আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current affairs August 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০

Current affairs August 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০

বাংলাদেশ

১. বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে?
ক) রিয়ার অ্যাডমিরাল মােহাম্মদ শাহীন ইকবাল
খ) ভাইস এডমিরাল সারওয়ার জাহান নিজাম
গ) ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ
ঘ) এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব

২. দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘােষণা করা হয় কবে?
ক) ১ জুলাই ২০২০
খ) ২ জুলাই ২০২০
গ) ৩ জুলাই ২০২০
ঘ) ৪ জুলাই ২০২০

৩. ২০২০ সালে কোন বাংলাদেশি CPJ International Press Freedom Award এ ভূষিত হন?
ক) জাফরুল্লাহ চৌধুরী
খ) সৈয়দ রিজওয়ানা হাসান
গ) শহীদুল আলম
ঘ) শিশির ভট্টাচার্য

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

৪. বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা কত?
ক) ৬৫ বছর
খ) ৬৬ বছর
গ) ৬৭ বছর
ঘ) ৬৮ বছর

৫. জাতীয় ঐতিহাসিক দিবস কবে?
ক) ১০ জানুয়ারি
খ) ২৩ ফেব্রুয়ারি
গ) ৩ মার্চ
ঘ) ৭ মার্চ

৬. ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করা হয় কবে?
ক) ২৯ জুন ২০২০
খ) ৩০ জুন ২০২০
গ) ১ জুলাই ২০২০
ঘ) ২ জুলাই ২০২০

৭. ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের চেয়ারপার্সন কে?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) অর্থমন্ত্রী
ঘ) পরিকল্পনা মন্ত্রী

৮. সম্প্রতি বাংলাদেশ সরকার কোন খাতকে শিল্প খাত হিসেবে ঘােষণা করেছে?
ক) চলচ্চিত্র খাত
খ) সৌন্দর্যসেবা খাত
গ) তৈরি পােশাক খাত
ঘ) কৃষি খাত

৯. জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কততম?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

১০. বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় কবে?
ক) ১৩ জুলাই ২০২০
খ) ১৪ জুলাই ২০২০
গ) ১৫ জুলাই ২০২০
ঘ) ১৬ জুলাই ২০২০

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

১১. বর্তমানে একাদশ জাতীয় সংসদে মােট নারী সংসদ সদস্য কতজন?
ক) ৭০ জন
খ) ৭১ জন
গ) ৭২ জন
ঘ) ৭৩ জন

১২. বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
ক) ২১ জন
খ) ২২ জন
গ) ২৩ জন
ঘ) ২৪ জন

বিশ্বব্যাংকের শ্রেণিবিন্যাসে বাংলাদেশ

১৩. মাথাপিছু আয় কত?
ক) ১,৯৪০ মার্কিন ডলার
খ) ২,০৪০ মার্কিন ডলার
গ) ২,১৪০ মার্কিন ডলার
ঘ) ২,২৪০ মার্কিন ডলার

১৪. মাথাপিছু আয়ে বিশ্বে অবস্থান কততম?
ক) ১৪৭তম
খ) ১৪৮তম
গ) ১৪৯তম
ঘ) ১৫০তম

১৫. PPP’র ভিত্তিতে মাথাপিছু আয় কত?
ক) ৫,১৯০ মার্কিন ডলার
খ) ৫,২৯০ মার্কিন ডলার
গ) ৫,৩৯০ মার্কিন ডলার
ঘ) ৫,৪৯০ মার্কিন ডলার

১৬. PPP’র ভিত্তিতে মাথাপিছু আয়ে বিশ্বে কততম?
ক) ১৪৪তম
খ) ১৪৫তম
গ) ১৫০তম
ঘ) ১৫১তম

১৭. মােট জাতীয় আয়ে বিশ্বে অবস্থান কততম?
ক) ৪০তম
খ) ৪৪তম
গ) ৪৯তম
ঘ) ৫১তম

১৮. GDP-তে বিশ্বে অবস্থান কততম?
ক) ৪০তম
খ) ৪১তম
গ) ৪২তম
ঘ) ৪৩তম

আন্তর্জাতিক

১৯. ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত?
ক) তুরস্ক
খ) ইরান
গ) ইরাক
ঘ) মিসর

২০. আয়া সােফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে?
ক) ৭ জুলাই ২০২০
খ) ৮ জুলাই ২০২০
গ) ৯ জুলাই ২০২০
ঘ) ১০ জুলাই ২০২০

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

২১. ১০ জুলাই ২০২০ এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কোন দেশে?
ক) জাপান
খ) চীন
গ) ভারত
ঘ) দক্ষিণ কোরিয়া

২২. ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
ক) এডওয়ার্ড ফিলিপ
খ) জ্যাঁ ক্যাসটেক্স
গ) ইমানুয়েল ম্যাক্রো
ঘ) ব্রিজিথ তােনিয়াে

২৩. বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে?
ক) ১ জুলাই ২০২০
খ) ২ জুলাই ২০২০
গ) ৩ জুলাই ২০২০
ঘ) ৪ জুলাই ২০২০

২৪. বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?
ক) Fujitsu Fugaku
খ) IBM Summit
গ) Fujitsu ABCI
ঘ) NUDT Tianhe-2

