আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীপিডিএফ ডাউনলোডবিসিএস প্রস্তুতি

BCS Preparation 60+ General Knowledge from International Affairs [PDF]

BCS Preparation 60+ Important General Knowledge from International Affairs [PDF] বিসিএস প্রস্তুতি এর জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৬০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]।

BCS Preparation 60+ Important General Knowledge from International Affairs

BCS Preparation 60+ Important General Knowledge from International Affairs PDF Download Below.

BCS Preparation 60+ Important General Knowledge from International Affairs

BCS Preparation General Knowledge Details Below

প্রশ্ন : নেপােলিয়নকে নির্বাসন দেয়া হয়
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে।

প্রশ্ন : সিন্ধু সভ্যতা গড়ে উঠে
উত্তর : পাকিস্তানের মহেঞ্জোদারাে ও হরপ্পাতে।

প্রশ্ন : ফিনিশীয়রা ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করে
উত্তর : ২২টি।

প্রশ্ন : ফিলিপাইন যে দেশের উপনিবেশ ছিল
উত্তর : স্পেন।

প্রশ্ন : কুয়েতের অবস্থান
উত্তর : পারস্য উপসাগরের তীরে।

প্রশ্ন : ভারতের রাজধানী নয়াদিল্লীতে স্থানান্তর করেন
উত্তর : পঞ্চম জর্জ।

প্রশ্ন : চীনের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা
উত্তর : ন্যাশনাল পিপলস কংগ্রেস।

প্রশ্ন : হংকং চীনের সাথে একীভূত হয়
উত্তর : ১ জুলাই ১৯৯৭।

প্রশ্ন : জাপানের বৃহত্তম দ্বীপ
উত্তর : হনসু।

প্রশ্ন : উপসাগরীয় যুদ্ধে মিত্রবাহিনী ইরাকের উপর বিমান হামলা চালায়
উত্তর : ১৭ জানুয়ারি ১৯৯১।

প্রশ্ন : নেপালের রাজতন্ত্রের অবসান ঘটে
উত্তর : ২৮ মে ২০০৮।

প্রশ্ন : মিয়ানমারের প্রধান ধর্ম
উত্তর : বৌদ্ধ ।

প্রশ্ন : ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD) প্রতিষ্ঠিত
উত্তর : ২৭ সেপ্টেম্বর ১৯৮৮।

প্রশ্ন : থাইল্যান্ড শব্দের অর্থ হল
উত্তর : স্বাধীন বা মুক্ত ভূমি।

প্রশ্ন : ইউরােপের প্রবেশদ্বার বলা হয়
উত্তর : ভিয়েনাকে।

প্রশ্ন : হাঙ্গেরি এর মুদ্রার নাম হল
উত্তর : ফরিন্ট।

প্রশ্ন : বাল্টিক দেশগুলো হলাে
উত্তর : এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া।

প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক সংস্থা
উত্তর : জার্মানভিত্তিক।

প্রশ্ন : সােভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘােষণা করা হয়
উত্তর : ২১ ডিসেম্বর ১৯৯১

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয়ের নাম
উত্তর : ১০নং ডাউনিং স্ট্রিট।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম আইটি মেলা সিবিট (CeBit) অনুষ্ঠিত হয়
উত্তর : জার্মানির হ্যানােভারে।

প্রশ্ন : Dead Heart of Africa বলা হয়
উত্তর : শাদকে।

প্রশ্ন : নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা যে দেশের সমর্থনপুষ্ট ছিল
উত্তর : যুক্তরাষ্ট্রের।

প্রশ্ন : নিউজিল্যান্ডের নারীরা ভােটাধিকার লাভ করে
উত্তর : ১৮৯৩ সালে।

প্রশ্ন : নাগা উপজাতি যে দেশে বাস করে
উত্তর : ভারতে।

প্রশ্ন : জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটি আক্রমণ করে
উত্তর : ৭ ডিসেম্বর ১৯৪১।

প্রশ্ন : ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়
উত্তর : ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে।

প্রশ্ন : RAW’র পূর্ণরূপ
উত্তর : Research and Analysis Wing!

