আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs December 2019 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯

Current Affairs December 2019 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

প্রশ্ন : ঘূর্ণিঝড় কুলকুল’ (Bulbul) বাংলাদেশে আঘাত হানে কবে?
উত্তর : ৯ নভেম্বর ২০১৯।

প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর নামকরণ করে কোন দেশ?
উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা কত?
উত্তর : সভাপতিসহ মােট ১১ জন।

প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাওয়া নতুন দুটি ড্রিমলাইনারের নাম কী?
উত্তর : সােনার তরী ও অচিন পাখি।

প্রশ্ন : জাতীয় সংসদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯ পাস হয় কবে?
উত্তর : ১২ নভেম্বর ২০১৯।

প্রশ্ন :বাংলাদেশ প্রতিযােগিতা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে?
উক্ত : মাে. মফিজুল ইসলাম।

প্রশ্ন : পাট থেকে ঢেউটিনের আবিষ্কারক কে?
উত্তর : ড. মােবারক আহমেদ খান। পাট jute) দিয়ে তৈরি বলে এ টিনের নাম জুটিন (Jutin)।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : বুড়িগঙ্গা ‘৭১’ প্রামাণ্যচিত্রটির পরিচালক কে?
উত্তর : এনায়েত করিম বাবুল।

প্রশ্ন : বারি ফিরিঙ্গি-১’ মসলার উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)।

প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল পুদিনার জাতের নাম কী?
উত্তর : বারি পুদিনা-১ এবং বারি পুদিনা-২।

প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম কী?
উত্তর : বারি পাতা পেঁয়াজ-১।

প্রশ্ন : পেঁয়াজের ভাণ্ডার’ বলে খ্যাত কোন স্থান
উত্তর : পাবনার সাঁথিয়া উপজেলা।

প্রশ্ন : বাংলাদেশের বাইরে কতটি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে।
উত্তর : ১৪টি। (সূত্র : তথ্যমন্ত্রী, ১১ নভেম্বর | ২০১৯ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে।

প্রশ্ন : খাসিয়াদের ভাষায় তাদের বর্ষ বিদায়ের নাম কী?
উত্তর : খাসি সেঙ কুটস্যাম।

প্রশ্ন : তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসবের নাম কী?
উত্তর : নয়াভাত খানা।

প্রশ্ন : ২০ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের নাইটহুড খেতাবে ভূষিত হন কে?
উত্তর : ফজলে হাসান আবেদ।

প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE)- বর্তমান কার্যালয় ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর : নিকুঞ্জ।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ও শেষ চাকরি করেন কোথায়?
উত্তর : বিমা খাতে। তিনি চিফ এজেন্ট হিসেবে আলফা ইস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন; যােগ দেন ১ মার্চ ১৯৬০।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রােগ্রামার কে?
উত্তর : মাে. হানিফ উদ্দিন মিয়া, তার জন্ম ১ নভেম্বর ১৯২৯ নাটোরের সিংড়ার হলহলিয়া গ্রামে। ১১ মার্চ ২০০৭ তিনি মৃত্যুবরণ করেন।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণ করেন কবে?
উত্তর : ৫-৮ নভেম্বর ১৯১৯। রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণকালে এর নামকরণ করেন শ্রী ভূমি’। আর সিলেটকে নিয়ে রচনা করেন মমতাহীন কালস্রোতে নামের একটি কবিতা।

আন্তর্জাতিক

প্রশ্ন : বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর : সােফি উইলমস (Sophie Wilmes)।

প্রশ্ন : ভারতের ৪৭তম ও বর্তমান প্রধান বিচারপতির নাম কি?
উত্তর : শারদ অরবিন্দ বােবদে।

প্রশ্ন : পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের নাম কী?
উত্তর : International Maritime Security Construct (IMSC)

প্রশ্ন : ৭ নভেম্বর ২০১৯ মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট পারস্য উপসাগরীয় অঞ্চলে কী নামে অভিযান কার্যক্রম শুরু করে
উত্তর : Operation Sentinel

প্রশ্ন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯’ কার্যকর হয় কবে?
উত্তর : ৩১ অক্টোবর ২০১৯।

প্রশ্ন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ অনুসারে জম্মু ও কাশ্মীর কতটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়?
উত্তর : ২টি; জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

প্রশ্ন : ১১তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৩-১৪ নভেম্বর ২০১৯।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : ১১তম BRICS সমেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ব্রাসিলিয়া, ব্রাজিল।

প্রশ্ন : ২০২০ সালে ১২তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।

প্রশ্ন : ২০২০ সালে ৩৬তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ভিয়েতনাম।

প্রশ্ন : বুগেনভিলের রাজধানীর নাম কী?
উত্তর : বুকা (Buka)।

প্রশ্ন : পাতা পেঁয়াজের উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : সাইবেরিয়া ও চীনে।

প্রশ্ন : সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত অঞ্চলের দৈর্ঘ্য কত?
উত্তর : ১২০ কিলােমিটার।

প্রশ্ন : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি দিয়ে বিল পাস হয় কবে।
উত্তর : ২৯ অক্টোবর ২০১৯।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : জাতীয় ক্রিকেট লিগ (NCL) ২০১৯-২০ এ চ্যাম্পিয়ন কোন বিভাগ ?
উত্তর : খুলনা বিভাগ।

প্রশ্ন :তৃতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর : তেরেঙ্গানু এফসি (মালয়েশিয়া)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button