সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ বাংলাদেশ বিষয়াবলী
রাজনীতি
- গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে— ২০২৬ সালে।
- বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করেছে— ভুটানের সঙ্গে।
অর্থনীতি
- টিসিবি কর্তৃক ২ আগস্ট ২০২২ চালু করা পণ্য বিক্রির নতুন মাধ্যম— ফ্যামিলি কার্ড।
- ২০৩০ সালে জলবায়ুর প্রভাব ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলাের মধ্যে খাদ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান হবে— দ্বিতীয়।
- বাংলাদেশের পরিশােধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ— ৮০ শতাংশ।
- বাংলাদেশ সরকারের অনুমােদনপ্রাপ্ত অর্থনৈতিক অঞ্চলের সংখ্যা— ৯৮টি।
- কার্যক্রম শুরু করা দেশের ৬১তম তফসিলিভুক্ত ব্যাংক— সিটিজেনস ব্যাংক।
বিজ্ঞান ও প্রযুক্তি
- পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্পের অধীন ঢাকা থেকে যশাের পর্যন্ত নির্মিতব্য রেললাইনের দৈর্ঘ্য— ১৬৯ কিলােমিটার।
- পদ্মা সেতুতে রেললাইন বসানাের কাজ শুরু হয়— ২০ আগস্ট ২০২২।
- পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্পের অধীন ঢাকা থেকে যশাের পর্যন্ত ১৬৯ কিলােমিটার নির্মিতব্য রেললাইনের ব্যয়— ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।
- বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কিনছে— বায়রাক্টার টিবি-টু ড্রোন।
- বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১ আগস্ট ২০২২ আন্তর্জাতিক রুটে চালু করেছে—ওয়েব চেক-ইন সেবা।
খেলাধুলা
- টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক— সাকিব আল হাসান।
- বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলে— জিম্বাবুয়ের বিপক্ষে।
- ওয়ানডে ক্রিকেটে আট হাজার রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার— তামিম ইকবাল।
এই বিভাগ থেকে আরো পড়ুন
রিপাের্ট, সমীক্ষা, সম্মেলন
- বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান— ৬৪তম।
- ডি-৮-এর ৪৫তম সম্মেলন ২৬-২৭ জুলাই ২০২২ অনুষ্ঠিত হয়— ঢাকা, বাংলাদেশ।
- বাংলাদেশে প্রতি বর্গকিলােমিটারে জনসংখ্যার ঘনত্ব—১,১১৯ জন।
- নয়াদিল্লিতে ১১ আগস্ট ২০২২ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হয়—চতুর্থ প্রতিরক্ষা সংলাপ।
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২ প্রতিযােগিতায় চ্যাম্পিয়ন— ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের সর্ববৃহৎ নৃগােষ্ঠী— চাকমা।
- দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা— পঞ্চগড় ও মাগুরা।
- ব্যায়বহুল শহরের তালিকায় বিশ্বে ঢাকার অবস্থান— ৯৮তম।
- স্বাদু বা মিঠাপানির মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ— তৃতীয়।
- সামুদ্রিক মৎস আহরণে বিশ্বে বাংলাদেশ— ২৫তম।
- ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— তৃতীয়।
- সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়— ওমানের।
উৎসব, বিনােদন, পুরস্কার, সম্মাননা
- ৮ আগস্টকে ‘জাতীয় দিবস’ ঘােষণা করা হয়— ২০ সেপ্টেম্বর ২০২০।
- শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তিত হয়— ২০২১ সালে।
- প্রথমবারের মতাে ২৭ জুলাই ২০২২ অ্যাগ্রিকালচারাল ইমপর্ট্যান্ট পারসন (এআইপি) সম্মাননা পেলেন— ১৩ জন।
- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদ্যাপিত হয়— ৮ আগস্ট।
- ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে— ২০টি শিল্পপ্রতিষ্ঠান।
- তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে প্রদত্ত ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’পেয়েছে— বাংলাদেশ।
- বাংলাদেশ তুরস্কের প্রদত্ত আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছে—ডি-৮-এর প্রতিষ্ঠাতা সদস্য হওয়ায়।
পরিবেশ ও কৃষি
- সম্প্রতি বাংলাদেশ কৃষিবিদ্যালয়ের গবেষক ড. আরিফ হাসান খান ও তার দল উদ্ভাবন করেছে—উফশী জাতের পাঁচটি সরিষা।
বিবিধ
- হাইকোর্টে ৩১ জুলাই ২০২২ নতুন নিয়ােগ পেয়েছেন— ১১ জন বিচারক।
