Current Affairs November 2019 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : সরকারি চাকরি আইন, ২০১৮ কবে কার্যকর হয়?
উত্তর : ১ অক্টোবর ২০১৯।
প্রশ্ন : সড়ক পরিবহন আইন, ২০১৮ কবে কার্যকর হয়?
উত্তর : ১ নভেম্বর ২০১৯।
প্রশ্ন : জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকর হয় কবে?
উত্তর : ১৭ অক্টোবর ২০১৯ (১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ)।
প্রশ্ন : সরকারিভাবে ঘােষিত বর্তমানে দেশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কয়টি?
উত্তর : ১৩টি।
প্রশ্ন : ১৬ অক্টোবর ২০১৯ উদ্বোধন করা কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের নাম কী?
উত্তর : কুড়িগ্রাম এক্সপ্রেস।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : ‘বিইউ চেরি টমেটো ১’ উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন : ব্লাস্ট রােগ ও লিফাইট প্রতিরােধী ‘বাউ ধান ৩’ উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয় ?
উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
প্রশ্ন : দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত?
উত্তর : মােংলা, বাগেরহাট।
প্রশ্ন : দুর্নীতি ও দারিদ্র্য বিমােচনে অবদান রাখায় ভারতের এশিয়াটিক সােসাইটি ২০১৮ সালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন অ্যাওয়ার্ড প্রদান করে?
উত্তর : টেগাের পিস অ্যাওয়ার্ড।
প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২ অক্টোবর ২০১৯।
প্রশ্ন : ২৫ সেপ্টেম্বর ২০১৯ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কোন স্থানকে সরকারিভাবে ‘সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘােষণা করে?
উত্তর : লাউড় রাজ্যের দুর্গ; তাহিরপুর, সুনামগঞ্জ।
প্রশ্ন : দেশের বৃহত্তম পানি শােধনাগার কোনটি?
উত্তর : পদ্মা (জশলদিয়া) পানি শােধনাগার; লৌহজং, মুন্সিগঞ্জ।
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে?
উত্তর : সােনাগাজী, ফেনী।
প্রশ্ন : দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি কোথায় অবস্থিত?
উত্তর : কবিরপুর, গাজীপুর।
প্রশ্ন : দেশে বর্তমানে সরকারি, বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাধারণ মেডিকেল কলেজ কয়টি?
উত্তর :১১২টি। এর মধ্যে সরকারি ৩৬টি, বেসরকারি ৭০টি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৬টি।
প্রশ্ন : ফেনী নদীর উৎপত্তি কোথায়?
উত্তর : খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন :১ অক্টোবর ২০১৯ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ক্রিস্টিলিনা জর্জিয়েভা; বুলগেরিয়া।
প্রশ্ন :ইউরােপীয় পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : ডেভিড সাসােলি; ইতালি।
প্রশ্ন :ইউরােপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর : উরসুলা ভন ডার লেন; জার্মানি।
প্রশ্ন : ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রথম নারী স্পিকার কে?
উত্তর : পুয়ান মহারানী নক্ষত্র কুশিলা।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) যাওয়া প্রথম আরব দেশের নাগরিক কে?
উত্তর : হাজ্জা আল মনসুর; সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর Museum of Islamic Art (MIA) কোথায় অবস্থিত?
উত্তর : দোহা, কাতার।
প্রশ্ন : এক (১) কিউসেক পানি সমান কত?
উত্তর :২৮.৩১৮ লিটার/সেকেন্ড।
পুরস্কার-সম্মাননা
প্রশ্ন : প্রথম কৃষ্ণাঙ্গ লেখক হিসেবে বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর : বার্নারডাইন এভারিস্টো।
প্রশ্ন : অর্থনীতিতে নােবেলজয়ী দ্বিতীয় নারী কে?
উত্তর : এস্থার দুফলাে (ফরাসি বংশােদ্ভূত মাকিন নাগরিক)।
প্রশ্ন : সাহিত্যে নােবেলজয়ী ১৫তম নারী কে?
উত্তর : ওলগা তােকারচুক; পােল্যান্ড।
প্রশ্ন : অর্থনীতিতে নােবেলজয়ী দ্বিতীয় ভারতীয় কে?
উত্তর : অভিজিৎ ব্যানার্জি।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : চতুর্থ বাঙালি হিসেবে নােবেল জয় করেন কে?
উত্তর : অভিজিৎ ব্যানার্জি।
প্রশ্ন :২০১৯ সালে ষষ্ঠ দম্পতি হিসেবে নােবেলজয়ী হন কারা?
উত্তর : অভিজিৎ ব্যানার্জি ও এস্থার দুফলাে।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী, সহজে ব্যবসা করার সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : নিউজিল্যান্ড।
প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী, সহজে ব্যবসা করার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : সােমালিয়া।
প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী, সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৬৮তম।