আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
পিডিএফ ডাউনলোডবাংলাদেশ বিষয়াবলী

General Knowledge Bangladesh Affairs PDF

General Knowledge Bangladesh Affairs PDF একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক।General Knowledge Bangladesh Affairs PDF

এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুযোগ করে দেন।

General Knowledge Bangladesh Affairs PDF

General Knowledge Bangladesh Affairs PDF সম্পর্কে বিস্তারিত পড়ুন :

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৭ সালে।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত
উত্তর : গাজীপুর।

প্রশ্ন : বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (FIFA) সদস্যপদ লাভ করে
উত্তর : ১৯৭৬ সালে।

প্রশ্ন : মুজিবনগর দিবস পালন করা হয়
উত্তর : ১৭ এপ্রিল।

প্রশ্ন : বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম
উত্তর : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।

প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দল যে দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে
উত্তর : ভারত।

প্রশ্ন : মারমা উপজাতির পারিবারিক কাঠামাে
উত্তর : পিতৃতান্ত্রিক।

প্রশ্ন : দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৩।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হলাে
উত্তর : কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।

প্রশ্ন : বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত
উত্তর : যশাের।

প্রশ্ন : দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে
উত্তর : ঢাকা-মাওয়া মহাসড়ক।

প্রশ্ন : দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নাম
উত্তর : মন্ত্রিসভা।

প্রশ্ন : বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন
উত্তর : ইসলাম খান।

প্রশ্ন : বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন
উত্তর : কাসিম খান জুয়িনী।

প্রশ্ন : ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে ২১ দফার প্রথম দফা
উত্তর : বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প
উত্তর : গঙ্গা-কপােতাক্ষ প্রকল্প।

প্রশ্ন : জনসংখ্যার আধিক্য রােধকল্পে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়
উত্তর : ১৯৭৬ সালে।

প্রশ্ন : বাংলাদেশের GDP তে যে খাতের অবদান বেশি
উত্তর : সেবা খাত ।

প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (PPP) কার্যক্রম শুরু হয়
উত্তর : ১৫ মার্চ ২০১২।

প্রশ্ন : ‘গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে
উত্তর : ১১ নং অনুচ্ছেদে।

প্রশ্ন : বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জার সার্বিক দায়িত্বে ছিলেন
উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন।

প্রশ্ন : উপমহাদেশে প্রথম পুলিশ রেগুলেশন অ্যাক্ট’ প্রণীত হয়
উত্তর : ১৮৬১ সালে।

প্রশ্ন : বক্সারের যুদ্ধ সংঘটিত হয়
উত্তর : ১৭৬৪ সালে।

প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা
উত্তর : বিশ্বব্যাংক।

প্রশ্ন : বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত
উত্তর : মূল্য সংযােজন কর ।

প্রশ্ন : জুটন আবিষ্কার করেন
উত্তর : ড. মুহাম্মদ সিদ্দিকুল্লাহ।

প্রশ্ন : ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে
উত্তর : ১২ নং অনুচ্ছেদে।

প্রশ্ন : সংসদে কাস্টিং ভােট বলা হয়
উত্তর : স্পিকারের ভােটকে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন
উত্তর : ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত পানি বণ্টন চুক্তির মেয়াদ
উত্তর : ৩০ বছর।

প্রশ্ন : বাংলাদেশকে চীন স্বীকৃতি দেয়
উত্তর : ৩১ আগস্ট ১৯৭৫।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্মৃতি ৭১’-এর পরিচালক
উত্তর : তানভীর মােকাম্মেল ।

প্রশ্ন : জাতীয় শিক্ষক দিবস পালিত হয়
উত্তর : ১৯ জানুয়ারি।

প্রশ্ন : ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম
উত্তর : বিজয় কেতন।

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে
উত্তর : ১৭ মে ১৯৯৯।

প্রশ্ন : সুখ সাগর’ যে ফসলের জাত
উত্তর : পেঁয়াজ ।

প্রশ্ন : বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত
উত্তর : বিজয় সরণি, ঢাকা। 

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button