২৫. ২৩তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) ১-৬ জুলাই ২০২০
খ) ৬-১০ জুলাই ২০২০
গ) ১০-১৫ জুলাই ২০২০
ঘ) ১৬-২০ জুলাই ২০২০

২৬. পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে?
ক) নিগার জোহর খান
খ) সুমন কুমারী
গ) উম্মে হারাম বিনতে মিলহান
ঘ) তাসনিম পাশা

২৭. ২০২০ সালে NASA’র সদর দপ্তর কার নামে নামকরণ করা হয়?
ক) লেটিটিয়া জেমস
খ) লােরেটা জেমস
গ) ম্যাডেলিন সুইগেল
ঘ) মেরি ডব্লিউ জ্যাকসন

২৮. ২০২৩ সালের World Expo কবে অনুষ্ঠিত হবে?
ক) ১৫ জানুয়ারি-১৫ এপ্রিল
খ) ১৫ মার্চ-১৫ জুন
গ) ১৫ এপ্রিল-১৫ জুলাই
ঘ) ১৫ আগস্ট-১৫ নভেম্বর

২৯. ২০২৩ সালের World Expo কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভিয়েনা, অষ্ট্রিয়া
খ) বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
গ) লিসবন, পর্তুগাল
ঘ) কুয়ালালামপুর, মালয়েশিয়া

৩০. জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক) ইথিওপিয়া
খ) বাংলাদেশ
গ) রুয়ান্ডা
ঘ) নেপাল

সংস্থার সদস্য

৩১. এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৮০টি
খ) ৮১টি
গ) ৮২টি
ঘ) ৮৩টি

৩২. ১ জুন ২০২০ কোন দেশ AIIB’র ৮২তম সদস্যপদ লাভ করে?
ক) কানাডা
খ) বেনিন
গ) কুক দ্বীপপুঞ্জ
ঘ) আলজেরিয়া

৩৩. যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ ত্যাগ করবে?
ক) ৬ জুন ২০২১
খ) ৬ জুলাই ২০২১
গ) ৬ আগস্ট ২০২১
ঘ) ৬ সেপ্টেম্বর ২০২১

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

৩৪. যুক্তরাষ্ট্র কবে WHO সদস্যপদ লাভ করেছিল?
ক) ৭ এপ্রিল ১৯৪৮
খ) ১৯ এপ্রিল ১৯৪৮
গ) ২ জুন ১৯৪৮
ঘ) ২১ জুন ১৯৪৮

৩৫. Bank for International Settlements (BIS)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৫৯টি
খ) ৬০টি
গ) ৬১টি
ঘ) ৬২টি

সাহিত্য-সংস্কৃতি

৩৬. প্রকাশিতব্য ‘বঙ্গবন্ধুর স্মৃতিকথা’ গ্রন্থের রচয়িতা কে?
ক) শেখ মুজিবুর রহমান
খ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব
গ) শেখ হাসিনা
ঘ) শেখ রেহানা

৩৭. বঙ্গবন্ধুর ‘কারাগারের রােজনামচা’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
ক) আরবি ভাষা
খ) নেপালি ভাষা
গ) তুর্কি ভাষা
ঘ) হিন্দি ভাষা

৩৮. ‘কারাগারের রােজনামচা’ এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

বিশ্ব জনসংখ্যা রিপাের্ট ২০২০

৩৯. বাংলাদেশের জনসংখ্যা কত?
ক) ১৬.৪৭ কোটি
খ) ১৬.৫১ কোটি
গ) ১৬.৬৭ কোটি
ঘ) ১৬.৯৭ কোটি

৪০. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক) পঞ্চম
খ) ষষ্ঠ
গ) সপ্তম
ঘ) অষ্টম

৪১. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.১%
খ) ১.২%
গ) ১.৩%
ঘ) ১.৪%

৪২. জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
ক) ওমান
খ) কাতার
গ) বাহরাইন
ঘ) নাইজার

আরো পড়ুন : কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

৪৩. জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে?
ক) বুলগেরিয়া
খ) লাটভিয়া
গ) সার্বিয়া
ঘ) লিথুয়ানিয়া

৪৪. জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) ইন্দোনেশিয়া
ঘ) রাশিয়া

অ্যাটলাস পদ্ধতিতে বিশ্বব্যাংকের অর্থনীতি

৪৫. মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড
খ) নরওয়ে
গ) হংকং
ঘ) লুক্সেমবার্গ

৪৬. PPP’র ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) ব্রুনাই
খ) সিঙ্গাপুর
গ) কুয়েত
ঘ) কাতার

৪৭. মােট জাতীয় আয়ে (GNI) শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) জাপান
ঘ) জার্মানি

৪৮. GDP-তে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) চীন
ঘ) যুক্তরাষ্ট্র

ক্রীড়াঙ্গন

৪৯. নবম নারী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে?
ক) জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৩
খ) মার্চ-এপ্রিল ২০২৩
গ) জুলাই-আগস্ট ২০২৩
ঘ) সেপ্টেম্বর-অক্টোবর ২০২৩

৫০. নবম নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক) জার্মানি ও ফ্রান্স
খ) কানাডা ও যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স ও যুক্তরাজ্য
ঘ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button