ভারতের সাহিত্য একাডেমির সর্বোচ্চ ফেলােশিপ’ পেলেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখােপাধ্যায়। ২৫ জুন ২০২২ কলকাতায় সাহিত্য একাডেমির সভাঘরে শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের হাতে এ ফেলােশিপ তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি চন্দ্রশেখর কাম্বার শীর্ষেন্দু মুখােপাধ্যায় (জন্ম : ২ নভেম্বর ১৯৩৫)।
একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লেখেন। শীর্ষেন্দু তাঁর সৃষ্টির জন্য আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।
১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তার ঝুলিতে। রয়েছে বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫) এবং আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ‘বঙ্গবিভূষণ’ সম্মান পান প্রবীণ এই সাহিত্যিক।