Current Affairs October 2019 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
উত্তর : কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সােলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।
প্রশ্ন : নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD)-এর সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী।
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী কী?
উত্তর : পরিচালক; পূর্বে ছিল মহাপরিচালক।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত?
উত্তর : ৭৩,৯%। (সূত্র : প্রধানমন্ত্রী, ৮ সেপ্টেম্বর ২০১)
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ কোন সময়কাল?
উত্তর :১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১১ সেপ্টেম্বর ২০১৯ ।
প্রশ্ন : ডাকবাক্সের আদলে বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ‘ডাক ভবন কোথায় অবস্থিত?
উত্তর : আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন :নবনির্মিত ডাক ভবনের স্থপতি কে?
উত্তর : কৌশিক বিশ্বাস।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কোনটি?
উত্তর : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
প্রশ্ন : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৯.৭৩ কিলােমিটার (মােট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলােমিটার)।
প্রশ্ন : দেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপন করা হয় কোন মামলার?
উত্তর : ফেনীর সােনাগাজীর নুসরাত হত্যা। মামলার; ২৭ আগস্ট ২০১৯ ।
প্রশ্ন : রাজধানীতে অ্যাপভিত্তিক পরিবহন সেবার অনুমােদন দেয় কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)।
প্রশ্ন : বাংলাদেশ কাস্টমসের প্রথম নারী কমিশনার কে ছিলেন?
উত্তর : হাসিনা খাতুন; ১৯৭৯ সালে বিসিএসের মাধ্যমে তিনি এ পদে যােগ দেন।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ কোন নদীর ওপর কোথায় নির্মিত হচ্ছে।
উত্তর : ফেনী নদীর ওপর; অবস্থান- রামগড়, খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত।
প্রশ্ন : আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি?
উত্তর : সােনার চর বনাঞ্চল; রাঙ্গাবালী, পটুয়াখালী। (সূত্র : বন বিভাগ)
প্রশ্ন :৫ সেপ্টেম্বর ২০১৯ World Crafts Council (WCC) বাংলাদেশের কোন শহরকে World Craft City for Jamdani হিসেবে স্বীকৃতি প্রদান করে?
উত্তর : সােনারগাঁও (নারায়ণগঞ্জ)।
প্রশ্ন : ক্যাসিনাে (Casino) কোন ভাষার শব্দ?
উত্তর : ইতালীয়। ইতালীয় Root Casa থেকে Casino শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ ‘ঘর’ ।
প্রশ্ন : সম্প্রতি ভারতে Daughter of the Nation খেতাবপ্রাপ্ত হন কে?
উত্তর : লতা মঙ্গেশকর।
প্রশ্ন : Mother of parliaments হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বিশ্বের দ্বিতীয় ফুসফুস’ হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?
উত্তর : আফ্রিকার বনাঞ্চল।
প্রশ্ন : SOM-B2 কোন দেশের ক্রুজ মিসাইল?
উত্তর :তুরস্ক।
প্রশ্ন : Trident II (D5) কোন দেশের পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : Alibaba Group’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জ্যাক মা (চীন)।
প্রশ্ন : পাকিস্তানের প্রথম নারী মহাকাশচারীর নাম কী?
উত্তর : নামিরা সালিম।
প্রশ্ন : ডিজিটাল জগতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য ডিজিটাল জেনেভা কনভেনশনের ধারণা সামনে নিয়ে আসেন কে?
উত্তর : ব্র্যাড স্মিথ।
প্রশ্ন : হিরােশিমা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?
উত্তর : মােতাইয়াসু (Motoyasu)।
প্রশ্ন : ২০১৯ সালের নিরাপদ নগরী সূচকে সবচেয়ে নিরাপদ নগর কোনটি?
উত্তর : টোকিও, জাপান।
প্রশ্ন : ২০১৯ সালের নিরাপদ নগরী সূচকে সবচেয়ে অনিরাপদ নগর কোনটি?
উত্তর : লাগােস, নাইজেরিয়া।
প্রশ্ন : ২০১৯ সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কততম?
উত্তর : ৫৬তম।
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?
উত্তর : রশিদ খান (আফগানিস্তান)।
প্রশ্ন :৩১ আগস্ট ২০১৯ টেস্টের ইতিহাসে ৪৪তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর : জাসপ্রীত বুমরাহ (ভারত)।।
প্রশ্ন : ৬ সেপ্টেম্বর ২০১৯ আন্তর্জাতিক টি২০’র ইতিহাসে অষ্টম হ্যাটট্রিক করেন কে?
উত্তর : লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
প্রশ্ন : ২০১৯ সালের US Open-এ পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে কে?
উত্তর : পুরুষ ; রাফায়েল নাদাল (স্পেন) ও নারী : রিয়াঙ্কা আঙ্কুে (কানাডা)।
প্রশ্ন :২০১৯ সালের এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ-৩ টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জয় করেন কোন বাংলাদেশি?
উত্তর : রােমান সানা।
Recent Comments