সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!
প্রশ্ন : মুজিববর্ষের থিম সং এর গীতিকার
উত্তর : ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রশ্ন : সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম
উত্তর : জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশ্ন : বঙ্গবন্ধু রেলসেতুর দৈর্ঘ্য
উত্তর : ৪.৮ কিলোমিটার।
প্রশ্ন : পানিপথের প্রথম যুদ্ধ হয়
উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : বাংলাদেশে স্বচেয়ে বেশি পাট উৎপন্ন হয়
উত্তর : ফরিদপুরে।
প্রশ্ন : ‘ওয়ানগালা উৎসব উদযাপন করে
উত্তর : গারোরা।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধান বিভক্ত মূলত
উত্তর : ১১ ভাগে।
প্রশ্ন : বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান কারণ
উত্তর : দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৭ সালে।
প্রশ্ন : ‘গাছের প্রাণ আছে প্রমাণ করেন
উত্তর : জগদীশ চন্দ্র বসু।
প্রশ্ন : ‘গাধা প্রতিপালন কেন্দ্র অবস্থিত
উত্তর : রাঙামাটি জেলায়।
প্রশ্ন : ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার উন্মােচন করেন
উত্তর : শহিদ শফিউর রহমানের পিতা।
প্রশ্ন : মোংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পশুর।
প্রশ্ন : উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন
উত্তর : হান্টার কমিশন।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে
উত্তর : ৭টি।
প্রশ্ন : পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল
উত্তর : জুন ২৩, ১৭৫৭।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে আরো কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বাংলাদেশের যে অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়
উত্তর : সিলেট।
প্রশ্ন : রিবন রেটিং’ হলো
উত্তর : পাট পচানোর পদ্ধতি।
প্রশ্ন : মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
উত্তর : ৩টি।
প্রশ্ন : বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম
উত্তর : বাসস।
প্রশ্ন : মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে
উত্তর : সোমবার।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্তসোপান অবস্থিত
উত্তর : রাজেন্দ্রপুর সেনানিবাসে।
প্রশ্ন : নিঝুম দ্বীপের আয়তন
উত্তর : ৯১ বর্গকিলোমিটার।
প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন
উত্তর : এম. মনসুর আলী।
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে
উত্তর : ২৯তম অধিবেশনে।
প্রশ্ন : শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান
উত্তর : ছাত্রসভায়।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল –
উত্তর : সিপাহি।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা
উত্তর : পঞ্চগড়।
প্রশ্ন : যমুনা নদী পতিত হয়েছে
উত্তর : পদ্মা নদীতে।
প্রশ্ন : জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি। এটি ঘোষণা করেন
উত্তর : দুদু মিয়া।
প্রশ্ন : জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম
উত্তর : ইউরিয়া।
প্রশ্ন : ৬ দফা দাবি পেশ করা হয়
উত্তর : ১৯৬৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম
উত্তর : লালপুর, নাটোর।
প্রশ্ন : পুর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংঘঠিত হয়
উত্তর : ভূমিকম্প।
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত
উত্তর : ৫:৩।
প্রশ্ন : বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন
উত্তর : রাষ্ট্রপতি।