জীবন বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান JBC Upper Division MCQ Solution 3-9-2021
জীবন বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান | JBC Upper Division Assistant Question Solution 2021: আজ ৩ সেপ্টেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত জীবন বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান করা হল। পদের নাম Upper Division Assistant এবং পূর্ণমান ১০০। জীবন বীমা কর্পোরেশন প্রশ্ন সমাধান MCQ + Written প্রশ্নের সম্পূর্ণ সমাধান ছবি, pdf আকারে দেওয়া হল।
জীবন বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী পদের প্রশ্ন সমাধান
উচ্চমান সহকারী পরীক্ষার প্রশ্ন জীবন বীমা কর্পোরেশন অধিদপ্তরের ০৩-০৯-২০২১ সমাধান নিচে দেওয়া হল-
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
পদের নামঃ উচ্চমান সহকারী-১৭৬
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছেঃ ০৩-০৯-২০২১ তারিখ
Post Name and Vacancy:
1. Upper Division Assistant (UDA) -176
ইংরেজি অংশ সমাধানঃ
১. I wish I——— a king. উত্তরঃ Were
২. The opposite gender of ‘administrator’ is———. উত্তরঃ Administratrix
৩. Who wrote the first English dictionary? উত্তরঃ Samuel Johnson
৪. Slow and —— wins the race. উত্তরঃ Steady
৫. Helen of troy was the wife of ——? উত্তরঃ Menelaus
৬. A person living wholly or principally on vegetables is called——-. উত্তরঃ Vegetarian
৭. ‘Prima Facie means ——. উত্তরঃ at the first sight
৮. Which of the following words is plural? উত্তরঃ Memoranda
9. Don’t go far – Here the word ‘far’ is a/an? উত্তরঃ Adverb
১০. What is the antonym of sympathy? antipathy
১১. Which one is correctly spelt? উত্তরঃ Tsunami
১২. Choose the appropriate tag of ‘ don’t make a noise,——–? উত্তরঃ Will you
১৩. The man was charged ——murder. উত্তরঃ With
১৪. The stamp is attached to a/an——. উত্তরঃ Letter
১৫. Where is the —–post office? উত্তরঃ nearest
১৬. ‘Great Expectation’ is a novel written by——. উত্তরঃ Charles Dickens
১৭. ‘Nota Bene’ means—–? উত্তরঃ For example
১৮. The antonym for ‘devoid’ is——? উত্তরঃ Full of
১৯. ‘Come to light’ means —–? উত্তরঃ To get published
২০. The verb form of ‘money’ is ——-? উত্তরঃ Monetise
বাংলা অংশ সমাধানঃ
২১. কোন বানানটি শুদ্ধ নয়? উত্তরঃ উর্দ্ধ
২২. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তরঃ উপভোগ
২৩. কোনটি ‘শোক’ শব্দের বিপরীত শব্দ? উত্তরঃ হর্ষ
২৪. ‘গিন্নি’ কোন শেণির শব্দ? উত্তরঃ অর্ধ তৎসম
২৫. ‘লাজ’ কোন ধরণের শব্দ? উত্তরঃ বিশেষ্য
২৬. কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না? উত্তরঃ বচনভেদে
২৭. ‘আনন্দ অশ্রু’ শব্দটি কোন সমাস? উত্তরঃ রূপক কর্মধারয়
২৮.কবি গোবিন্দ দাস কার ভাব-শিষ্য ছিলেন? উত্তরঃ বিদ্যাপতি
২৯. কোনটি গল্প গ্রন্থ? উত্তরঃ শিউলিমালা
৩০. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ দ্বীপ+ অয়ন
৩১.মধ্যযুগের কবি নন কে? উত্তরঃ জয়নন্দী
৩২.‘প্রকর্ষ’ শব্দের সমার্থক কোনটি? উত্তরঃ উৎকর্ষ
৩৩. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ ১৯২৩ সালে
৩৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তরঃ সংস্কৃত
৩৫. ‘নসীরানামা’ কাব্য কার রচনা? উত্তরঃ কবি মরদন
৩৬. প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তরঃ জেলে
৩৭. বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্ণের রুপান্তর? উত্তরঃ হ
৩৮. কোনটি নজরুল ইসলামের উপন্যাস? উত্তরঃ কুহেলিকা
৩৯. কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়? উত্তরঃ বিশেষ্য
৪০. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ? উত্তরঃ শেষলেখা
গণিত অংশ সমাধানঃ
৪১. ১,৪,৭,১০, ……… ধারার ২৯তম পদটি কত? উত্তরঃ ৮৫
৪২. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, এর ক্ষেত্রফল ২১৬ বঃমিঃ হলে পরিধি কত? উত্তরঃ ৬০
৪৩. কত জন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়? উত্তরঃ ৫