- মেট্রোরেলের প্রথম নারী চালক— মরিয়ম আফিজা।
- মুক্তিযুদ্ধকালের নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা অধিনায়ক বীর মুক্তিযােদ্ধা— মেজর জেনারেল (অব.) মুহাম্মদ আইনউদ্দিন বীর প্রতীক
- ‘ন্যায় স্মরণি’ অবস্থিত—সুপ্রিমকোর্টে।
- ব্যান্ড সংগীতের ইতিহাস নিয়ে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ বই—বাংলার রক মেটাল।
- ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠিত হবে—শিবচর, মাদারীপুরে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ আন্তর্জাতিক বিষয়াবলী
রাজনীতি
- আসিয়ানের আনুষ্ঠানিক বৈঠকে মিয়ানমার নিষিদ্ধ হয়— ৬ আগস্ট ২০২২।
- নতুন সংবিধানের ওপর ২৫ জুলাই ২০২২ গণভােট অনুষ্ঠিত হয়— তিউনিসিয়ায়।
- যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অংশগ্রহণকারী নতুন রাজনৈতিক দল— ফরােয়ার্ড।
- সম্প্রতি অভিবাসন আইনে পরিবর্তন এনেছে স্পেন।
- ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মােবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম— এম-১৪২ হিমার্স।
- অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নির্বাচিত আফগান বংশােদ্ভূত সিনেটর— ফাতিমা পায়মান (২৭)।
- বর্তমানে তাইওয়ানকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করে বিশ্বের— ১৪টি দেশ।
- দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশ ও পূর্ব চীন সাগরে অবস্থিত তাইওয়ান দ্বীপকে পৃথক করেছে— তাইওয়ান প্রণালি।
- তাইওয়ান দ্বীপ ভূখণ্ডটির আয়তন— ৩৬ হাজার ১৯৭ বর্গকিলােমিটার।
- ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে প্রবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনুমােদন দিয়েছেন— ৯ আগস্ট ২০২২।
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলােসির ওপর চীন নিষেধাজ্ঞা আরােপ করে— ৫ আগষ্ট ২০১২।
- শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গােতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুর থেকে আশ্রয় নেন— থাইল্যান্ডে।
- তাইওয়ানের বর্তমান প্রধানমন্ত্রী— সু সেং-চাং।
- শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গােতাবায়া রাজাপক্ষে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন— যুক্তরাষ্ট্রের কাছে।
- তাইওয়ান ঘিরে সবচেয়ে বড় সামরিক মহড়া পরিচালনা করছে—চীন।
- ‘স্টিডি ইডি’ নামে পরিচিত ছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট— ফিদেল রামােস।
- মালয়েশিয়ায় পেজুয়াং তানাহ এয়ার দলের নেতৃত্ব দিচ্ছেন— ড. মাহাথির মােহাম্মদ।
- মার্কিন কংগ্রেসে পাস হওয়া যে আইনের কারণে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সহায়তা করে— তাইওয়ান রিলেশনস আইন।
- তাইওয়ান রিলেশনস আইন মার্কিন কংগ্রেসে পাস হয়— ১৯৭৯ সালে (প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে)।
- ২৩ আগস্ট ২০২২ দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদন্ডপ্রাপ্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী— নাজিব রাজাক।
- ২০ আগস্ট ২০২২ গাড়ি বােমায় নিহত হন রুশ প্রেসিডেন্টের তাত্ত্বিক গুরু মেয়ে— আলেকসান্দর দুগিন।
- থাইল্যান্ডের আদালত কর্তৃক ২৪ আগষ্ট ২০২২ সাময়িক বরখাস্ত হন— প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা।
অর্থনীতি
- শ্রীলঙ্কাকে ২৯ জুলাই ২০২২ ঋণদানে অযােগ্য ঘােষণা করেছে বিশ্বব্যাংক।
- ইউরােপ গ্যাস সরবরাহে ২৮ জুলাই ২০২২ আফ্রিকার যে তিন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে— আলজেরিয়া, নাইজার ও নাইজেরিয়া।
- ইউরােপীয় ইউনিয়ন রাশিয়া থেকে : কয়লা আমদানি বন্ধ করে– ৮ আগস্ট ২০২২।
- ৩২ বছর পর ১৯ আগস্ট ২০২২ সৌদিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে— থাইল্যান্ড।
- ইউক্রেন-রাশিয়া চুক্তির পর ১ আগস্ট ২০২২ যে বন্দর থেকে শস্যভর্তি প্রথম জাহাজটি লেবাননের উদ্দেশে রওনা দেয়—
ওদেসা বন্দর (ইউক্রেন)।
স্বাস্থ্য
- ইউরােপের যে দেশে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু হয়— স্পেনে।
