আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলীবিসিএস প্রস্তুতি

৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি

প্রশ্ন : পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন
উত্তর : পোর্টো গ্রান্ডে ।

প্রশ্ন : যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী
উত্তর : দেবীসিংহ ।

প্রশ্ন : চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা ছিলেন
উত্তর : জোয়ান বক্শ খান ।

প্রশ্ন : ১৭৮১ সালে মজনু শাহ যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন
উত্তর : মধুপুর জঙ্গলে ।

প্রশ্ন : যে ব্রিটিশ ভাইসরয় জেলাগুলোতে স্বায়ত্তশাসিত লোকাল বোর্ড এবং শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন
উত্তর : লর্ড রিপন।

প্রশ্ন : যে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত ও মহীশূরের স্বাধীনতা বিলুপ্ত হয়
উত্তর : চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ।

প্রশ্ন : ১৩ এপ্রিল ১৯১৯ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘঠিত হয়
উত্তর : জেনারেল ডায়ারের নির্দেশে।

প্রশ্ন : ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাস হয়
উত্তর : ১৮ জুলাই ১৯৪৭।

প্রশ্ন : ১৯ মার্চ ১৯৭২ ভারত ও বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধি

প্রশ্ন : পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয়
উত্তর : ২৩ মার্চ ১৯৫৬

প্রশ্ন : পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন
উত্তর : ইস্কান্দার মির্জা

প্রশ্ন : ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম
উত্তর : পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?

প্রশ্ন : “কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা কবে আসবি’-অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এ পঙ্ক্তির রচয়িতা
উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ ।

প্রশ্ন : ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ ৬৯’র গণঅভ্যুত্থানে দফা পেশ করে
উত্তর : ১১টি।

প্রশ্ন : জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাস হয়
উত্তর : ১২ নভেম্বর ১৯৯৬।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ড অংশগ্রহণ করে
উত্তর : ইস্টার্ন কমান্ড ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে
উত্তর : কাদেরিয়া বাহিনী ।

প্রশ্ন : দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম
উত্তর : ইউকে (উক্য) চিং মারমা ।

প্রশ্ন : ‘দ্য টেস্টিমনি অব সিক্সটি’ হলো
উত্তর : মুক্তিযুদ্ধবিষয়ক সংকলন।

প্রশ্ন : মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়
উত্তর : ২২ মার্চ ১৯৯৬।

প্রশ্ন : জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয়
উত্তর : ৩ আগস্ট ২০১৪।

প্রশ্ন : সিবি-১০
উত্তর : উন্নত জাতের তুলাবীজ ।

প্রশ্ন : পাকিস্তান চা বোর্ডের প্রথম বাঙ্গালি চেয়ারম্যান
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত
উত্তর : কাপ্তাই, রাঙ্গামাটি ।

প্রশ্ন : সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়
উত্তর : ৭ক অনুচ্ছেদ ।

প্রশ্ন : সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত রয়েছে
উত্তর : ৪৯ অনুচ্ছেদে।

প্রশ্ন : অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১১ জানুয়ারি ১৯৭২)।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও
উত্তর : কৃষি রেডিও।

প্রশ্ন : বাংলাদেশে কাগুজে নোট চালু রয়েছে
উত্তর : ১০ ধরনের ।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার ছিলেন
উত্তর : কে জি মুস্তাফা ।

প্রশ্ন : বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয়
উত্তর : ২৬ জুলাই ১৯৭৭।

প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা
উত্তর : ৫০টি।

প্রশ্ন : ‘ডাউকি ফল্ট’ বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদী তার গতিপথ পরিবর্তন করে
উত্তর : ব্রহ্মপুত্র নদী ।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্ৰ
উত্তর : বড়পুকুরিয়া, দিনাজপুর।

প্রশ্ন : যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে
উত্তর : পাললিক শিলা ।

প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থনীতিবিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন
উত্তর : তাজউদ্দীন আহমদ ।

প্রশ্ন : ১৯৬৬ সালের ৬ দফার অর্থনীতিবিষয়ক ছিল
উত্তর : ৩টি ।

প্রশ্ন : প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান যে অঞ্চল নিয়ে গঠিত ছিল
উত্তর : কুমিল্লা ও নোয়াখালী ।

প্রশ্ন : ‘Untranquil Recollectins : The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক
উত্তর : রেহমান সোবহান

প্রশ্ন : ওরাওঁ জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে
উত্তর : রাজশাহী- দিনাজপুর।

প্রশ্ন : ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত
উত্তর : মেয়র মোহাম্মদ হানিফ ।

প্রশ্ন : বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়
উত্তর : ১৯৯৮ সালে ।

প্রশ্ন : নিপোর্ট (NIPORT) যে ধরনের গবেষণা মোহাম্মদ হানিফ প্রতিষ্ঠান
উত্তর : জনসংখ্যা গবেষণা ।

প্রশ্ন : ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে যে দিনটি পালন করা হতো
উত্তর : ১১ মার্চ ।

প্রশ্ন : বাংলদেশের জাতীয় আয়ে যে খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি
উত্তর : শিল্প ।

প্রশ্ন : ১৯৭১ সালে মুজিবনগর সরকারকর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল
উত্তর : জয়বাংলা ।

প্রশ্ন : দেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়
উত্তর : ১১ জুলাই ।

প্রশ্ন : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করে
উত্তর : সোভিয়েত ইউনিয়ন ।

প্রশ্ন : নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে
উত্তর : অনুচ্ছেদ ২২।

প্রশ্ন : বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয়
উত্তর : ১৯৬১ সালে ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button