বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব
প্রশ্নোত্তর পর্ব
- গ্রিসের আরেকটি নাম হলো- হেলাস।
- ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়- ১৯৮২ সালে।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত- তুরস্ক।
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয়- ব্যাবিলনে।
- দীর্ঘ ১৫ বছর বিরতির পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পুনরায় ক্ষমতায় আসে- ১০ মে ২০১৮।
- বর্তমান বিশ্বের যে দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়- জাপান।
- জাপানের গোয়েন্দা সংস্থার নাম- নাইচো (Naicho)।
- জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় – ১৯৪৯ সালে।
- ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে।
- গ্রিনহাউস গ্যাস নির্গমন সংক্রান্ত একটি চুক্তি– কিয়োটো প্রটোকল।
- বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রী– সোফি উইলমস।
- ১১তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়- ব্রাসিলিয়া, ব্রাজিল।
- ভারতীয় নাগরিকত্ব আইন কার্যকর হয়- ৩০ ডিসেম্বর ১৯৫৫।
- জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস – ৪ ডিসেম্বর।
- ৩০তম NATO সম্মেলন (২০১৯) অনুষ্ঠিত হয় – ওয়াটফোর্ড, যুক্তরাজ্য।
- বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী – সানা মেরিন (ফিনল্যান্ড)।
- কিউবার নতুন প্রধানমন্ত্রীর নাম- ম্যানুয়েল মারেরো ক্রুজ।
- পরিবেশবাদী ফ্রিজ হলো- CFC বিহীন ফ্রিজ।
- জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি- গামা রশ্মি।
- ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়- রিও ডি জেনেরিওতে।
- জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক প্রটোকল হলো—- কার্টাগেনা প্রটোকল।
- জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান- দ্যাগ হ্যামারশোল্ড।
- জাতিসংঘের পতাকায় যে দুটি রং রয়েছে- নীল ও সাদা।
- OIC’র অফিসিয়াল ভাষা কয়টি ? – তিনটি। আরবি, ইংরেজি ও ফরাসি ।
- বিশ্বব্যাংকের Soft Loan Window হলো- IDA ।
- উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC)-এর বর্তমান সদস্য- ৬টি।
- ASEAN (Association of Southeast Asian Nations)- এর বর্তমান সদস্য- ১০টি।
- SAARC (South Asian Association of Regional Co-operation) এর বর্তমান সদস্য– ৮টি; সর্বশেষ আফগানিস্তান।
- ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর বর্তমান সদস্য- ২৮টি; সর্বশেষ ক্রোয়েশিয়া।
- আরব লীগ-এর বর্তমান সদস্য – ২২টি; সর্বশেষ কমোরস।
- কাতারের রাষ্ট্রীয় নাম- State of Qatar
- পাকিস্তান ও মার্কিন বাহিনী কর্তৃক তালেবান দমনের সামরিক অভিযানের নাম- অপারেশন ব্ল্যাক থান্ডারস্টর্ম।
- ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে- ২০২২ সালে; হাংজু, চীন।
- জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে– কার্বন ডাই-অক্সাইড।
- বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য- Statue of Unity; ভারত।
- ITUর পূর্ণরূপ- International Telecommunication Union
- মধ্যপ্রাচ্য প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল- ১৯৭৩ সালে।
- বিশ্বের প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়- ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে।
এমসিকিউ প্রশ্নসমূহ
১. ১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে?
ক) ফ্রান্স ও জার্মানি
খ) ফ্রান্স ও যুক্তরাজ্য
গ) জার্মানি-যুক্তরাজ্য
ঘ) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
২. মদিনা সনদে কয়টি ধারা ছিল?
ক) ৪৭টি
খ) ৪৮টি
গ) ৪৯টি
ঘ) ৫০টি
৩. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক) সনোরা লাইন
খ) ম্যাকনামারা লাইন
গ) ডুরান্ড লাইন
ঘ) হিন্টারবার্গ লাইন
৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?
ক) ৫ বছর
খ) ৩ বছর
গ) ২ বছর
ঘ) ১ বছর
৫. ওআইসি (OIC) কোথায় এবং কখন গঠিত হয়?
ক) ১৯৬০ সালে রিয়াদে
খ) ১৯৬৫ সালে ইস্তানবুলে
গ) ১৯৬৯ সালে রাবাতে
ঘ) ১৯৭২ সালে আঙ্কারায়
৬. সর্বপ্রথম কোথায় OPEC’র সদর দপ্তর স্থাপিত হয়?
ক) জেনেভা
খ) ভিয়েনা
গ) জেদ্দা
ঘ) বাগদাদ
৭. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর অবস্থিত
ক) ইউকোসুক
খ) হাওয়াই
গ) গুয়াম
ঘ) সুবিক বে
৮. ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
ক) ৪০তম
খ) ৪১তম
গ) ৪৪তম
ঘ) ৪৫তম
৯. বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) ওজোন
ঘ) হিলিয়াম
১০. হো চি মিন নগরের পূর্বনাম কী ছিল?
ক) সায়গন
খ) ভিয়েতনাম
গ) হ্যানয়
ঘ) ভিয়েনতিয়েন
১১. ব্রিটেনের রানি যুক্তরাজ্য ব্যতীত নিচের অন্য কোন দেশের রানি হিসেবে বিবেচিত হন?
ক) ডেনমার্ক
খ) কানাডা
গ) ফ্রান্স
ঘ) স্পেন