করােনাভাইরাসের সংক্রমণ রােধে ১৯ জুলাই ২০২২ দেশব্যাপী বুস্টার ডােজ দিবস পালন করে স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয় ডােজ নেওয়ার চার মাস পূর্ণকারী ১৮ বছরের বেশি ব্যক্তি বুস্টার ডােজের আওতায় পড়বেন।
বুস্টার ডােজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে সারা দেশে প্রায় ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রের (৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্র) মাধ্যমে বুস্টার ডােজ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে ২৬ জুলাই ২০২২ স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞতি প্রকাশ করেছে যে, করােনা টিকার প্রথম ও দ্বিতীয় ডােজ ৩০ নভেম্বর ২০২২- এর পর আর প্রদান করা হবে না। এর পর থেকে শুধু বুস্টার ডােজের কার্যক্রমই চলমান থাকবে।