- দক্ষিণ এশিয়ার যে দেশে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু হয়— ভারতে।
- কিউবার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন সােবেরানা প্লাস।
- চীনের হেনান ও শানডং প্রদেশে। মানুষের মধ্যে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস— ল্যাংগায়া হেনিপাভাইরাস (লেভি)।
- ইউরােপীয় ইউনিয়ন (ইইউ) অনুমােদিত মাঙ্কিপক্সের টিকা— ইমভানেক্স (বাভারিয়ান নর্ডিক, ডেনমার্ক)।
- বিশ্বের যে দেশ প্রথম আনুষ্ঠানিকভাবে মাঙ্কিপক্সের টিকাদান করে—নেদারল্যান্ডস।
- নেদারল্যান্ডসের নাগরিকরা মাঙ্কিপক্সের যে টিকা পেয়েছে—ইমভেনেক্স (ব্যাভারিয়ান নর্ডিক কোম্পানি)।
পরিবেশ ও কৃষি
- মার্কিন সিনেটে জলবায়ুবিষয়ক ঐতিহাসিক আইন পাস হয়—৭ আগস্ট ২০২২।
- ফিলিপাইনের যে দ্বীপে ২৭ জুলাই ২০২২ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে—লুজান দ্বীপ।
বিজ্ঞান ও প্রযুক্তি
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নিজেদের প্রত্যাহার করার ঘােষণা দিয়েছে রাশিয়া।
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফল পরীক্ষা চালানাে পরমাণু বহনে সক্ষম দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল— মিনিটম্যান-থ্রি।
- মহাকাশে উৎক্ষেপণ করা ভারতের ক্ষুদ্র রকেট— এসএসএলভি-ডি১।
- মহাকাশে পাঠানাে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট খৈয়াম।
- মিসরের নির্মাণাধীন প্রথম পরমাণু বিদ্যুত কেন্দ্র—এল দাবা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।
- মিসরের এল দাবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে—রােসাটম, রাশিয়া।
খেলাধুলা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মােট সদস্য ১০৮টি (পূর্ণ : ১২টি ও সহযােগী : ৯৬টি)।
- ২৬ জুলাই ২০২২ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন সদস্যপদ পেয়েছে— কম্বােডিয়া, উজবেকিস্তান ও – আইভরি কোস্ট।
- ২৮ জুলাই ২০২২ ইংল্যান্ডের বার্মিংহাম শহরে শুরু হয়— ২২তম কমনওয়েলথ গেমস।
রিপাের্ট, সমীক্ষা, সম্মেলন
- বিশ্বের শীর্ষ দূষিত শহর নয়াদিল্লি, ভারত।
- এশিয়ার শীর্ষ ধনী নারী— সাবিত্রী জিন্দাল।
- ২০২১ সালে ইউরােপীয় ইউনিয়নের দেশগুলাের মধ্যে সবচেয়ে বেশি রেসিডেন্স পারমিট প্রদান করেছে— পােল্যান্ড।
- ইউরােপীয় ইউনিয়নের দেশগুলােতে ২০২১ সালে সবচেয়ে বেশি রেসিডেন্স পারমিট পেয়েছে—ইউক্রেন।
- আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক ফিফা ১৬ আগস্ট ২০২২ যে দেশের সদস্যপদ নিষিদ্ধ করে—ভারত।
- ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে– ১৭-২৯ মার্চ ২০২৬।
- ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে— ভিক্টোরিয়া, অষ্ট্রেলিয়া।
- ইউক্রেনে হামলার কারণে আইসিসি যে দেশের সদস্যপদ কেড়ে নিয়েছে রাশিয়া।
উৎসব, পুরস্কার, সম্মাননা, বিনােদন
- রাশিয়া জনসংখ্যা বৃদ্ধি করতে ১৬ আগস্ট ২০২২ পুনর্বহাল করে— মাদার হিরােইন পুরস্কার।
- মাদার হিরােইন পুরস্কারে ভূষিত হন যারা ১০ সন্তানের জননী।
- পাকিস্তানের ‘সিতারা-ইইমতিয়াজ’ পুরস্কার লাভ করেন বাবর আজম।
- পাকিস্তানের ‘তামঘা-ই ইমতিয়াজ’ পুরস্কার লাভ করেন নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ।
শপথ
- কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে ৭ আগস্ট ২০২২ শপথ নিয়েছেন— গুস্তাভাে পেত্র (৬২)।
পদত্যাগ
- প্রধানমন্ত্রীর পদ থেকে ৩ আগস্ট ২০২২ পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী অ্যানিবাল তােরেস।
বৈঠক
- ফিলিস্তিন ও ইসরাইলের সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়— ৮ আগস্ট ২০২২।
আইন, বিল পাস
- মার্কিন কংগ্রেসে ২৯ জুলাই ২০২২ পাস করা বিল— অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধকরণ বিল।
বিবিধ
- ইউরােপের সবচেয়ে বড় নৃতাত্বিক গােষ্ঠী—রােমারা।
- ১৭০ ক্যারেটের বিশ্বের বৃহৎ গােলাপি হীরা দ্য লুলাে রােজ যে দেশের খনি থেকে পাওয়া গেছে—অ্যাঙ্গোলা (আফ্রিকা)।
বর্ষপূর্তি
- ১৫ আগস্ট ২০২২ পালিত হয় ব্রিটিশ ভারত ভাগের— ৭৫ বছর পূর্তি।
1 Comment
sumon mia
খুব সুন্দর ও দরকারী একটি পোস্ট