কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত আইসিটি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা পরীক্ষার্থী আছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

১। বিশ্ব বাজারে কোন সময়ে প্রথম পার্সোনাল কম্পিউটার ছড়িয়ে পড়ে ?
উত্তর -১৯৮১-৮৪ সালে।

২।বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে ?
উত্তর -ইউনাইটেড ব্যাংক লিমিটেড ।

৩।কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ কোনটি?
উত্তর – সিপিইউ ।

৪।কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর – মাইক্রোপ্রসেসরকে

৫।CPU মানুষের পক্ষে এক সেকেন্ডে সর্বোচ্চ কত গণনা করা সম্ভব ?
উত্তর -৫ থেকে ১০ টি ।

৬।কম্পিউটার কোন পরিমাপন পদ্ধতিতে কাজ করে ?
উত্তর -এনালগ ।

৭।কম্পিউটারের প্রধান মেমরি কোথায় থাকে ?
উত্তর -মাইক্রোপ্রসেসর ও সিপিইউ এর মাঝে।

৮।মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তর – ১৯৭১ সালে ।

৯।প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম কী ?
উত্তর – ইনটেল ৮০০৮ ।

১০।প্রথম মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়া হয় কবে ?
উত্তর -১৯৭৬ সালে ।

১১।প্রথম মাইক্রোকম্পিউটারের নাম কী ?
উত্তর -এ্যাপেল ।

১২।বাংলাদেশে প্রথম কম্পিউটারের মডেল কী ছিল ?
উত্তর -আইবিএম ১৬২০ ।

১৩। সবচেয়ে শক্তিশালী মাইক্রো কম্পিউটার কোনটি?
উত্তর -সুপার মাইক্রো ।

১৪।প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করে কে ?
উত্তর – ইনটেল কোম্পানি ।

১৫।ক্যালকুলেটরে সর্বোচ্চ কত ডিজিট দিয়ে কাজ করা যায় ?
উত্তর- ১২ থেকে ১৩ ।

১৬।এনালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কী ?
উত্তর -পর্যায়ক্রমিকভাবে উঠানামা করা ।

১৭।কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তর – তিনভাবে ।

১৮। কম্পিউটারে তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কী ?
উত্তর – মনিটর ।

২০। কখন বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয় ?
উত্তর -আশির দশকের প্রথমার্ধে ।

২১।কোনটি ছাড়া হার্ডওয়্যার কোন কাজ করার শক্তি থাকে না ?
উত্তর -সফটওয়্যার ।

২২। বাংলাদেশে স্থাপিত দ্বিতীয় কম্পিউটারটি কোনটি ছিল?
উত্তর— আইবিএম ১৪০০ সিরিজের ।

২৩।কম্পিউটারের যে কোন যন্ত্র বা যন্ত্রাংশকে কী বলে ?
উত্তর -হার্ডওয়্যার ।

২৪। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ?
উত্তর -সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট ।

২৫। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কী নিয়ে গঠিত ?
উত্তর – অভ্যন্তরীণ স্মৃতি , গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশ নিয়ে ।

২৬।কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তর -হাওয়ার্ড আইকেন ।

২৭।প্রথম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহৃত হয় ?
উত্তর – বায়ুশূন্য বালব ।

২৮। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী ?
উত্তর -কৃত্রিম বুদ্ধিমত্তা ।

২৯। এনালগ ও ডিজিটালের সমন্বয়ে কোন কম্পিউটার গঠিত ?
উত্তর – হাইব্রিড কম্পিউটার ।

৩০।সুপার কম্পিউটার মেইনফ্রেমের চেয়ে কেমন ?
উত্তর – উন্নত

Related Post

Leave a Comment