বাংলা ভাষা ও সাহিত্যএসএসসি

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৭

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৭
Important Q&A from Bangla Grammar Baird Book of 9th-10th class part-7

১) দ্বিতীয়া তৎপুরুষ সমাস চেনার উপায়- কে, রে।

২) ২য়া তৎপুরুষ সমাসের উদাঃ – দুঃখপ্রাপ্ত, বিপদাপন্ন, চিরসুখী ইত্যাদি

৩) ৩য় তৎপুরুষ সমাস চেনার উপায় – দ্বারা, দ্যি, কর্তৃক

৪) ৩য়া তৎপুরুষ সমাসের উদাঃ – মনগড়া, শ্রমলব্ধ, মধুমাখা, বিদ্যাহীন

৫) অলুক তৎপুরুষ সমাস-তেলেভাজা, কলেছাঁটা

৬) ৪র্থী তৎপুরুষ সমাস চেনার উপায়-কে, জন্য, নিমিও

৭) ৪র্থী তৎপুরুষ সমাসের উদাঃ – গুরুভক্তি, বসতবাড়ি, বিযেপাগলা

৮) ৫মী তৎপুরুষ সমাস চেনার উপায়- হতে, থেকে

৯) ৫মী তৎপুরুষ সমাসের উদাঃ – খাঁচাছাড়া, বিলাতফেরাত

১০) ৬ষ্ঠী তৎপুরুষ সমাস চেনার উপায়-র, এর বিভক্তি

১১) ৬ষ্ঠী তৎপুরুষ সমাসের উদাঃ – চাবাগান, রাজপুত্র, খেয়াঘাট

১২) অলুক ৬ষ্ঠী তৎপুরুষ সমাসের উদাঃ – ঘােড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, সাপের পা

১৩) ৭মী তৎপুরুষ সমাস চেনার উপায়- এ, যাতে বিভক্তি।

১৪) ৭মী তৎপুরুষ সমাসের উদাঃ – গাছপাকা, দিবানিদ্রা, অকালমৃত্যু

১৫) নঞ তৎপুরুষ সমাস চেনার উপায়-না, নেই, নাই, নয থাকবে

১৬) নঞ তৎপুরুষ সমাসের উদাঃ – অনাচার, অকাতর, নাতিদীর্ঘ

১৭) খাঁটি বাংলায় থাকে – অ, আ, না, অনা।

১৮) খাঁটি বাংলায় ন তৎপুরুষ সমাসের উদাঃ – আকাল, অকেজো, অচেনা, নাছােড়

১৯) উপপদ তৎপুরুষ সমাসের উদাঃ – জলচর, জলদ, পঙ্কজ, পকেটমার, হাড়ভাঙ্গা, মাছিমারা

২০) অলুক তৎপুরুষ সমাসচেনার উপায়- পূর্বপদের ২যাবিভক্তি লােপ পায় না

২১) অলুক তৎপুরুষ সমাসের উদাঃ – গাযেপড়া,ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান

২২) অলুক বহুব্রীহি সমাসের উদাঃ – গায়ে হলুদ, হাতে খড়ি

২৩) বহুব্রীহি সমাসেরচেনার উপায় – যার, যাতে থাকবে।

২৪) বহুব্রীহি সমাসের উদাঃ – আয়তলােচনা, মহাত্মা, নীলবসনা, ধীরবুদ্ধি

২৫) বহুব্রীহি সমাস- ৮ প্রকার।

২৬) সমানাধিকরণ বহুব্রীহি সমাস চেনার উপায় – পর্বপদবিশেষন ও পরপদ বিশেষ্য হবে

২৭) সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাঃ – হতশ্রী, খােশমেজাজ, উচ্চশির, নীলকন্ঠ, সুশীল

২৮) ব্যাধিকরন বহুব্রীহি সমাস চেনার উপায়- পূর্বপদ ও পরপদ কোনটি বিশেষণ নয়

২৯) ব্যাধিকরণ বহুব্রীহির উদাঃ – আশীবিষ, কথাসর্বস্ব

৩০) যদি পরপদ কৃদন্ত বিশেষণ হ্য- তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে

৩১) কৃদন্ত বিশেষণ যােগে ব্যাধিকরণ বহুব্রীহির উদাঃ – দু কানকাটা, বোঁটাখসা, ছাপােষা, পাতাচাটা

৩২) ব্যতিহার বহুব্রীহি সমাস চেনার উপায়- পূর্বপদে “আ” এবং পরপদে’ ই’ যুক্ত হয়

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button