আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs November 2019 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০১৯

Current Affairs November 2019 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

প্রশ্ন : সরকারি চাকরি আইন, ২০১৮ কবে কার্যকর হয়?
উত্তর : ১ অক্টোবর ২০১৯।

প্রশ্ন : সড়ক পরিবহন আইন, ২০১৮ কবে কার্যকর হয়?
উত্তর : ১ নভেম্বর ২০১৯।

প্রশ্ন : জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকর হয় কবে?
উত্তর : ১৭ অক্টোবর ২০১৯ (১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ)।

প্রশ্ন : সরকারিভাবে ঘােষিত বর্তমানে দেশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কয়টি?
উত্তর : ১৩টি।

প্রশ্ন : ১৬ অক্টোবর ২০১৯ উদ্বোধন করা কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের নাম কী?
উত্তর : কুড়িগ্রাম এক্সপ্রেস।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : ‘বিইউ চেরি টমেটো ১’ উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : ব্লাস্ট রােগ ও লিফাইট প্রতিরােধী ‘বাউ ধান ৩’ উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয় ?
উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

প্রশ্ন : দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত?
উত্তর : মােংলা, বাগেরহাট।

প্রশ্ন : দুর্নীতি ও দারিদ্র্য বিমােচনে অবদান রাখায় ভারতের এশিয়াটিক সােসাইটি ২০১৮ সালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন অ্যাওয়ার্ড প্রদান করে?
উত্তর : টেগাের পিস অ্যাওয়ার্ড।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২ অক্টোবর ২০১৯।

প্রশ্ন : ২৫ সেপ্টেম্বর ২০১৯ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কোন স্থানকে সরকারিভাবে ‘সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘােষণা করে?
উত্তর : লাউড় রাজ্যের দুর্গ; তাহিরপুর, সুনামগঞ্জ।

প্রশ্ন : দেশের বৃহত্তম পানি শােধনাগার কোনটি?
উত্তর : পদ্মা (জশলদিয়া) পানি শােধনাগার; লৌহজং, মুন্সিগঞ্জ।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে?
উত্তর : সােনাগাজী, ফেনী।

প্রশ্ন : দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি কোথায় অবস্থিত?
উত্তর : কবিরপুর, গাজীপুর।

প্রশ্ন : দেশে বর্তমানে সরকারি, বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাধারণ মেডিকেল কলেজ কয়টি?
উত্তর :১১২টি। এর মধ্যে সরকারি ৩৬টি, বেসরকারি ৭০টি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৬টি।

প্রশ্ন : ফেনী নদীর উৎপত্তি কোথায়?
উত্তর : খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন :১ অক্টোবর ২০১৯ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ক্রিস্টিলিনা জর্জিয়েভা; বুলগেরিয়া।

প্রশ্ন :ইউরােপীয় পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : ডেভিড সাসােলি; ইতালি।

প্রশ্ন :ইউরােপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর : উরসুলা ভন ডার লেন; জার্মানি।

প্রশ্ন : ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রথম নারী স্পিকার কে?
উত্তর : পুয়ান মহারানী নক্ষত্র কুশিলা।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) যাওয়া প্রথম আরব দেশের নাগরিক কে?
উত্তর : হাজ্জা আল মনসুর; সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর Museum of Islamic Art (MIA) কোথায় অবস্থিত?
উত্তর : দোহা, কাতার।

প্রশ্ন : এক (১) কিউসেক পানি সমান কত?
উত্তর :২৮.৩১৮ লিটার/সেকেন্ড।

পুরস্কার-সম্মাননা

প্রশ্ন : প্রথম কৃষ্ণাঙ্গ লেখক হিসেবে বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর : বার্নারডাইন এভারিস্টো।

প্রশ্ন : অর্থনীতিতে নােবেলজয়ী দ্বিতীয় নারী কে?
উত্তর : এস্থার দুফলাে (ফরাসি বংশােদ্ভূত মাকিন নাগরিক)।

প্রশ্ন : সাহিত্যে নােবেলজয়ী ১৫তম নারী কে?
উত্তর : ওলগা তােকারচুক; পােল্যান্ড।

প্রশ্ন : অর্থনীতিতে নােবেলজয়ী দ্বিতীয় ভারতীয় কে?
উত্তর : অভিজিৎ ব্যানার্জি।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : চতুর্থ বাঙালি হিসেবে নােবেল জয় করেন কে?
উত্তর : অভিজিৎ ব্যানার্জি।

প্রশ্ন :২০১৯ সালে ষষ্ঠ দম্পতি হিসেবে নােবেলজয়ী হন কারা?
উত্তর : অভিজিৎ ব্যানার্জি ও এস্থার দুফলাে।

রিপাের্ট-সমীক্ষা

প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী, সহজে ব্যবসা করার সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : নিউজিল্যান্ড।

প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী, সহজে ব্যবসা করার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : সােমালিয়া।

প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী, সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৬৮তম।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button