আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীবিশ্ববিদ্যালয় ভর্তি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০২

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০২

প্রশ্ন : সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : নতুন দিল্লি।

প্রশ্ন : বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে নির্ধারণ করা হয়?
উত্তর : সিলেট।

প্রশ্ন : রােকেয়া দিবস পালিত হয়
উত্তর : ৯ ডিসেম্বর।

প্রশ্ন : বাংলাদেশের জেলা ভিত্তিক সবচেয়ে ছােট প্রশাসনিক বিভাগ
উত্তর : সিলেট বিভাগ।

প্রশ্ন : বাংলাদেশের কৃষি দিবস?
উত্তর : পহেলা অগ্রহায়ণ ।

প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : মেঘনা ।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
উত্তর : উত্তর-পশ্চিম অঞ্চল।

প্রশ্ন : অবসেশন শব্দটি জ্ঞানের যে শাখার সঙ্গে যুক্ত
উত্তর : মনােবিজ্ঞান।

প্রশ্ন : বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
উত্তর : ১৯৮৮।

প্রশ্ন : ‘ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে সংঘটিত হয়?
উত্তর : ১১৭৬।

প্রশ্ন : হাজার হৃদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।

প্রশ্ন : পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল?
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : হারারের পূর্ব নাম কি?
উত্তর : সলসব্যারী ।

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেট কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে?
উত্তর : স্কটল্যান্ড।

প্রশ্ন : Extradition Treaty হল
উত্তর : অপরাধী প্রত্যর্পণ চুক্তি।

প্রশ্ন : কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়?
উত্তর : NATO.

প্রশ্ন : BRICS এর সদর দপ্তর কোথায়?
উত্তর : সদর দপ্তর নেই।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশােধন করা হয়েছিলাে?
উত্তর : ১৯৬৯।

প্রশ্ন : মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত?
উত্তর : মুন্সীগঞ্জ।

প্রশ্ন : উইন্সটন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ব্রিটেন।

প্রশ্ন : ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয়
উত্তর : মুঘল আমলে।

প্রশ্ন : আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ
উত্তর : ইউ পি ইউ।

প্রশ্ন : আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়
উত্তর : ৫ অক্টোবর।

প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ
উত্তর : জেনারেল।

প্রশ্ন : ইরানের সাথে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়- 
উত্তর : ১৪ জুলাই ২০১৫।

প্রশ্ন : গ্রিণপিস যাত্রা শুরু করে
উত্তর : ১৯৭১ সালে।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : Black Lives Matter কি?
উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

প্রশ্ন : মাথাপিছু গ্রিণহাউজ উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল
উত্তর : ৪টি।।

প্রশ্ন : তড়িৎ শক্তি যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়|
উত্তর : লাউড স্পিকার।

প্রশ্ন : World ‘No Tobacco Day’ is observed on
উত্তর : May 31.

প্রশ্ন : In Cricket game the length of pitch between the two wickets is
উত্তর : 22 Yards.

প্রশ্ন : অংসান সূচির রাজনৈতিক দল
উত্তর : ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি।

প্রশ্ন : ‘ব্ল্যাক মানডে’ কিসের সাথে জড়িত?
উত্তর : স্টক মার্কেট।

প্রশ্ন : বিমসটেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকায়।

প্রশ্ন : সামন্তবাদ কোন ইউরােপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
উত্তর : ইতালি।

প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্য-
উত্তর : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।

প্রশ্ন : Law of the Sea Convention অনুযায়ী উপকূল হতে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক
উত্তর : সৈয়দ আলী আহসান।

প্রশ্ন : প্রাচীনতম সাহিত্যকর্ম
উত্তর : রামায়ণ।

প্রশ্ন : আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন
উত্তর : এরিস্টটল।

প্রশ্ন : ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র- উক্তিটি কার?
উত্তর : প্যারেটো।

প্রশ্ন : অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী
উত্তর : খাজা নাজিমুদ্দিন।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়
উত্তর : ১৯৫৫ সালে।

প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রীয় লােগােটি ডিজাইন করেন
উত্তর : এ. এন. সাহা।

প্রশ্ন : World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রতিষ্ঠান?
উত্তর : World Bank.

প্রশ্ন : আইএমএফ এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ওয়াশিংটন ডিসি।

প্রশ্ন : বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
উত্তর : আইএফসি।

প্রশ্ন : আমার সােনার বাংলা এর কতটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত
উত্তর : প্রথম দশটি।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?
উত্তর : ২২।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীন ছিল?
উত্তর : সেক্টর- ২।

প্রশ্ন : মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর : ৭ম-৮ম

প্রশ্ন : ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত
উত্তর : র‌্যাডক্লিফ কমিশন।

প্রশ্ন : তৎকালীন পূর্ব বাংলার আইনসভার অবস্থান ছিল
উত্তর : জগন্নাথ হলে।

প্রশ্ন : সংবিধান অনুযায়ী মায়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত
থাকবে?
উত্তর : ২৫%।

প্রশ্ন : জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর : IPCC.

প্রশ্ন : ‘ভাসানী যখন ইউরােপে’- বইটির লেখক
উত্তর : আবু জাফর শামসুদ্দীন।

প্রশ্ন : জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়।
উত্তর : দ্বিতীয় সংশােধনীতে।

প্রশ্ন : শকুন্তলা গ্রন্থটির রচয়িতা
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button