আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
ভাইভা প্রস্তুতি

চাকরির ভাইভা প্রস্তুতি ২০২৩ | মৌখিক পরীক্ষা (viva)

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার চূড়ান্ত ধাপ মৌখিক পরীক্ষা (viva)। এ পর্যায়ে প্রার্থীর জানার পরিধি, বাহ্যিক আচার-ব্যবহার, পছন্দ, মানসিকতা, উপস্থিত বুদ্ধি, অন্যের ওপর প্রভাবসহ নানা দিক বিচার বিশ্লেষণ করা হয়।

প্ৰাৰ্থী : আস্সালামু আলাইকুম। আসতে পারি, স্যার?

চেয়ারম্যান : ওয়ালাইকুমুস্ সালাম । বসুন ।

প্রার্থী : ধন্যবাদ স্যার ।

চেয়ারম্যান : আপনার নাম কী?

প্রার্থী : মাহমুদুল হাসান ।

পরীক্ষক-১ : আপনি তো পরিসংখ্যানের ছাত্র, পরিসংখ্যানের কয়েকজন দিকপালের নাম বলুন ।

প্রার্থী : রোনাল্ড এলমার ফিশার, জোহান কার্ল ফ্রেডরিক গাউস, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কার্ল পিয়ারসন, জেনেট নুরউড প্রমুখ ।

পরীক্ষক-১ : জাতীয় জনসংখ্যা নীতি কী?

প্রার্থী : সাধারণত একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিকনির্দেশনা দেওয়া হয় তাকে জনসংখ্যা নীতি বলে । এ নীতির মুল লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের সকল জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা । ১৯৭৬ সালের জুন মাসে যে রূপরেখা ঘোষণা করে তা পরবর্তীতে জনসংখ্যা নীতি নামে পরিচিতি লাভ করে।

পরীক্ষক-১ : পুলিশ ও ম্যাজিস্ট্রেট-এর মধ্যে পার্থক্য বলুন।

প্রার্থী : পুলিশ ও ম্যাজিস্ট্রেট দু’টি শ্রেণি যারা প্রত্যেকে আলাদা-আলাদা কাজে নিয়োজিত। তাদের কাজের পার্থক্য হলো— ম্যাজিস্ট্রেট বিচার ও প্রশাসন সংক্রান্ত কাজ করে থাকে। অন্যদিকে পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজে অপরাধ দমনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে ।

পরীক্ষক-১ : Inquiry এবং Investigation-এর মধ্যে পার্থক্য কী?

প্রার্থী : GR (General Register) case- এ Investigation করা হয় । অন্যদিকে CR ( Court Register) case-এ Inquiry করা হয়। ম্যাজিস্ট্রেট Inquiry পরিচালনা করে। অন্যদিকে, পুলিশ Investigation পরিচালনা করে ।

পরীক্ষক-২ : Camouflage কী?

প্ৰাৰ্থী : শাব্দিক অর্থে Camouflage বলতে বোঝায় ছদ্মবেশ দ্বারা গোপন শত্রুকে প্রভাবিত করা । প্রাসঙ্গিকভাবে Camouflage বলতে বোঝায় সৈন্যদল বা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা ।

পরীক্ষক-২ : মুজিব ব্যাটারি সম্পর্কে কী জানেন?

প্রার্থী : স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ২২ জুলাই ১৯৭১ ভারতের কোনাবানে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি’ ।

চেয়ারম্যান : বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুক কোন পদকে ভূষিত করে?

প্রার্থী : জুলিও কুরি পদক; পদকটি ঘোষণা করা হয় ১০ অক্টোবর ১৯৭২ এবং প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩ ।

পরীক্ষক-২ : মুক্তিযুদ্ধের ওপর লিখিত তিনটি উপন্যাসের নাম বলুন ।

প্রার্থী : রাইফেল রোটি আওরাত আনোয়ার পাশা; নিষিদ্ধ লোবান— সৈয়দ শামসুল হক; হাঙর নদী গ্রেনেড সেলিনা হোসেন ।

পরীক্ষক-১ : জরুরি অবস্থার সময় সংবিধানের কোন কোন অনুচ্ছেদের বিধান স্থগিত থাকবে?

প্রার্থী : সংবিধানের অনুচ্ছেদ নং ৩৬-চলাফেরার স্বাধীনতা; ৩৭-সমাবেশের স্বাধীনতা; ৩৮- সংগঠনের স্বাধীনতা; ৩৯-চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা; ৪০-পেশা বা বৃত্তির স্বাধীনতা এবং ৪২-সম্পত্তির অধিকার ।

পরীক্ষক-১ : বলুন তো বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি কে?

প্রার্থী : বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

পরীক্ষক-১ : মজলুম আদিব কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?”

প্রার্থী : ‘মজলুম আদিব’ কবি শামসুর রাহমানের ছদ্মনাম; তিনি এ নামে ‘বন্দী শিবির থেকে’ ‘কাব্যগ্রন্থটি রচনা করেন ।

পরীক্ষক-২ : CAG-এর পূর্ণরূপ বলুন ।

প্রার্থী : Comptroller and Auditor General.

চেয়ারম্যান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সম্পর্কে বলুন ।

প্ৰাৰ্থী : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত হয়েছে দেশের ইতিহাসের প্রথম টানেল। ১৪ অক্টোবর ২০১৬ বাংলাদেশ সরকার ও চীন সরকারের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে টানেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চেয়ারম্যান : ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন ।

প্রার্থী : ধন্যবাদ স্যার। আস্সালামু আলাইকুম ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button