CPU-এর পূর্ণরূপ হলাে Central Processing Unit অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলাে CPU, যা কম্পিউটারে ব্রেইন হিসেবে কাজ করে। CPU ছাড়া কম্পিউটার অচল। কম্পিউটারে আমরা যা কিছু ইনপুট করি, CPU তা প্রক্রিয়াকরণ করে মনিটর বা প্রিন্টারের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করে। CPU-এর তিনটি অংশ। যেমন : Arithmetic Logic Unit (ALU). Control Unit (CU). Registers.
Md. Mahabub Alam
I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
এই বিভাগ থেকে আরো পড়ুন
মন্তব্য করুন