প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি হয়
উত্তর : ১৯৬৬ সালে।

প্রশ্ন : ডেটন চুক্তির বিষয়বস্তু ছিল
উত্তর : সার্বিয়া ও বসনিয়া-হার্জেগােভিনা সমস্যা সমাধান।

প্রশ্ন : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
উত্তর : ২২ মে।

প্রশ্ন : ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়
উত্তর : ৪-১১ ফেব্রুয়ারি ১৯৪৫।

প্রশ্ন : আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা
উত্তর : ১৫ জন।

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়
উত্তর : ৭ এপ্রিল ১৯৪৮।

প্রশ্ন : WHO-এর বর্তমান মহাপরিচালক
উত্তর : আধানাম গ্যাব্রিয়াস।

প্রশ্ন : ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রবর্তন করে
উত্তর : ১৯৫২ সালে।

প্রশ্ন : সুরিনামের পূর্ব নাম
উত্তর : ডাচ গায়না।

প্রশ্ন : আধুনিক জার্মানির জনক
উত্তর : বিসমার্ক।

প্রশ্ন : পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনের নাম
উত্তর : আইওয়ান-ই-সদর।

প্রশ্ন : মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা
উত্তর : জেনারেল অং সান ।

প্রশ্ন : মিশরের প্রধান গােয়েন্দা সংস্থা –
উত্তর : মুখবরাত ।

প্রশ্ন : মিয়ানমার স্বাধীনতা লাভ করে
উত্তর : ৪ জানুয়ারি ১৯৪৮।

প্রশ্ন : OHCHR-এর সদর দপ্তর অবস্থিত
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন : ‘হােয়াইট হল’ অবস্থিত
উত্তর : যুক্তরাজ্যে।

প্রশ্ন : কানাডা যে শিল্পের জন্য বিখ্যাত
উত্তর : কাগজ।

প্রশ্ন : বিশ্বে শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ
উত্তর : চীন।

প্রশ্ন : ‘লা নিনা’ যে ভাষার শব্দ
উত্তর : স্পেনীয় ।

প্রশ্ন : ‘এস্তোনিয়া’ যে সাগরের তীরবর্তী দেশ
উত্তর : বাল্টিক সাগর।

প্রশ্ন : শিলা মুদ্রার দেশ হিসেবে বিখ্যাত ‘ইয়াপ’ দ্বীপটি অবস্থিত
উত্তর : মাইক্রোনেশিয়ায় ।

প্রশ্ন : গুয়ানতানামাে বন্দিশালা যে দেশের
উত্তর : যুক্তরাষ্ট্রের যা কিউবায় অবস্থিত।

প্রশ্ন : ম্যান্ডেলা কারাজীবনের অধিকাংশ সময় ছিলেন
উত্তর : রােবেন দ্বীপের কারাগারে ।

প্রশ্ন : ‘দারফুর’ অঞ্চলটি অবস্থিত
উত্তর : সুদানে ।

প্রশ্ন : এশিয়া ও আফ্রিকার মধ্যে অবস্থিত
উত্তর : লােহিত সাগর।

প্রশ্ন : ‘উইঘুর’ হলাে
উত্তর : চীনের একটি সম্প্রদায়ের নাম ।

প্রশ্ন : প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তন করে
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০২১।

প্রশ্ন : ‘বান্দুং’ শহরটি অবস্থিত
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে অহিংসবাদী নেতা
উত্তর : মার্টিন লুথার কিং ।

প্রশ্ন : ভূমধ্যসাগরীয় দেশ বলা হয়
উত্তর : আলজেরিয়া ।

প্রশ্ন : কাসাব্লাঙ্কা যে দেশের বিখ্যাত বন্দর
উত্তর : মরক্কো

প্রশ্ন : ভুটানের ভাষা হলাে
উত্তর : দোজাংখা।

প্রশ্ন : উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
উত্তর : কিম জং উন।

প্রশ্ন : প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হলেন –
উত্তর : জাহিদ কোরাইশি।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প এর ওয়েবসাইটের নাম –
উত্তর : www.45office.com

BCS Preparation General Knowledge Details Below in English

Q: Napoleon was deported
Answer: On St. Helena Island.

Q: Indus civilization was formed
Answer: In Mohenjo-daro and Harappa of Pakistan.

Q: The Phoenicians invented consonants
Answer: 22.

Q: The Philippines was a colony of that country
Answer: Spain.

Question: Location of Kuwait
Answer: On the shores of the Persian Gulf.

Defense: You moved the capital of India to New Delhi
Answer: George V.

Q: China’s most powerful company
Answer: National People’s Congress.

Q: Hong Kong is integrated with China
Answer: 1 July 1997.

Q: The largest island in Japan
Answer: Hansu.

Q: In the Gulf War, the Allies carried out air strikes on Iraq
Answer: 16 January 1991.

Question: The monarchy of Nepal came to an end
Answer: 26 May 2006.

Question: The main religion of Myanmar
Answer: Buddhist.

Question: The National League for Democracy (NLD) was established
Answer: 26 September 1978.

Q: The word Thailand means
Answer: Independent or free land.

Q: It is called the gateway to Europe
Answer: Vienna.

Question: The name of the currency of Hungary is
Answer: Forint.

Q: The Baltic countries
Answer: Estonia, Latvia, Lithuania.

Q: Transparency International is a country-based organization
Answer: German based.

Question: The Soviet Union was officially declared extinct
Answer: 21 December 1991

Question: Name of the official residence and office of the Prime Minister of the United Kingdom
Answer: 10 Downing Street.

Q: CeBit is the largest IT fair in the world
Answer: In Hanover, Germany.

Question: It is called Dead Heart of Africa
Answer: To Shad.

Q: Nicaragua’s Contra rebels were backed by that country
Answer: United States.

Question: New Zealand women get the right to vote
Answer: In 1893.

Q: The country in which the Naga tribe lives
Answer: In India.

Q: Japan attacked the US naval base at Pearl Harbor
Answer: 6 December 1941.

Q: The Falklands War was organized
Answer: Between Britain and Argentina.

Q: The full form of RAW
Answer: Research and Analysis Wing!

Question: There is an international agreement for the implementation of human rights
Answer: In 1986.

Q: Dayton was the subject of the agreement
Answer: Serbia and Bosnia-Herzegovina.

Question: International Biodiversity Day
Answer: May 22.

Q: The Yalta Conference was held
Answer: 4-11 February 1945.

Question: Number of judges in the International Court of Justice
Answer: 15 people.

Question: The World Health Organization (WHO) was established
Answer: 7th April 1947.

Question: The current Director General of WHO
Answer: Adhanam Gabrias.

Q: UNESCO introduces the Calling Award
Answer: In 1952.

Question: Former name of Suriname
Answer: Dutch Guinea.

Q: The father of modern Germany
Answer: Bismarck.

Question: Name of the Presidential Palace of Pakistan
Answer: Iwan-i-Sadar.

Q: The founder of the Myanmar military
Answer: General Aung San.

Q: Egypt’s main intelligence agency –
Answer: Mukhbarat.

Q: Myanmar gained independence
Answer: 4 January 1947.

Q: OHCHR is headquartered
Answer: Geneva, Switzerland.

Q: The White Hall is located
Answer: In the United Kingdom.

Q: Canada is famous for that industry
Answer: Paper.

Q: The world’s top carbon emitter
Answer: China.

Q: ‘La Nina’ is a word in that language
Answer: Spanish.

Q: Estonia is a landlocked country
Answer: Baltic Sea.

Q: The island of Yap, famous as the land of rock coins, is located
Answer: In Micronesia.

Q: Guantanamo detainees from that country
Answer: The United States which is located in Cuba.

Q: Mandela spent most of his life in prison
Answer: In the prison of Raeben Island.

Defense: Darfur area is located
Answer: In Sudan.

Q: Located between Asia and Africa
Answer: Laheit Sagar.

Question: ‘Uyghur’
Answer: Name of a community in China.

Q: The United States returns to the Paris Climate Agreement
Answer: 19 February 2021.

Q: The city of Bandung is located
Answer: Indonesia.

Question: A non-violent leader in asserting the rights of Negroes in the United States
Answer: Martin Luther King.

Question: It is called Mediterranean country
Answer: Algeria.

Q: Casablanca is the famous port of that country
Answer: Morocco

Q: The language of Bhutan is Hala
Answer: Dojankha.

Question: General Secretary of the ruling Workers Party of North Korea
Answer: Kim Jong Un.

Question: He became the first Muslim to be a federal judge in the United States.
Answer: Zahid Quraishi.

Q: The name of the website of former US President Donald Trump –
Answer: www.45office.com

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button