আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাধারণ জ্ঞান

রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাধারণ জ্ঞান

রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাধারণ জ্ঞান নিয়ে আমাদের যত প্রশ্ন আছে। আশা করি এই লেখাটি সম্পূর্ণ পড়ার পর আর কোন প্রশ্ন থাকবে না। এর পরেও যদি কোন প্রশ্ন থাকে হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিভিন্ন পরীক্ষাতে সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে। এই আর্টিকেলটি পড়লে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। তো চলুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাধারণ জ্ঞান গুলো পড়ে নেওয়া যাক➥

রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাধারণ জ্ঞান

প্রশ্ন ➤ রাশিয়া কবে ইউক্রেনে হামলা শুরু করে?
➥ ২৪ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন ➤ রাশিয়া কী নামে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে?
➥ বিশেষ সামরিক অভিযান (Special Military Operation)।

প্রশ্ন ➤ ইউক্রেনের তৈরি বিশ্বের সর্ববৃহৎ বিমান Antonov An-225 Mriya রাশিয়ার হামলায় কবে ধ্বংস হয়?
➥ ২৮ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন ➤ রাশিয়ার সামরিক হামলা বন্ধে রুশ-ইউক্রেন প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
➥ ২৮ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন ➤ প্রথম দফায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোথায় আলোচনা হয়?
➥ গোমেল, বেলারুশ।

প্রশ্ন ➤ রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনের ব্যবহার করা Bayraktar TB2 ড্রোন কোন দেশের তৈরি?
➥ তুরস্ক।

প্রশ্ন ➤ ১৮ মার্চ ২০২২ রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়?
➥ ইউক্রেন (ক্ষেপণাস্ত্রের নাম Kinzhal)।

প্রশ্ন ➤ রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমার ব্যবহার করে?
➥ ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা।

প্রশ্ন ➤ ১৬ মার্চ ২০২২ কোন দেশ কাউন্সিল অব ইউরোপ’ ত্যাগ করে?
➥ রাশিয়া।

প্রশ্ন ➤ ২৭ ফেব্রুয়ারি ২০২২ আন্তর্জাতিক জুডো ফেডারেশন (IJE) কোন ব্যক্তির সম্মানসূচক সভাপতির পদ স্থগিত করে?
➥ ভাদিমির পুতিন।

প্রশ্ন ➤ জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে গণহত্যা ইস্যুতে UNHRC’র থেকে রাশিয়ার সদস্যপদ কবে স্থগিত করে?
➥ ৭ এপ্রিল ২০১২।

প্রশ্ন ➤ ২ মার্চ ২০২২ ইউক্রেনে অলিভিয়া বন্দরে বাংলাদেশের কোন জাহাজ রকেট হামলার শিকার হয়?
➥ এমভি বাংলার সমৃদ্ধি।

প্রশ্ন ➤ মার্চ ২০২২ রাশিয়া ইউক্রেনের কোথায় গণহত্যা চালায়?
➥ বুচা শহরে।

প্রশ্ন ➤ সম্প্রতি রাশিয়া ইউরোপের অবন্ধু দেশগুলোকে তাদের প্রাকৃতিক গ্যাসের মূল্য কিসে পরিশোধ করতে বাধ্য করে?
➥ রুবলে।

প্রশ্ন ➤ রাশিয়া ইউক্রেনের দক্ষিণের খেসন অঞ্চল দখল করে রুবলকে মুদ্রা হিসেবে চালু করে কবে?
➥ ১ মে ২০২২।

প্রশ্ন ➤ ১৪ এপ্রিল ২০২২ কৃষ্ণ সাগরে রাশিয়ার কোন রণতরীতে বিস্ফোরণ ঘটে?
➥ মস্কভা।

প্রশ্ন ➤ ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
➥ ভলোদিমির জেলেনস্কি।

প্রশ্ন ➤ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
➥ সের্গেই ল্যাভরভ।

প্রশ্ন ➤ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
➥ সের্গেই শোইগু।

প্রশ্ন ➤ রাশিয়ার বর্তমান সেনাপ্রধান কে?
➥ ভালেরি জেরাসিমোভ।

প্রশ্ন ➤ ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম কী?
➥ ডেনিশ শিমহাল।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আরো কিছু সাধারণ জ্ঞান

প্রশ্ন ➤ বর্তমানে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী?
➥ অলেক্সি রেজনিকভ।

প্রশ্ন ➤ দোনেৎস্ক এবং লুহানস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল?
➥ ইউক্রেন।

প্রশ্ন ➤ দোনেৎস্ক এবং লুহানস্ক কোথায় অবস্থিত?
➥ পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে।

প্রশ্ন ➤ দোনেৎস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সহযোগিতায় কবে স্বাধীনতা ঘোষণা করে?
➥ ১১ মে ২০১৪।

প্রশ্ন ➤ রাশিয়া কবে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বীকৃতি দেয়?
➥ ২১ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন ➤ দোনেৎস্কের পূর্ব নাম কী ছিল?
➥ স্তালিনো।

প্রশ্ন ➤ লুহানস্কের পূর্ব নাম কী ছিল?
➥ ভরোশিলোম্মাদ।

প্রশ্ন ➤ ডনবাস (Donbas) অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
➥ মিনস্ক চুক্তি (Minsk Protocol)।

প্রশ্ন ➤ মিনস্ক চুক্তিতে কোন কোন দেশ মধ্যস্থতা করে?
➥ ফ্রান্স ও জার্মানি।

প্রশ্ন ➤ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কয়বার মিনস্ক চুক্তি (MinskProtocol) স্বাক্ষরিত হয়?
➥ ২ বার।

প্রশ্ন ➤ মিনস্ক চুক্তির শর্ত কী ছিল?
➥ ডনবাস থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও রুশপন্থী বিদ্রোহীদের সরিয়ে নিতে হবে। ডনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীরা সরে গেলে ইউক্রেনের ঐ অঞ্চলে গণভােটের ব্যবস্থা করা হবে।

প্রশ্ন ➤ প্রথম মিনস্ক চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
➥ ৫ সেপ্টেম্বর ২০১৪ (মিনস্ক, বেলারুশ)।

প্রশ্ন ➤ দ্বিতীয় মিনস্ক চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
➥ ১২ ফেব্রুয়ারি ২০১৫।

প্রশ্ন ➤ রাশিয়া কবে মিনস্ক চুক্তি ভেঙে দেয়?
➥ ২১ ফেব্রুয়ারি ২০১২।

প্রশ্ন ➤ রাশিয়ার নিরাপত্তা সুরক্ষা গ্যারান্টির প্রতিশ্রুতিতে পারমাণবিক অস্ত্রের মজুত ত্যাগকারী একমাত্র দেশ কোনটি?
➥ ইউক্রেন।

প্রশ্ন ➤ ইউক্রেন কোন চুক্তি অনুসারে পারমাণবিক অস্ত্রের মজুত ত্যাগ করে?
➥ Budapest Memorandum on Security Assurances

প্রশ্ন ➤ কবে, কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়?
➥ ৫ ডিসেম্বর ১৯৯৪; বুদাপেস্ট, হাঙ্গেরি।

প্রশ্ন ➤ কোন কোন দেশ চুক্তি স্বাক্ষর করে?
➥ কাজাখস্তান, ইউক্রেন, বেলারুশ, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

প্রশ্ন ➤ চুক্তি অনুযায়ী, ইউক্রেন তার হাতে থাকা পারমাণবিক বোমাগুলো কোন দেশে হাতে তুলে দেয়?
➥ রাশিয়া।

প্রশ্ন ➤ ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটে?
➥ ২৬ এপ্রিল ১৯৮৬।

প্রশ্ন ➤ রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে?
➥ মার্চ ২০১৪।

প্রশ্ন ➤ কে কবে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে হস্তান্তর করেন?
➥ নিকিতা ক্রুশ্চেভ; ১৯ ফেব্রুয়ারি ১৯৫৪।

প্রশ্ন ➤ Port of Sevastopol কোথায় অবস্থিত?
➥ ক্রিমিয়া।

প্রশ্ন ➤ SWIFT কী?
➥ আর্থিক লেনদেনের ব্যাপারে বার্তা আদান➥প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক।

প্রশ্ন ➤ SWIFT’র পূর্ণরূপ কী?
➥ Society for Worldwide Interbank Financial Telecommunication.

প্রশ্ন ➤ SWIFT গঠিত হয় কবে?
➥ ৩ মে ১৯৭৩ (সদর দপ্তর বেলজিয়ামের লা হুল্পে)।

প্রশ্ন ➤ ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়াকে SWIFT থেকে প্রথম বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয় কবে?
➥ ১২ মার্চ ২০১২।

প্রশ্ন ➤ ন্যাটোর ৫নং অনুচ্ছেদে রয়েছে—
➥ ন্যাটোর এক সদস্য রাষ্ট্রের ওপর হামলা মানে ন্যাটোর সব সদস্য। রাষ্ট্রের ওপর হামলা এবং সকল সদস্য দেশ মিলে সেই দেশকে রক্ষা করতে ব্যবস্থা নিবে।

প্রশ্ন ➤ নর্ড স্ট্রিম (Nord Stream) কী?
➥ বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহে ব্যবহৃত পাইপলাইন।

প্রশ্ন ➤ নর্ড স্ট্রিম-১-এর নির্মাণ কাজ শেষ হয় কবে?
➥ ২০১১ সালে।

প্রশ্ন ➤ নর্ড স্ট্রিম ২-এর নির্মাণ কাজ কবে শেষ হয়?
➥ ২০২১ সালে।

প্রশ্ন ➤ ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিবাদে জার্মানি কোন সংযোগ লাইনটি বন্ধ করে দেয়?
➥ নর্ড স্ট্রিম-২।

প্রশ্ন ➤ ‘ইউরোপের রুটির ঝুড়ি’ বলা হয় কোন দেশকে?
➥ ইউক্রেন।

প্রশ্ন ➤ আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
➥ ইউক্রেন।

প্রশ্ন ➤ ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত?
➥ নিপার নদী (Dnieper River)।

প্রশ্ন ➤ ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
➥ জাপোরিঝিয়া (ইউক্রেনের এনারহোদার শহরে অবস্থিত)।

প্রশ্ন ➤ কৃষ্ণ সাগর তীরবর্তী দেশ কোনগুলো?
➥ তুরস্ক, ইউক্রেন, রাশিয়া, বুলগেরিয়া, জর্জিয়া ও রোমানিয়া।

প্রশ্ন ➤ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন আইন ফিরিয়ে আনে?
➥ লেন্ড➥লিজ অ্যাক্ট।

প্রশ্ন ➤ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ‘লেন্ড-লিজ অ্যাক্ট আইন পাস করেন?
➥ ফ্রাঙ্কলিন রুজভেল্ট (১১ মার্চ ১৯৪১)।

প্রশ্ন ➤ কবে ইউক্রেনের আদালতে রাশিয়ার এক সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার শুনানি শুরু হয়?
➥ ১৩ মে ২০২২।

প্রশ্ন ➤ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাশিয়ার সেনার নাম কী?
➥ ভাদিম শিশিমারিন।

প্রশ্ন ➤ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম কী?
➥ খারকি।

প্রশ্ন ➤ খারকি শহরটি ইউক্রেনের কোন দিকে অবস্থিত?
➥ ইউক্রেনের উত্তরপূর্বে।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button