৪৪. ১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? উত্তরঃ ১০
৪৫. Log381 = কত? উত্তরঃ 4
৪৬. ০.০৩, ০.১২, ০.৪৮, ……………… ধারাটির পঞ্চম পদ কোনটি? উত্তরঃ ৭.৬৮
৪৭. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত? উত্তরঃ ১০৭
৪৮. বৃত্তের ব্যাগ তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ ৯
৪৯. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত? উত্তরঃ ১৬৪০
৫০. জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বসিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত? উত্তরঃ ২৮
৫১. একটি ষড়ভূজের ছয়টি কোণের সমষ্টি কত? উত্তরঃ ৮ সমকোণ
৫২. একজন ব্যাক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত? উত্তরঃ ৯২৮০০০ টাকা
৫৩. একটি চাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? উত্তরঃ ৮০০০ বার
৫৪. একটি ত্রিভূজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩,১৪ ও ১৫ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? উত্তরঃ ৮৪ মিটার
৫৫. বৃত্তের যেকোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়? উত্তরঃ জ্যা
৫৬. ABCD সামন্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত? উত্তরঃ ৮০ ডিগ্রি
৫৭. পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত? উত্তরঃ ৫৮৫
৫৮. ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? উত্তরঃ ২৫%
৫৯. ১ ফুট = কত সেন্টিমিটার? উত্তরঃ ৩০.৪৮ সেন্টিমিটার
৬০. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কি বলে? উত্তরঃ স্থুলকোণ
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬১. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তরঃ রাঙামাটি
৬২. নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? উত্তরঃ মালদ্বীপ
৬৩. বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? উত্তরঃ দুটি
৬৪. মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ১৩৩
৬৫. “রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ” বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? উত্তরঃ ৭ (১)
৬৬. বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? উত্তরঃ মেসোপটেমীয়
৬৭. বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? উত্তরঃ ১৯৭২ সালে
৬৮. চীনের মহা প্রাচীরের দৈর্ঘ্য কত? উত্তরঃ ৮৮৫০ (সঠিক তথ্য ৮৮৫২ কি.মি প্রায়)
৬৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন? উত্তরঃ ৩টি
৭০. পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন? উত্তরঃ গ্রীকরা
৭১. শ্রীকান্ত উপন্যাস কার লেখা? উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭২. এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? উত্তরঃ ৪ নং
৭৩. মুজিববর্ষের লোগোর নকশাকার কে? উত্তরঃ সব্যসাচী হাজরা
৭৪. ইসরাইলের আউনসভার নাম কী? উত্তরঃ নেসেট
৭৫. স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৭৬. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস? উত্তরঃ সিএফসি (CFC)
৭৭. বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭২ সালের ৪ মার্চ
৭৮. বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? উত্তরঃ জিম্বাবুয়ে (প্রথম ভেনিজুয়েলা)
৭৯. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? উত্তরঃ ১৪ বছর
৮০. জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান
JBC Upper Division Assistant Original Question Below
নিচে অরজিনাল ছবি গুলো দেওয়া হল। জীবন বীমা কর্পোরেশন এর উচ্চমান সহকারী প্রশ্ন লোড হতে একটু সময় লাগতে পারে।
আরো খুজুন : জীবন বীমা কর্পোরেশন প্রশ্ন সমাধান,জীবন বীমা কর্পোরেশন,জীবন বীমা কর্পোরেশন প্রশ্ন সমাধান ২০২০,জীবন বীমা বিগত প্রশ্ন,বিগত জীবন বীমা প্রশ্ন,উচ্চমান সহকারী,জীবন বীমা,জীবন বীমা কর্পোরেশন jbc 2020 সালের প্রশ্ন সমাধান,জীবন বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান,সাধারণ বীমা কর্পোরেশন,জীবন বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী পদের প্রশ্ন,উচ্চমান সহকারী পদের প্রশ্ন,প্রশ্ন সমাধান,জীবন বীমা কর্পোরেশন বাংলা প্রস্তুতি,জীবন বীমা কর্পোরেশন প্রশ্ন প্যাটার্ন