আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs February 2020 কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২০

Current Affairs February 2020 কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

প্রশ্ন : ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ (মরণােত্তর) ডিগ্রি প্রদান করবে
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

প্রশ্ন : মুজিব শতবর্ষের সময়কাল কত?
উ : ১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২১। (সূত্র : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ৯ জানুয়ারি ২০২০)

প্রশ্ন : বর্তমানে দেশে ভিক্ষুকের সংখ্যা কত?
উত্তর : দুই লাখ ৫০ হাজার, যা মোেট জনসংখ্যার ০.১৭%। (সমাজকল্যাণ মন্ত্রী; ১৩ জানুয়ারি ২০২০)।

প্রশ্ন : বর্তমানে দেশে সাক্ষরতার হার কত?
উত্তর : ৭৩.৯%।[ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী; ১৩ জানুয়ারি ২০২০]

প্রশ্ন : একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কী?
উত্তর : আমার বাড়ি আমার খামার প্রকল্প (২০১৯ সালে নাম পরিবর্তন করা হয়)।

প্রশ্ন : প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
উত্তর : কিশােরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : জানুয়ারি ২০২০ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন দুই জাহাজের নাম কী?
উত্তর : ওমর ফারুক ও আবু উবাইদাহ’।

প্রশ্ন : আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র কোনটি?
উত্তর : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

প্রশ্ন :বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র কোনটি?
উত্তর : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

প্রশ্ন : মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত?
উত্তর : ৬৭০ জন। (১১ জানুয়ারি ২০২০ পর্যন্ত

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়ােপিক’-এর নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু।

প্রশ্ন : বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের (BERC) প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হবে?
উত্তর : ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে?
উত্তর :২০১৪ সালে। ২০১৪ সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংককে এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে?
উত্তর : ২২টি। তবে ১৯টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি intel’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উত্তর : ওমর ইশরাক।

প্রশ্ন : লিম্ফেডিমা রােগে আক্রান্তে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : রংপুর।

প্রশ্ন : ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক চা রপ্তানি করে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত; দ্বিতীয় যুক্তরাষ্ট্র ও তৃতীয় পাকিস্তান।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে?
উত্তর : সেবাস্তিয়ান কুর্জ।

প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : মাসাতসুগু আসাকাওয়া (জাপান); দায়িত্ব গ্রহণ ১৭ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরের প্রথম মুসলিম মেয়র কে?
উত্তর : সামকুল সিদ্দিকি (পাকিস্তানি বংশােদ্ভূত)।

প্রশ্ন : কলকাতা নদীবন্দরের নতুন নাম কী?
উত্তর : শ্যামা প্রসাদ মুখােপাধ্যায় বন্দর; ১২ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন দেশ?
উত্তর :ব্রাজিল।

প্রশ্ন : ভারতে Chief of the Defence Staff (CD5) পদ সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ২৪ ডিসেম্বর ২০১৯।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান (CDS) হিসেবে দায়িত্ব নেন কে?
উত্তর : জেনারেল বিপিন রাওয়াত; ১ জানুয়ারি ২০২০।

প্রশ্ন :১১ জানুয়ারি ২০২০ আনুষ্ঠানিকভাব উদ্বোধনকৃত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের নাম কী?
উত্তর : FAST। চীনে এটি Eye of the Sky বা Eye of Heaven নামেও পরিচিত।

প্রশ্ন : প্রাণঘাতী করােনাভাইরাসের (Cornavirus) প্রথম শনাক্ত হয় কবে?
উত্তর : ১৯৬০ সালে।

প্রশ্ন : Fateh-313 এবং Qiam কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
উত্তর : ইরান।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ইরবিল বিমান ঘটি’ কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরাক।

প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ই-পাসপাের্ট চালু হয়?
উত্তর : মালয়েশিয়া; মার্চ ১৯৯৮।

প্রশ্ন : ইউরােপীয় ইউনিয়ন (EU) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয় কবে?
উত্তর : ৩১ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : যুক্তরাজ্য কবে ইউরােপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ লাভ করেছিল?
উত্তর : ১ জানুয়ারি ১৯৭৩।

প্রশ্ন : ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (ICYF) কোন শহরকে প্রথম OIC যুব রাজধানী ঘােষণা করে?
উত্তর : ইস্তানবুল, র; ২০১৫-১৬ সালে।

Abbreviations

FAST- Five-Hundred-Meter Aperture Spherical Radio Telescope.
BERC- Bangladesh Engineering Research Council.
BGTTC— Bangladesh Trade and Traff Commission.

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button