ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়নমূলক সংস্থা। মূলত এটি গঠিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার শরণার্থীদের দেশে ফিরিয়ে আনায় সহায়তার জন্য। প্রথমে প্রতিষ্ঠানটির নাম ছিল Bangladesh Rehabilitation Assistance Committee। এরপর নামকরণ করা হয় Bangladesh Rural Advancement Committee। আর সর্বশেষ Building Resources Across Communities যা এখন আনুষ্ঠানিকভাবে BRAC নামে পরিচিত।
২১ মার্চ ১৯৭২ ফজলে হাসান আবেদ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা শাল্লায় ফিরে আসা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে আফগানিস্তানে কর্মসূচি চালুর মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনালের যাত্রা শুরু। গত ২০ বছরে ১৩টি দেশে কাজ করলেও এখন ১০টি দেশে সরাসরি মানুষের উন্নয়নে কাজ করছে ব্র্যাক।
Leave a Comment