কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৩ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Current Affairs October 2019 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

প্রশ্ন : দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
উত্তর : কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সােলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।

প্রশ্ন : নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD)-এর সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী কী?
উত্তর : পরিচালক; পূর্বে ছিল মহাপরিচালক।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত?
উত্তর : ৭৩,৯%। (সূত্র : প্রধানমন্ত্রী, ৮ সেপ্টেম্বর ২০১)

প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ কোন সময়কাল?
উত্তর :১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১১ সেপ্টেম্বর ২০১৯ ।

প্রশ্ন : ডাকবাক্সের আদলে বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ‘ডাক ভবন কোথায় অবস্থিত?
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন :নবনির্মিত ডাক ভবনের স্থপতি কে?
উত্তর : কৌশিক বিশ্বাস।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কোনটি?
উত্তর : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

প্রশ্ন : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৯.৭৩ কিলােমিটার (মােট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলােমিটার)।

প্রশ্ন : দেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপন করা হয় কোন মামলার?
উত্তর : ফেনীর সােনাগাজীর নুসরাত হত্যা। মামলার; ২৭ আগস্ট ২০১৯ ।

প্রশ্ন : রাজধানীতে অ্যাপভিত্তিক পরিবহন সেবার অনুমােদন দেয় কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)।

প্রশ্ন : বাংলাদেশ কাস্টমসের প্রথম নারী কমিশনার কে ছিলেন?
উত্তর : হাসিনা খাতুন; ১৯৭৯ সালে বিসিএসের মাধ্যমে তিনি এ পদে যােগ দেন।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ কোন নদীর ওপর কোথায় নির্মিত হচ্ছে।
উত্তর : ফেনী নদীর ওপর; অবস্থান- রামগড়, খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত।

প্রশ্ন : আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি?
উত্তর : সােনার চর বনাঞ্চল; রাঙ্গাবালী, পটুয়াখালী। (সূত্র : বন বিভাগ)

প্রশ্ন :৫ সেপ্টেম্বর ২০১৯ World Crafts Council (WCC) বাংলাদেশের কোন শহরকে World Craft City for Jamdani হিসেবে স্বীকৃতি প্রদান করে?
উত্তর : সােনারগাঁও (নারায়ণগঞ্জ)।

আন্তর্জাতিক

প্রশ্ন : ক্যাসিনাে (Casino) কোন ভাষার শব্দ?
উত্তর : ইতালীয়। ইতালীয় Root Casa থেকে Casino শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ ‘ঘর’ ।

প্রশ্ন : সম্প্রতি ভারতে Daughter of the Nation খেতাবপ্রাপ্ত হন কে?
উত্তর : লতা মঙ্গেশকর।

প্রশ্ন : Mother of parliaments হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : বিশ্বের দ্বিতীয় ফুসফুস’ হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?
উত্তর : আফ্রিকার বনাঞ্চল।

প্রশ্ন : SOM-B2 কোন দেশের ক্রুজ মিসাইল?
উত্তর :তুরস্ক।

প্রশ্ন : Trident II (D5) কোন দেশের পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : Alibaba Group’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জ্যাক মা (চীন)।

প্রশ্ন : পাকিস্তানের প্রথম নারী মহাকাশচারীর নাম কী?
উত্তর : নামিরা সালিম।

প্রশ্ন : ডিজিটাল জগতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য ডিজিটাল জেনেভা কনভেনশনের ধারণা সামনে নিয়ে আসেন কে?
উত্তর : ব্র্যাড স্মিথ।

প্রশ্ন : হিরােশিমা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?
উত্তর : মােতাইয়াসু (Motoyasu)।

রিপাের্ট-সমীক্ষা

প্রশ্ন : ২০১৯ সালের নিরাপদ নগরী সূচকে সবচেয়ে নিরাপদ নগর কোনটি?
উত্তর : টোকিও, জাপান।

প্রশ্ন : ২০১৯ সালের নিরাপদ নগরী সূচকে সবচেয়ে অনিরাপদ নগর কোনটি?
উত্তর : লাগােস, নাইজেরিয়া।

প্রশ্ন : ২০১৯ সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কততম?
উত্তর : ৫৬তম।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?
উত্তর : রশিদ খান (আফগানিস্তান)।

প্রশ্ন :৩১ আগস্ট ২০১৯ টেস্টের ইতিহাসে ৪৪তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর : জাসপ্রীত বুমরাহ (ভারত)।।

প্রশ্ন : ৬ সেপ্টেম্বর ২০১৯ আন্তর্জাতিক টি২০’র ইতিহাসে অষ্টম হ্যাটট্রিক করেন কে?
উত্তর : লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

প্রশ্ন : ২০১৯ সালের US Open-এ পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে কে?
উত্তর : পুরুষ ; রাফায়েল নাদাল (স্পেন) ও নারী : রিয়াঙ্কা আঙ্কুে (কানাডা)।

প্রশ্ন :২০১৯ সালের এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাংকিং স্টেজ-৩ টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জয় করেন কোন বাংলাদেশি?
উত্তর : রােমান সানা।

Related Post