আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs July 2022 কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২

Current Affairs July 2022 কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি গুরুত্বপূর্ণ হবে।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : জুন ২০২২ পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে?
উত্তর : ৪৩টি দেশের ৫৫টি মিশনে।

প্রশ্ন : বাংলাদেশ পর্যটন করপােরেশন আইন অনুযায়ী, পর্যটকের সংজ্ঞা কী?
উত্তর : কোনাে ব্যক্তি নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনােদনের জন্য ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময় অন্য জায়গায় থাকেন। তবে তিনি পর্যটক হিসেবে গণ্য হবেন। তবে চাকরির জন্য থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না।

প্রশ্ন : বর্তমানে দেশে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪৪৮ জন।

প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি?
উত্তর : ১১৬টি। সরকারি ৩৭টি, বেসরকারি ৭৩টি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ৬টি।

প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, মােট প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ কত?
উত্তর : ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনযােগ্য মজুতের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট।

প্রশ্ন : অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) দ্বিতীয় নারী সচিব কে?
উত্তর : শরিফা খান; ERD’র প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন।

প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : মুন্সিগঞ্জ।

প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তর : মােহাম্মদ আব্দুল মুহিত।

প্রশ্ন : দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : তুরস্কের বর্তমান নাম কী?
উত্তর : তুর্কিয়ে।

প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৩১ মে ২০২২।

প্রশ্ন : ‘যুদ্ধ অবসানে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া’-কে এবং কবে উক্তিটি করেন?
উত্তর : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি এ কিসিঞ্জার; ২৩ মে ২০২২।

প্রশ্ন : ভারতে প্রথমবারের মতাে কবে বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হয়?
উত্তর : ১৪ জুন ২০২২।

প্রশ্ন : ৯ জুন ২০২২ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন ৫টি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মােজাম্বিক ও সুইজারল্যান্ড।

প্রশ্ন : প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর : গীতাঞ্জলী শ্রী।

প্রশ্ন : গাড়িতে স্থাপন করা উচ্চপ্রযুক্তির রকেট লঞ্চার হিমার্স কোন দেশের তৈরি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ১০ জুন ২০২২ কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়?
উত্তর : রাশিয়া ও চীন।

প্রশ্ন : IPMDA’র পূর্ণরূপ কী?
উত্তর : Indo-Pacific Partnership for Maritime Domain Awareness

প্রশ্ন : সমুদ্র অর্থনীতি (Blue Economy) ধারণাটির প্রথম প্রবর্তক কে?
উত্তর : গুন্টার পলি; ২০১০ সালে।

প্রশ্ন : জাপানের সশস্ত্র গােষ্ঠী রেড আর্মি বা লাল ফৌজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ফুসাকো শিগেনবু।

প্রশ্ন : ২২ জুন ২০২২ আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল?
উত্তর : রিখটার স্কেলে ৬.১ মাত্রা।

প্রশ্ন : কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : ফ্রান্সা মার্কেজ ।

রিপাের্ট-সমীক্ষা

প্রশ্ন : ২০২২ সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ডেনমার্ক।

প্রশ্ন : ২০২২ সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
উত্তর : ভারত।

প্রশ্ন : ECA ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : হংকং।

প্রশ্ন : ECA ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে ২০২২ সালের বিশ্বের কম ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : আঙ্কারা, তুরস্ক।

প্রশ্ন : ২০২২ সালের বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন অনুযায়ী, বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০২২ সালের বৈশ্বিক বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

প্রশ্ন : ২০২২ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন-
উত্তর : পুরুষ : রাফায়েল নাদাল (স্পেন) নারী : ইগা সিওনতেক (পােল্যান্ড)।

প্রশ্ন : ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল কতটি শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৬টি।

প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কোন দলের?
উত্তর : ইংল্যান্ড (৪৯৮/৪); বিপক্ষ নেদারল্যান্ডস।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button