৬ ফেব্রুয়ারি ২০১৭ মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ – সার্বভৌম সম্পদ তহবিল (BSWF) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রাথমিকভাবে ২০০ কোটি মার্কিন ডলার নিয়ে এ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হয়।
যা পরবর্তী ৫ বছরে হাজার কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা ছিল। ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে আমদানি ব্যয় বৃদ্ধিসহ চলতি হিসাবে বড় ধরনের ঘাটতি সৃষ্টি হয়েছে।
এতে চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি – মন্ত্রিসভার বৈঠকে বাতিল করা হয় বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের সিদ্ধান্ত।