বাংলাদেশ বিষয়াবলীবিশ্ববিদ্যালয় ভর্তি
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
Some important questions and answers from Bangladesh issues for university admission preparation
- বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন- ফখরুদ্দিন মােবারক শাহ।
- সহীদাহ প্রথা বিলােপ করেন- লর্ড উইলিয়াম বেন্টিংক; ১৮২৯।
- বঙ্গভঙ্গ রদ করা হয়- ১৯১১ সালে।
- লাহাের প্রস্তাব উথাপন করেন- শেরে বাংলা এ কে ফজলুল হক।
- স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- ২ মার্চ ১৯৭১।
- রবি শংকর ছিলেন একজন বিখ্যাত- সেতার বাদক।
- ‘কারাগারের রােজনামচা’ বইয়ের লেখক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান।
আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক- সৈয়দ আলী আহসান।
- জাতীয় পাট দিবস- ৬ মার্চ।
- জাতীয় ভােটার দিবস- ১ মার্চ।
- পাটের জিনতত্ত্ব আবিষ্কার করেন- ড. মাকসুদুল আলম।
- বাংলাদেশের বৃহত্তম বনভূমি- পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।
- পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন- সুন্দরবন।
- বাংলাদেশের প্রথম ইকোপার্ক অবস্থিত- সীতাকুণ্ড, চট্টগ্রাম।
- বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৯৭৪ সালে।
- চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- বিজু।
- শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান- নায়েম।
- বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হয়েছে- গজারিয়া, মুন্সিগঞ্জ।
- জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভাপতি- প্রধানমন্ত্রী।
- মূল্য সংযােজন কর চালু হয়- ১ জুলাই ১৯৯১।
আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
- নরসিংদীর ঘােড়াশালের সার কারখানায় উৎপাদিত সারের নাম- ইউরিয়া।
- বাংলাদেশের চামড়াশিল্প নগরী অবস্থিত- সাভার।
- দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড- উত্তরা, নীলফামারী।
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি অবস্থিত- চট্টগ্রাম।
- পায়রা সমুদ্র বন্দর অবস্থিত- কলাপাড়া, পটুয়াখালী।
- ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার- ৫,২৩,১৯০ কোটি টাকা।
- বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উথাপিত হয়- ১২ অক্টোবর ১৯৭২।
- বাংলাদেশের সংবিধানে ভাগ বা অধ্যায় রয়েছে- ১১টি।
আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক- রাষ্ট্রপতি।
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি- লুই আই কান।
- নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- হারুকান্দি, ফরিদপুর।
- বাংলাপিডিয়া প্রকাশ করে- বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি।
- সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল