মৃত তারকা।

✬প্রশ্ন: GMT পূর্নরূপ কি ?
উত্তর: Greenwich Mean Time

✬প্রশ্ন: নাসা কোন ধরনের প্রতিষ্ঠান ?
উত্তর: মহাকাশ গবেষণা।

✬প্রশ্ন: কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয় ?
উত্তর: জাপান কে।

✬প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয় ?
উত্তর: ইন্দোনেশিয়া।

✬প্রশ্ন: “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার ?
উত্তর: ইরাক।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি ?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: পৃথিবীর ছাদ বলা হয় কাকে ?
উত্তর: পামির মালভূমিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button