কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৩ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি গুরুত্বপূর্ণ হবে। Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বাংলাদেশ ইউরােপীয় ইউনিয়নের দেশসমূহে কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে?
উত্তর : ২০২৯ সাল।

প্রশ্ন : ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর : শিবচর, মাদারীপুর।

প্রশ্ন : ৬ জুলাই ২০২২ কোন বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়?
উত্তর : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

প্রশ্ন : দেশের প্রথম হাউজিং বন্ড চালু করতে যাচ্ছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : যৌথভাবে আন্তর্জাতিক পুঁজি বিনিয়ােগ সংস্থা (IFC) ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

প্রশ্ন : সরকার এখন পর্যন্ত কতটি অর্থনৈতিক অঞ্চলের অনুমােদন দিয়েছে?
উত্তর : ৯৭টি। বর্তমানে ২৮টির নির্মাণ কাজ চলছে।

প্রশ্ন : প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2’র চূড়া জয় করেন কে?
উত্তর : ওয়াসফিয়া নাজরীন।

আরো পড়ুন : Current Affairs July 2022 কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২

প্রশ্ন : ২০২২ সালে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক লাভ করেন কে?
উত্তর : সুলতানা লায়লা হােসেন (বাংলাদেশ) ও ইতাে নাওকি (জাপান)।

প্রশ্ন : ২০২২ সালের জুন মাসের মূল্যস্ফতির হার কত?
উত্তর : ৭.৫৬%।

প্রশ্ন : প্রথমবারের মতাে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (AIP) সম্মাননা লাভ করেন কত জন?
উত্তর : ১৩ জন।

প্রশ্ন : হাইকোর্ট কবে সকল থানা ও কারাগারে বায়ােমেট্রিক ডাটা পদ্ধতি চালুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে?
উত্তর : ৫ জুলাই ২০২২।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর : ইয়ার লাপিদ।

প্রশ্ন : ১৫ জুলাই ২০২২ কোন দেশ ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘােষণা দেয়?
উত্তর : সৌদি আরব।

প্রশ্ন : ২০ জুন ২০২২ কোন দেশ তাদের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করে?
উত্তর : মিসর; নাম- ‘এল দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।’

প্রশ্ন : ২০২২ সালে কোন দুটি দেশ ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করে?
উত্তর : আর্জেন্টিনা ও ইরান।

প্রশ্ন : Abenomics এর প্রবক্তা কে?
উত্তর : শিনজো আবে (জাপান)।

প্রশ্ন : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন দেশ বাজারে ‘স্বর্ণমুদ্রা’ চালু করে?
উত্তর : জিম্বাবুয়ে।

প্রশ্ন : সম্প্রতি কোন মহাকাশযান মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে?
উত্তর : তিয়ানওয়েন-১ (চীন)।

প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের প্রতিটির চূড়ায় দুবার করে আরােহণকারী একমাত্র ব্যাক্তি কে?
উত্তর : সানু শেরপা (নেপাল)।

আরো পড়ুন : Current Affairs June 2022 || কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২ [প্রশ্নোত্তর]

প্রশ্ন : ৪৯তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৯-২১ মে ২০২৩; হিরােশিমা, জাপান।

প্রশ্ন : বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ রয়েছে?
উত্তর : ১১৮টি।

প্রশ্ন : ২৩ জুলাই ২০২২ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, মাঙ্কিপক্স কতটি দেশে বিস্তার লাভ করেছে?
উত্তর : ৭৫টি দেশে।

প্রশ্ন : DBID’র পূর্ণরূপ কী?
উত্তর : Digital Business Identification (DBID)।

প্রশ্ন : PGII’র পূর্ণরূপ কী?
উত্তর : Partnership for Global Infrastructure and Investment.

রিপাের্ট-সমীক্ষা

প্রশ্ন : Visual Capitalist-এর সাম্প্রতিক তথ্যমতে বৃহৎ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : Visual Capitalist-এর সাম্প্রতিক তথ্যমতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ?
উত্তর : ৪১তম।

প্রশ্ন : ২০২২ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে লিঙ্গ সমতায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর : আইসল্যান্ড।

প্রশ্ন : ২০২২ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে লিঙ্গ সমতায় সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : আফগানিস্তান।

আরো পড়ুন : Current Affairs May 2022 কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২

প্রশ্ন : ২০২২ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৭১তম।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২০২২ সালের বিশ্ব অ্যাথলেটিকসে পদক তালিকায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র, ৩৩টি (সােনা ১৩, রুপা ৯ ও ব্রোঞ্জ ১১)।

প্রশ্ন : ২৩তম কমনওয়েলথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৭-২৯ মার্চ ২০২৬; ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া।

প্রশ্ন : ১৫তম এশিয়া কাপ ক্রিকেট কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২৭ আগস্ট-১১ সেপ্টেম্বর ২০২২; সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : ২০ জুলাই ২০২২ টি-২০ ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন কে?
উত্তর : মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড) টি-২০ ফরম্যাটে এটি ৩৫তম হ্যাটট্রিক।

প্রশ্ন : ২০২২ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?
উত্তর : সাদিও মানে (সেনেগাল)।

Related Post

Leave a Comment