যেকোন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় কম্পিউটারের উপর আসা কিছু কমন উপযোগী প্রশ্ন নিয়ে হাজির হলাম।নীচের প্রশ্নগুলো অধ্যয়ন করলে আশা করা যায় আপনি আইসিটি বিষয়ের যেকোনো প্রশ্ন কমন পাবেন। বেশ কয়েকটি পর্বে আমরা প্রশ্নোত্তরগুলো দেবো।তাই নিয়মিত আমাদের সাইটে চোখ রাখতে হবে।চাকরির পরীক্ষায় আসার মত কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। চলুন দেখে নেই-
১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?
উত্তর : সুইস পদার্থবিদ মার্টিন সাউট
২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর : পিপীলিকা
৩। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?
উত্তর : ৩ এপ্রিল ১৯৭৩।
৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?
উত্তর : গুগল পস্নাস
৫। Quick Heal কী?
উত্তর : এন্টিভাইরাস সফ্টওয়ার
৬। Twitter কী?
উত্তর : সামাজিক নেটওয়ার্কিং সাইট
৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন?
উত্তর : Epic.
৮। Zeus (জিয়ুজ) কী?
উত্তর : কম্পিউটার ভাইরাস।
৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে?
উত্তর : নেক্সাস-১
১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর : ২৫ লাখের বেশি
১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?
উত্তর : স্ট্যাটাস
১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়?
উত্তর : টুইট
১৩। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়?
উত্তর : ফেসবুক
১৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা কত ছিল?
উত্তর : ৯০ কোটি।
১৫। গুগলের ছবি আপলোড করার সাইটের নাম কি?
উত্তর : Picasa
১৬। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?
উত্তর : রমের মেমোরি
১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে?
উত্তর : ROM
১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?
উত্তর : আইবিএম
১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?
উত্তর : ইনপুট ডিভাইস
২০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?
উত্তর : টাচ প্যাড
২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে?
উত্তর : ২০০০ সালে।
২২। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?
উত্তর : গ্রাফিক্স কার্ডে
২৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে?
উত্তর : ২টি
২৫। পেনড্রাইভ এর অপর নাম কি?
উত্তর : ফ্ল্যাশ ড্রাইাস
২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?
উত্তর : ১৯ বছর।
২৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি?
উত্তর : উইকিপিডিয়া
২৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?
উত্তর : হোয়াইট হ্যাট হ্যাকার।
২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে?
উত্তর : ১৯৯৯ সালে।
৩০। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে?
উত্তর : Microsoft.
৩১। Melissa Virus তৈরী করেন কে?
উত্তর : ডেভিড স্মিথ
৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল?
উত্তর : ১০ বছরের জেল।
৩৩। Mydoom Worm কি?
উত্তর : কম্পিউটার ভাইরাস।
৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎ এ ব্যাপক ক্ষতি সাধন করে?
উত্তর : Mydoom Worm
৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?
উত্তর : ২,৫০,০০০।
৩৬। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
উত্তর : ব্লাক হ্যাট হ্যাকার।
৩৭। অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?
উত্তর : হ্যাকিং
৩৮। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়?
উত্তর : পেস্নজারিজম।
৩৯। কম্পিউটার ভাইরাস কি?
উত্তর : একধরণের প্রোগ্রাম।
৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি?
উত্তর : শহিদ লিপি।
Leave a Comment